নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

১৮ + জোকস না হাসলে ক্ষতি নাই। হাসলে হার্ট মজবুত হয়।

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৯

শরীর ভালো না, কিছু লেখার বেশ ককয়েকবার ব্যার্থ চেষ্টা করার পর ভাবলাম থাক মাথায় আপাতত চাপ নেয়ার দরকার নাই। তাই কিছু ১৮+ জোকস দিলাম। ভালো না লাগলে আমার কোন দোষ নাই কারন ইহা সংগৃহীত।

১. বিভিন্ন জাতির সংস্কৃতি অনুযায়ী নারীর সাথে পুরুষের ডেট : #ইতালিয়ান: ১ম দিন - যৌন সম্পর্ক ২য় দিন - আবার যৌন সম্পর্ক #ফঁরাসী: ১ম দিন - আলিঙ্গন ও চুমু ২য় দিন - যৌন সম্পর্ক ৩য় দিন - আবার যৌন সম্পর্ক #বিলেতী: ১ম দিন - রেস্তোরাঁর খাওয়া ও চুমু ২য় দিন - চুমু ও আলিঙ্গন ৩য় দিন - চুমু, আলিঙ্গন ও ধুমপান ৪র্থ দিন - বারবার যৌন সম্পর্ক #আমেরিকান: ১ম দিন - দেখা ও ঘোরাঘুরি ২য় দিন - আলিঙ্গন ৩য় দিন - উষ্ণ আলিঙ্গন ৪র্থ দিন - চুমু ৫ম দিন - গাঢ় চুমু ৬ষ্ঠ দিন - যৌন সম্পর্ক #বাঙ্গালী: ১ম দিন - চা ২য় দিন - চা ও বিস্কুট ৩য় দিন - আলাদা দেখা করার প্রস্তাব ৪র্থ দিন - রাজি ৫ম দিন - কেনাকাটা ৬ষ্ঠ দিন - রেস্তোরাঁয় খাওয়া এবং আবার কেনাকাটা ৭ম দিন - আবার রেস্তোরাঁয় খাওয়া, সাথে মেয়ের ৩ ক্ষুধার্ত বান্ধবী ৮ম দিন - চুমু খাওয়ার ব্যর্থ চেষ্টা শেষে শুধু আলিঙ্গন ৯ম দিন - আবার চুমু খাওয়ার চেষ্টা করে ব্যর্থ ১০ম দিন - চুমু সফল ১১তম দিন - গাঢ় চুমু ১২তম দিন - যৌন সম্পর্ক করতে গিয়ে ব্যর্থ ১৩তম দিন - আবার যৌন সম্পর্ক করতে গিয়ে ব্যর্থ ১৪তম দিন - কথা বলা বন্ধ ১৫তম দিন - ছেলের দুঃখ প্রকাশ ১৬তম দিন - আলিঙ্গন ও গাঢ় চুমু ১৭তম দিন - যৌন সম্পর্ক করতে গিয়ে আবারও ব্যর্থ ১৮তম দিন - জোর করে যৌন সম্পর্ক ১৯তম দিন - ধর্ষণ মামলা ২০তম দিন - কারাগার !!


২. বউ প্রতিরাতে দোয়া পড়ে ঘুমায়।
বিষয়টা ভাল্লাগে।
আজকে বলতেছে, আমি আরও দোয়া পারি কিন্তু পড়ি না। আমি বললাম, পারলে পড়ো না কেন?
বউ বলে, যেমন দোয়া ইউনুস পড়িনা তোমাকে হারায়া ফেলার ভয়ে। এই দোয়া পড়লে নাকি জীবন থেকে যাবতীয় সমস্যা, বিপদ আপদ উধাও হয়ে যায়।


৩. ভাবী নারিকেল তেলের সঙ্গে জন্মনিরোধক বড়ি মিশিয়ে চুলে লাগাচ্ছে, যাতে মাথায় উকুনের বংশবৃদ্ধি না হয়, মেয়ে মানুষের ভয়ংকর বুদ্ধি।



৪. বাসর ঘরে মনির বউকে কি বলবে ভাবছে.
অনেক ভেবে চিন্তে শেষমেষ ঘোমটা তুলে বউকে বললো, "তুমি যে রাতে এখানে থাকবে বাসায় বলে এসেছো..?"



