![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় গল্প পরেছিলাম বাজ অলড্রিনকে সঙ্গে নিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন আজ থেকে ৪৫ বছর আগে, ১৯৬৯ সালের ২০ জুলাই তখন প্রযুক্তি বলতে কি ছিল সেটা তারাই একমাত্র জানে। এই ৪৫ বছরে বিজ্ঞান-প্রযুক্তি, শিল্প-সাহিত্যে মানুষ কয়েক হাজার গুন এগিয়েছে । তাহলে তারা কেন এখন চাদে যেতে পারেনা নাকি চাদে যাবার মত সাহসি মানুষ পৃথিবীতে নাই যদি কেহ চাদে যাবার সাহস না থাকে তাহলে আমি আছি।
২| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০
কলাবাগান১ বলেছেন: ৮শ কোটি কিলোমিটার দুরের প্লুটো গ্রহে কাল পৌছে ছবি পাঠিয়েছে আমেরিকার মহাকাশযান নিউ হরাইজন (৯ বছর ধরে ঘন্টায় ৩১০০০ মাইল বেগে ভ্রমন করে)। মাথামোটা লোকজনের রা ই নিজেরা কিছু না করে অন্যের অর্জন কে ছোট করার জন্যই সন্দেহ প্রকাশ করে।
চাদে রেখে আসা মিরর দিয়ে এখন প্রতি বছর লেসার রিফ্লেকশন ইউজ রে ডিসটেন্স মাপা হয়। কেউ যদি নাই যেয়ে থাকে ওখানে মিরর কে প্রতিস্হাপন করল।
৩| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
হাসান কালবৈশাখী বলেছেন: কিছু মাথামোটা লোকজনের রা ই নিজেরা কিছু না করে অন্যের অর্জন কে ছোট করার জন্যই সন্দেহ প্রকাশ করে।
সেরকম কিছু হয়ে থাকলে সোভিয়েটরাই ধরে ফেলত
।
৪| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
আলাপচারী বলেছেন: এখন চাঁদে অভিযান হয়না কারন কষ্ট বেনিফিট এ্যানালাইসিসে তা অনুকূল হয়না তাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩১
রাতুলবিডি৪ বলেছেন: ১৯৬৯ থেকে ১৯৭৩ পর্যন্ত নাসা ৬ বার 'সফল' অভিযান চালায় ।

১৯৭৩ এর থেকে রাশান টেলিস্কোপ নাকি এতটা শক্তিশালী হয়েছিল যে কেউ বা (কোন যান) চাদে অবতরণ করল কিনা সেটা নির্ণয় করতে সক্ষম । এরপর থেকেই চাদে অভিযান বন্ধ হয়ে যায়
আরো মজার বিষয় পৃথিবীতে কোন দেশ এমন কি আমেরিকা -ও চাদে মানুষ পাঠাতে বর্তমানে সক্ষম না