![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যেতে কার না ভালো লাগে???
আমরা সবাই প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছি কোথাও না কোথাও।।।
কেউ হয়তো পথ হারাচ্ছে,,, কেউ বা মন,,, কেউবা কারো চোখে হারিয়ে যাচ্ছে।।।
আবার কেউ হয়তো নিজের জীবন ও হারাচ্ছে।।।
আচ্ছা,,, কেউ যদি নিজের মন কে হারিয়ে ফেলে একবার???
পরে কি সেই মন ফেরত পাওয়া যায়???
সেই মনকে কি অন্য কোথাও হারাতে দেওয়া যায়???
নাকি তা চিরতরে হারিয়েই যায়।।।
কেউ পথ হারালে তা খুজে পাওয়া যায়,,, কিন্তু মন,,, সেটা একবারই হারাতে দেয়া যায়,,, একবার এটা হারালে আর ফিরে পাওয়া যায় না,,, যেমন জীবন একবার গেলে আর ফিরে আসে না।।।
তাই মনটাকে অনেক দেখে-শুনে হারাতে দেয়া উচিৎ,,, না হলে জীবনের মতো আগলে ধরে রাখো,,,
ভালো থাকুক সকল হারিয়ে যাওয়া মানুষ গুলো আর তাদের মন গুলো।।।
©somewhere in net ltd.