নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বরষা

১৯ শে জুন, ২০২২ দুপুর ১:১০




বর্ষা আমার বুকের মাঝে নিত্য ঝড়া আষাঢ় মাস
সেথায় ভেজে বক পাখালী ভালোবাসার সবুজ ঘাস ।
তোমার ভেজা শারীর আঁচল হেথায় ওঁরে মেঘের গায়
জলের ঘায়ে দুলনী দোলে শিমুল পারুল করমচায়
নিত্য মেঘের আনাগোনা বজ্রপাতের সর্বনাশ
নিত্য জলের কলকলানি আকাশ জুড়ে মেঘের কাশ ।

ছবিঃ শাহ আজিজ ভাইয়ের ব্লগ থেকে নেয়া ।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৩০

সোনাগাজী বলেছেন:




ছিমছাম, সুপাঠ্য

১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

২| ১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৩৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার কাব্যিক লেখা!!!

১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৩| ১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:

ছবিটাই মন ভালো করে দিয়েছে।

১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৫০

রানার ব্লগ বলেছেন: তাহলে ব্লগার আজিজ ভাই কে ধন্যবাদ দিন

৪| ১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছোট এবং চমৎকার একটি রচনা।

যদিও বরর্ষায় শিমুল পারুল তাদের আসল রূপে থাকে না। তবুও অসাধারণ লিখেছেন এই লাইনটি- জলের ঘায়ে দুলনী দোলে শিমুল পারুল করমচায়

শিমুল ফুটে যায় আগেই, আর পারুল ফোটে মে মাসে।

১৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪৯

রানার ব্লগ বলেছেন: মনের ঘড়ে সব ফুল বারোমাস ফোটে !!!

৫| ১৯ শে জুন, ২০২২ দুপুর ২:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: চাদগাজী বলেছেন ছিমছাম সুপাঠ্য।

সিম্পল বাট ক্লাসি।

১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৬| ১৯ শে জুন, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই মনোমুগ্ধকর।

১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩

রানার ব্লগ বলেছেন: ছবির জন্য আজিজ ভাই ধন্যবাদ প্রাপ্য !!!

৭| ১৯ শে জুন, ২০২২ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।

১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৮| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: মনের ঘড়ে সব ফুল বারোমাস ফোটে !!!
এক্কেবারে সহী কথা।

১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৪

রানার ব্লগ বলেছেন: হা হা হা !! আসলেই । মন সে তো চির বসন্তের দেশ !!!

৯| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৩:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা ও ছবি অপূর্ব মেলবন্ধন।

১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

১০| ১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে।

প্রকৃতি মানুষের মনের উপর অনেক প্রভাব ফেলে। কখনও মানুষকে দিশেহারা করে ফেলে আবার কখনও ভাবুক করে দেয়।

২০ শে জুন, ২০২২ রাত ১:৫৪

রানার ব্লগ বলেছেন: প্রকৃতির সুনির্দিষ্ট প্রভাব মানুষের জীবনে আছে

১১| ২০ শে জুন, ২০২২ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ছবির জন্য আজিজ ভাই ধন্যবাদ প্রাপ্য !!!

ছবিটা আজিজ সাহেব তুলেন নি। উনি ফেসবুক থেকে সংগ্রহ করেছেন।

২০ শে জুন, ২০২২ রাত ১:৫৫

রানার ব্লগ বলেছেন: আচ্ছা!! তাহলে ফেইসবুক প্রাপ্য!! ধন্যবাদ ফিরে আসার জন্য।

১২| ২১ শে জুন, ২০২২ দুপুর ২:১২

মিরোরডডল বলেছেন:




ছবিটা খুব সুন্দর !
কবিতাটাও ভালো ।




২১ শে জুন, ২০২২ দুপুর ২:১৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আয়না সুন্দুরী !!!

১৩| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতা খুবই ভালো লেগেছে। +++

২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:০২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.