নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

উড়ুক্ক টেক্সি।

২২ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১০

আকাশ পানে উড়বে টেক্সি
ছাদে উঠে তুলবে হাত,
উড়ুক্ক টেক্সি নামবে সেথা
নিয়ে যাবে তার সাথ।

এ ছাদ থেকে ও ছাদে
নামিয়ে দেবে তোমায়,
রাত্রি দিনে আকাশ পানে
ছুটবে টেক্সি ভাড়ায়।

ডাকবে এসে ছাদে নেমে
'যাবে ভাই যাবে',
স্কুল কলেজ অফিস আদালত
এক নিমিষেই পাবে।

টেক্সি এসে নামলে ছাদে
জানিয়ে দেবে অ্যাপ,
আরাম আয়েশের আর
থাকবে না গ্যাপ।

ট্রাফিক নেই, জ্যাম নেই
নেই কোন ঝামেলা,
সকাল দুপুর রাত অব্দী
টেক্সির মিলন মেলা।

কল্প রাজ্যের গল্প নয়
মিথ্যে নয় এক রত্তি,
বাড়ির ছাদে উড়ুক্ক টেক্সি
পেয়ে যাবে সত্যি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: চমৎকার বৈজ্ঞানিক কল্পকাব্য!

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। রাণা ভাই।

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০২

কল্লোল পথিক বলেছেন: বাহ!বেশ হয়েছে

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬

শুভ্র বিকেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

তার আর পর নেই… বলেছেন: কখন থেকে শুরু হবে এই সার্ভিস?

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

শুভ্র বিকেল বলেছেন: হবে হবে একটু অপেক্ষা করেন। দেশ ডিজিটাল হচ্ছে, টেক্সিরও মডারেশন হবে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

বিষাদ বিদীর্ণ বলেছেন: ভাল

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

মহা সমন্বয় বলেছেন: দরুণ হয়েছে আপনার প্রযুক্তিক পদ্য ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

শুভ্র বিকেল বলেছেন: আপনার মন্তব্যে খুশি হলাম। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.