৫. বিয়ের কিছুক্ষণ আগে কাজী সাহেব স্টেজে দাঁড়িয়ে জোর গলায় বললেন, এই বিয়েতে কারো আপত্তি থাকলে এখনই বলুন... ।

শেষের সারির দিক থেকে তখন এক সুন্দরী তরুণী কোলে বাচ্চা নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসতে লাগলো !

এটা দেখে, কনে বরকে সবার সামনেই দুই গালে জোরে থাপ্পড় মারতে শুরু করল। কনের বাবা বন্দুক আনার জন্য দৌড়ে ঘরের ভিতরে গেলেন। কনের মা স্টেজেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শালিরা বরকে গালি দিতে লাগলো আর শালারা হাতা গুটিয়ে নিয়ে সামনের বর যাত্রীদের বেদম পেটাতে লাগলো।

কাজী সাহেব মেয়েটিকে জিজ্ঞেস করলেন "তোমার সমস্যা কি ?

মেয়েটি বলল, পিছন থেকে ঠিক মত কথা শুনতে পাচ্ছিলাম না, তাই শোনার জন্য সামনে আসলাম !!



৬. এক বাচ্চা, থানায় ফোন করে: হ্যালো, এটা কি থানা?

পুলিশ - হ্যাঁ, এটা থানা।

বাচ্চা - আপনি কে বলছেন?

পুলিশ - আমি ওসি বলছি।

বাচ্চা - আপনার হাতে লাঠি আছে?

পুলিশ - হ্যাঁ, আছে।

বাচ্চা- তাহলে ওটা নিজের পেছনে ঢুকিয়ে নিন।

ফোন কেটে গেল। ওসি সাহেব চুপ করে রইলেন।

একটু পরে আবার ফোন। রিসিভ করতেই প্রশ্ন:

বাচ্চা - হ্যালো, এটা কি থানা?

পুলিশ - হ্যাঁ, এটা থানা।

বাচ্চা - আপনি কে বলছেন?

পুলিশ বুঝতে পারলো সেই বিচ্ছুটাই।

ওসি সাহেব সাবধানে জবাব দিলেন:

আমি ওসি বলছি।

বাচ্চা - আপনার হাতে লাঠি আছে?

পুলিশ - না, নেই।

বাচ্চা - বাঃ! একবার বলতেই পিছনে ঢুকিয়ে নিয়েছেন? সাবাশ!

সিএলআই দেখে ওসি ওই নম্বরে ফোন করলেন।

ধরলেন এক ভদ্রমহিলা।

ওসি সাহেব বললেন: আমি থানা থেকে ওসি বলছি। এই নম্বর থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল। বলেছে, হাতের লাঠিটা নিজের পেছনে ঢুকিয়ে নিন।

বাচ্চার মা - এ মা! কখন?

পুলিশ - মিনিট দশেক আগে।

বাচ্চার মা - ছিছি, বের করে ফেলুন। বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেয়? শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন! বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন।

আজ এই পর্যন্তই। আমার হাসি পেয়েছে। আপনাদের না পেলে। বাড়ি গিয়ে গোসল করে ঘুমিয়ে পরুন অনেক কাজের চাপ যাচ্ছে আপনার রেস্ট দরকার।




সূত্রঃ সংগ্রহীত। কারো কমন পরলে নিজ গুনে হাসে এড়িয়ে যাবেন।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



হাসলাম

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৮

রানার ব্লগ বলেছেন: হৃদপিণ্ডের উপকার করলেন।

২| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৩

জুল ভার্ন বলেছেন: ৩ নম্বর ছাড়া বাকীগুলো আগেও শুনেছি। ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৯

রানার ব্লগ বলেছেন: হাসি হৃদয়ের জন্য ভালো

৩| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন, 'হাসলাম'

এই ভদ্রলোক হাসলে মনে করতে হবে, এই কৌতুক গুলো সবাইকে হাসাবে।

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩২

রানার ব্লগ বলেছেন: উনি না হসলেও আপনি হাসুন। হাসি হৃদয়ের জন্য ব্যাধি নাশক।

৪| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সবগুলো পড়ে শেরজা ভাইয়ের পুরুষ হবার যন্ত্রণার কথা মনে পড়ল !!!

