নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

আমি যখন বস!

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

জীবনের কিছু মহুর্ত নিজেকে হাসায়।।

কাল প্রভাকরদি থেকে অভিলাসে উঠলাম সাইনবোর্ড নামবো।।

মদনপুর পার হওয়ার পর কন্ট্রাকদার সবার ভাড়া নিলো, আমার কাছে ভাড়া চাইলো না।। কাচপুর যাওয়ার পর ডাকলাম “ এই কন্ট্রাকদার কইরে, ভাড়া নিবিনা”।। কন্ট্রাকদার আসলো বিশ টাকা ভাড়া দিলাম।। চাইলোনা।। নরমালি ৫০টাকা ভাড়া নেয়। তো আবার বললাম কিরে আরো লাগবে

’ না বস” আপনারা বস মানুষ যা দেন তাই, কোনদিন চাইছি নাকি।। ভাই কনতো এ রোডে ৫বছর ধরে গাড়ি চালাই, আপনাগো সাথে কোন দিন বেয়াদবি করছি।

কন্ট্রাকদারের এ ধরনের কথা শুনেতো তাজ্জব বনে গেলাম। কয় কি?

ঔ শোন আমি বস টস নই। নিশ্চয় তোর কোথাও ভুল হচ্ছে।।

না ভাই। এ রোডে আপনাগো চিনেনা কেডা।। ভাই তাইলে কিন্তু ভাড়াই নিমুনা।।

কস কি?

বস, কই নামবেন।।

সাইন বোর্ড।।

আচ্ছা।।

সানারপার থাকেতেই চিল্লাচ্ছে ওস্তাদ বসেরে কিন্তু সাইনবোর্ড নামাইতে হবে। গাড়ি শ্লো কইরেন।।

ব্যস, সাইনবোর্ড গাড়ি শ্লো না, থামাইয়া খাতির করে নামাইয়া দিলো।। সাথে ড্রাইভার বলতেছে “ বস মনে কিছু কইরেননা, বাসে তো তাই খাতির যত্ন করতে পারলামনা”।।

আমি গাড়ি থেকে নেমে সাইনবোর্ডে অনেকক্ষণ চুপচাপ দাড়িয়ে ভাবলাম ঘটনাটা কি ঘটলো? এ রোডে কোনদিনতো আমার সাথে এমন কিছু ঘটেনােই।। হয়তো আমার মতো অন্যকেউ আছে।। তাই কন্ট্রাকদার মিলিয়ে ফেলেছে।।

কিন্তু সত্যি কি? ঔদিনটা কিন্তু আমারে খুব বস বস লাগছিল।। মনে মনে নিজেরে বস বানাইয়া নিলাম এই আর কি?

::)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.