![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক কাক ডাকা ভোরে আমি এসে দাঁড়াবো তোমার দরজার সামনে।।।
সেদিন তুমিও ঘুম ভেঙ্গে উঠবে তারাতারি,,,
আমার উপস্থিতি বুঝতে পেরে।।।
সাড়া পরে যাবে প্রকৃতি জুড়ে,,,
সকল পাখি ঘর ছেড়ে বেড়িয়ে পরবে,,,
যেনো আজ তাদের বড্ড বেশি তাড়া।।।
তুমি দরজা খুলে দাঁড়াবে আমার সামনে।।।
চোখের সামনের এলিয়ে পড়া চুল গুলো সরিয়ে দিয়ে দেখবো তোমায়।।।
হয়তো তোমার সামনে প্রকৃতিকেও তখন বেমানান লাগবে।
তোমার ওষ্ঠ জুড়ে তখন তীব্র এক ঝড় বইয়ে দেওয়ার ইচ্ছেটাকেও নিবারণ করা হবে,,,
শুধু তোমায় দেখবো বলে।।।
তোমায় দেখবো বলেই তো রাত জেগে এতোটা পথ হেঁটে আসা।।।
ঐ ওষ্ঠের মাঝে না হয় আরেকদিন টাইফুন চালাবো।।।
©somewhere in net ltd.