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৩

রানার ব্লগ বলেছেন: আসলেই অনেক যন্ত্রনা। যদি বিবাহিত হন তাহলে বোঝার কথা আর বিবাহিত না হলে কাটিয়ে নিন সময় বাবা মা আত্মিয় স্বজনে যতোদিনে না আপনার লেজ কেটে দেয়।

৫| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৯

মিরোরডডল বলেছেন:

হা হা হা… ১নং সুপার্ব :)

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৯

রানার ব্লগ বলেছেন: আমার জানার ইচ্ছা পাকিস্তানিরা কি করে।

৬| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৪

মিরোরডডল বলেছেন:



২,৩, ৫ আগে শুনিনি ।
সবগুলো জোকস মজার ।
থ্যাংক ইউ রানা ।



০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫০

রানার ব্লগ বলেছেন: ইশ আপনি কি ১৮+ হয়েছেন??!!

৭| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫১

আরইউ বলেছেন:



হা হা হা! একটাও আগে শুনিনি। সবগুলো পড়েই হাসলাম; #২ আর #৪ পড়ে বেদম হাসলাম। একটা মন্তব্য পড়ে হাসতে হাসতে লুঙি খুলে গেলো।

হাসির উপলক্ষ তৈরী করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ, রানার!

ভালো থাকুন।

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫১

রানার ব্লগ বলেছেন: সারাক্ষণ ভাড়ি ভাড়ি বিষয়ে আলোচনা করে কিছুক্ষণ হালকা বিষয়ে হাসা ভালো।

৮| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাই বিয়ের কথা বলবেন না । আমি প্রব্রজ্যা হবার ব্রততে আছি । এই জীবনে বিয়ে নামক স্বর্গীয় নরকে যেতে চাই না !!

বিয়ে না করে আমি থাকব সুখে B-)
আগুন জ্বলবে সবার বুকে :P

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫২

রানার ব্লগ বলেছেন: অহেতুক লন্ড্রি বিল বাড়াচ্ছেন। সেই পানি খাবেন গলা পর্যন্ত নেমে খাবেন এইটাই যা।

৯| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চরররররম

চররররররড়ড়ড়ড়ড়ড়ম

হাসতে হাসতে হাসতে আমার মাথার চুল কিছু নড়ে গেছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৩

রানার ব্লগ বলেছেন: কিছু?!! বাকি টুকু কি বিসিবি লিজ নিয়েছে??!

১০| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: হাসির বটে! হাসলাম।

০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১১| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



৭ ও ৯ নং কৌতুকটা দারুণ!!!

হাসতে হাসতে পড়ে গেলাম!!!

০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০০

রানার ব্লগ বলেছেন: ৭ আর ৯?????? B:-)

১২| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


হৃদপিন্ডটা বলে উঠলো 'উনি আমার উপকার করেছে।

০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০১

রানার ব্লগ বলেছেন: আমাকে ধন্যবাদ দিন

১৩| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৯

শেরজা তপন বলেছেন: ভাল লেগেছে ব্রো :)

০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ব্রো

১৪| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৯

কাছের-মানুষ বলেছেন: পোষ্ট পড়ে হার্ট মজবুত করলাম! ধন্যবাদ আপনাকে।

০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:০৮

রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৫| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কমন একটু আকটু পরলেও হাসলাম।

০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:১০

রানার ব্লগ বলেছেন: যাক প্রশ্নপত্র তো আর আউট হয় নাই তাতেই হবে।

১৬| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:২৫

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহাহা

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:০৫

রানার ব্লগ বলেছেন: B-)

১৭| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪২

নতুন বলেছেন: বেশ ভালো লাগলো, কিন্তু এতো কম লাইক কেন?????

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৩

রানার ব্লগ বলেছেন: হা হা হা !! এটাও একটা জোকস !!!

১৮| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: জীবনের এত কষ্ট ও যন্ত্রণার মাঝে কিছুটা হলেও হাসাতে পেরেছেন।

হাসলাম প্রাণ খুলে - হা হা হা :#) :D :) :-B

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: হাসুন !! আপনাদের কে হাসানোর জন্যই এই অপচেষ্টা

১৯| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: সবন গুলোই আমার আগে পড়া।
অবশ্য পরা কৌতুক আবার পড়তে আমার ভালো লাগে।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

২০| ০৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হা হা হা হা । দেখা যাক কী হয় !!

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৪

রানার ব্লগ বলেছেন: শুভকামনা।

২১| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪০

মুুজতাহিদুল বলেছেন: শেষেরটা সবচেয়ে হাস্যকর ছিল।
ধন্যবাদ হৃদপিন্ডের উপকার করার জন্য।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৪

রানার ব্লগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২২| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.