![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
ফুলের মতো ছিল সে
স্বপ্ন ছিলো রংগীন চোখে
অমানুষের ভয়াল থাবায়
নষ্ট জীবন অশ্রু চোখে
অসহায় এক নিষ্পাপ প্রান
কে দেবে জবাব আজ
বিচারহীন এই সমাজে
তুলবে কি কেউ জোর আওয়াজ?
শত আছিয়া উঠবে জেগে
দাবিয়ে রাখা যাবে না আর
ধর্ষকের নোংরা থাবা গুড়িয়ে দেব
রুখবে এমন সাহস কার?
আমারা আগুন, আমরা ঝড়
শিকল ছিড়ে বেরিয়ে আসি
যে সমাজ আজ নিরিব রহে
সে সমাজের গলায় ফাসি!
শত আছিয়া উঠুক জেগে
ঘুমিয়ে থাকা শহরটাকে
কাঁপিয়ে ফেলুক জাহান্নামে
পায়ের তলায় ফেলুক পিসে
তাদের দুর্গ স্বর্গটাকে ৷
১৪ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০৪
রানার ব্লগ বলেছেন: কেবল চোখের পানি ফেলাই কি শেষ কথা?
২| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৩০
কামাল১৮ বলেছেন: মর্মাহত।
১৪ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০৫
রানার ব্লগ বলেছেন: কেবল মর্মাহত বলেই দিন পার করে গেলাম।
৩| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব কি করে হয়?
১৪ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০৫
রানার ব্লগ বলেছেন: এটাও আমার প্রশ্ন
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২৫ রাত ২:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন:
