![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ভালো নেই মনের ভেতর
মন খারাপের গন্ধ,
ক্লান্ত হয়ে সারাটা সময়
মন হারানোর দ্বন্দ।
কৌতুহলে মত্ত হয়ে
মনের ভেতর প্রেম না পেয়ে, রাত পোহানু
কষ্ট সয়ে, ক্লান্ত হয়ে অশ্রু ভেজা
চোখে তাই রামধনু।
পুরুষ পরান তবু হয়রান
প্রথম প্রেমের স্পষ্ট এ প্রমাণ
ঢাকাব যে কিসে পাই না তা খুঁজে
লজ্জা পেয়ে হই অপমান।
অশরীরিনী কেমনে করেন এমন প্রেমের প্রমাণ?
ভেবে ভেবে হই হয়রান,
সর্বহারা হৃদয়ের তরে
কেন যে এতটা তীব্র তার টান!
বুকে এত প্রেম দিয়ে তবু কেন
প্রেমকে লুকিয়ে ছল করে শত,
এত মায়া তবু কমে যায় কেন
ভালবেসে তবু দূরে দূরে কেন?
প্রশ্ন গুলো নিরুত্তর
হৃদয়ে আমার থাকে রাত ভর
একাকীত্বের বেদন,
এভাবে কেন যে কষ্টে ভোগায় ভীষণ!
আপন হয়েও এত অবহেলা কেন
আমার কথায় এত ভুল বোঝ কেন,
এভাবে সেভাবে চলে আর কত
আপন করেছ বুঝি ব্যথা দিতে এত?
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আপনাদের ভাল লাগাতেই আমার ভাল লাগা, অসংখ্য ধন্যবাদ।
২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩
মোঃ টিপু সুলতান স্বপ্ন বলেছেন: অসাধারণের নতুন মাত্রা
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অন্ত্য মিল কম পাচ্ছেন কিংবা পড়তে কবিতা কবিতা লাগছেনা হয়ত। কিছু মনেকরবেন না, নেক্সটে ঠিক হয়ে যাবে।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ নূর-ই-হাফসা, মন্তব্যে ভাল লাগা জানবেন।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: স্বাধীন ভাই গল্প আর একটু গুছিয়ে লিখতে হবে।
১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: গল্প ছিল না! ছিল কবিতা। হা হা হা.... খারাপ লেগেছে বলে রেগে বললেন নাকি ভাই? রাগ করবেন না, আমি কিন্ত ভালোও পারি লিখতে।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম