![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার চারপাশে একটু খেয়াল করুন।।। খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করুন।।। কিছু মানুষ পাবেন।।। খুবই উচ্ছল, হাসি খুশি।।।
আচ্ছা,,, তার এই হাসি দেখে কি আপনি ভাবতে পারেন যে এই হাসির পিছনে লুকিয়ে আছে গভীর এক বিষাদ, বিষন্নতা???
হ্যাঁ,,, আমি তাদের কথাই বলছি,,, যারা আমাদের মাঝে থাকে হাসি-খুশি,,, আড্ডার শিরোমণি,,, কিন্তু দিন শেষে যখন সবাই ঘরে ফিরি,,, সে একলা হয়ে যায়,,, তাকে পৃথিবীর সকল বিষন্নতা এসে আকড়ে ধরে।।। হয়তো সে দু-এক ফোঁটা চোখের জল ফেলে।।। কিন্তু কেউ তা বুঝতে পারেনা।।।
এই মানুষ গুলো একটু বেশি অদ্ভুত,,, তারা তাদের সকল সুখ জমিয়ে রাখে সবার সাথে ভাগ করে নেবার জন্য,,, কিন্তু দুঃখ টা রেখে দেয় খুব গোপনে,,,
একা একা ভোগের জন্য।।।
বৃষ্টি হলে এরা সকলের সাথে ভিজতে চায় না,,, হয়তো আপনি আমি ভাববো বৃষ্টি এদের পছন্দ না,,, কিন্তু আসলে তারা বৃষ্টি কে বেশি পছন্দ করে,,, আর বৃষ্টিতে একা একা ভিজতেই তারা স্বাচ্ছন্দ্যবোধ করে।।।
কারন বৃষ্টিতে ভিজতে ভিজতেই তারা তাদের সকল কষ্ট ধুয়ে মুছে ফেলে,,, নতুন কষ্টকে জায়গা দিতে।।।
আপনি-আমি চাইলেও এদের সাহায্য করতে পারবো না,,, কারন এরা সাহায্য করে,,, অন্যকে খুশি করে কিন্তু সাহায্য নেয় না,,, তারা অন্যের আনন্দের মাঝেই নিজের আনন্দ খুঁজে নেয়।।।
ভালো থাকুক সেই সব মানুষ,,, আর ধুয়ে-মুছে যাক বৃষ্টিতে তাদের সব কষ্ট।।।
©somewhere in net ltd.