নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

ঘুড়ি

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

উড়ছে ঘুড়ি আকাশ পানে,
ঘুরছে তারা আপন মনে।
সকাল দুপুর সন্ধে বেলা,
খেলছে তারা আপন খেলা।
শত দলে শত ঘুড়ি,
দুষ্টু ছেলে নাটাই ধরে,
উড়ছে তারা
খাঁ খাঁ চৈত্র দুপুরে।

বিকেলের মিষ্টি মিহি রোদে
উড়ছে তারা ঝাঁকে ঝাঁকে,
আরো রাঙিয়েছে তারা
শিশু কিশোরের হাক ডাকে।
শো শো, শান শান, শব্দে,
কখনো গভীর রাতে,
তাঁরা-ঝোঁনাকির মিতালিতে
মধুময় করেছে একসাথে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।

শুভেচ্ছা :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭

শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ। ভাই আপনাকে তো আর কোথাও খুজে পাই না।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো ছন্দময় লেখা।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৩

শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: আর কোথাও মানে বুঝলাম না ভ্রাতা ?

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

শুভ্র বিকেল বলেছেন: বলছি ভ্রাতা আপনি কোথায় হারিয়ে গেলেন। ঐযে গেলেন, এর পরে আর আপনার দেখা নেই, একটা দিন ফেবু তেও পেলাম না, কোথায় কেমন আছেন কিছুই তো জানালেন না। মাঝে মধ্যে ফেবু তে এলে একটু নক করেন।। ভাল থাকেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.