নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জানি তুমি আছো

০১ লা মার্চ, ২০২৪ দুপুর ২:২৭




হাতের তালুর মতো, চেনা এই শহর –
উত্তর, দক্ষিণ, পূর্ব , পশ্চিম, সকল দিকের -
ইতিহাস পুংখানুপুংখ জানা , কিন্তু আশ্চার্য এক কারনে
তোমাকে খুঁজে পাই না, এই শহরের কোন দিশাতেই ।

একি দূষিত বাতাস আমাদের শ্বাস যন্ত্রে
অক্সিজেন ফুঁকে চালিয়ে রেখেছে শ্বাস তন্ত্রী,
বাঁচিয়ে রাখে যুগে থেকে যুগান্তরে
কিন্তু তোমার শরীরের যে সুগন্ধী সুবাস ছড়ায়
তা ছোঁয় না আমায়, সময়ের গর্ভে হারিয়ে যায়
অদৃশ্য কোন ঘুর্ণি ঝড়ের আঘাতে ।

জানি তুমি আছো –অন্য কারো
মনের জানালায় রঙ্গীন পর্দা হয়ে ।
সেই রঙে হয় তো আকাশ তার সাত রঙের বাসর সাজায়
অমন বাসরে নিমন্ত্রিত নই । এখনো হয়তো –
ঠোঁটের রঙ মুছে যাবার ভয়ে ঠোঁট ফিরিয়ে নাও না,
তীক্ষ্ণ নখরে দাগ কাঁটো কারো গলায় ।
সাজানো বিছানা আগছলো হবার ভয়ে হয় না আর।

এরপর, এর-পর
ফিরে গেলাম, অনন্ত তারকারাজির প্রাচীর পেরিয়ে।
সহস্র নক্ষত্র মন্ডলী কে পিছু ফেলে যখন ফিরে চাইলাম
তোমার কপালের সাজানো চন্দ্রবিন্দু আমায় বিদায় জানালো।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৪ দুপুর ২:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতার প্রতিটি শব্দ ও বাক্য বিন্যাস অসাধারণ হয়েছে। অনেক দিন পরে এ ধরণের একটি ভাব গম্ভীর কবিতা পাঠ করলাম।

০১ লা মার্চ, ২০২৪ দুপুর ২:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

২| ০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: একই শহর তবুও দেখা হয় না ভুল করেও তাইনা??

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩

রানার ব্লগ বলেছেন: হুম!!

৩| ০১ লা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

মিরোরডডল বলেছেন:




লেখাটা খুব ভালো লাগলো রানা।
প্রিয় গানটার মতো।

এতো কাছে, একই শহরে আমাদের বসবাস
তবু কারো দেখা নেই
চোখে চোখে কথা নেই
একই চাদরে পড়েনা নিঃশ্বাস
শূন্যতায় ঘিরে আছে শীতের বাতাস






০১ লা মার্চ, ২০২৪ রাত ৮:১৯

রানার ব্লগ বলেছেন: আহা!! এই গান টা আমার প্রীয় গান। ধন্যবাদ!!

৪| ০১ লা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

অর্ক বলেছেন: ভালো লাগলো ভাই। শুভেচ্ছা থাকলো।

০১ লা মার্চ, ২০২৪ রাত ৮:২০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!

৫| ০২ রা মার্চ, ২০২৪ রাত ১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার।

০২ রা মার্চ, ২০২৪ সকাল ৭:৪২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৬| ০২ রা মার্চ, ২০২৪ সকাল ১১:০৮

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

০২ রা মার্চ, ২০২৪ সকাল ১১:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৭| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০২ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.