| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তোমাকে চাই,
চাওয়াটার ভেতরে অন্য কিচ্ছু নেই,
না কোন দাবি বা শর্ত।
শুধু এক কাপ চায়ের ধোয়ার আড়ালে
তোমার চোখে চোখ রাখা।
যদি পারো,
শেষ বিকেলের আলোয় আমার নামটা লিখ।
মুছে গেলে দোষ দিও না,
আমি জানি, এই শহরে কিছুই স্থায়ী নয়।
হাঁটার সময় পাশে থাকো,
না থাকলেও চলবে।
একই আকাশের নিচে
একই আলো, আঁধারে
আলাদা ছায়া নিয়ে
কিছু দূর একসাথে হাঁটলেই হয়।
যদি একদিন সব শেষ হয়ে যায়,
এই শহর, এই কথা, এই আমরা
তবু কোথাও একটা লাইন পড়ে থাকবে,
যেখানে লেখা থাকবে:
একজন মানুষ
অকারণে কাউকে খুব করে চেয়েছিল।
২|
২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যদি একদিন সব শেষ হয়ে যায়,
এই শহর, এই কথা, এই আমরা
.............................................................
মিথ্যা আর অনাচারে ভরে গেছে এই পৃথিবী
আমরা অনন্ত কালের গর্ভে হারায়ে
যাবার সময় এসেছে ।
৩|
২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৮
আলামিন১০৪ বলেছেন: সময় সব কিছু তছনছ করে দেয়, ভালোবাসাও...আশেপাশে তাকান, কোন কিছুই স্থায়ী নয়-
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।