নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শুরু থেকে আমরা এক সমীকরনের মধ্য দিয়ে চলছি।।। প্রতিটি কাজ হচ্ছে এই সমীকরণ অনুযায়ী।।। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলে এই সমীকরণ।।। এক সময় মারা যাই আমরা,,, শেষ কি হয় আমাদের এই সমীকরণ???উত্তর জানা নেই কারো।।। কারন আমরা

অসাধারন সমীকরণ

অসাধারন সমীকরণ › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো মুক্তগদ্য : স্মৃতির পাতা

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

সেদিন মেঘ ছিলো না আকাশে,,,
বসে ছিলাম ব্যলকনীর এক কোনে,,,
স্মৃতির পাতা গুলো অবিরত
উল্টেপাল্টে যাচ্ছিলো।।।
এমনতো হবার কথা ছিলো না।।।
এমন দিনগুলোতে তো তোমার কোলে
মাথা রেখে
চোখ মুদে রাখার কথা ছিলো।।।
আকাশে একটা চিল অনেকক্ষণ ধরে একা
একা উড়ে চলেছে।।।
আমার মনের মাঝেও এমন খাঁ খাঁ রৌদ্র
সেখানেও কি কোন চিল উড়ছে???
আমার জানা নেই।।।
....................................
মেঘনীল তুমিও কি এভাবে আকাশ
দেখো???
তোমার আকাশতো আমার মতো
রৌদ্রদগ্ধ নয়।।।
তোমার আকাশে থাকে মেঘেরঘটা ,,,
সে আকাশে কখনো বৃষ্টি আশে না,,,
ঝড় হয় সেখানে অবিরত।।।
তোমারতো কোন বৃষ্টি ঘর নেই,,,
যেখানে বসে তুমি বৃষ্টির শব্দ শুনবে।।।
আমার বৃষ্টির ঘরটাও ভেঙ্গে গেছে
তোমার ঝড়ে
তাই এখন আমি ব্যলকনীতে বসে
একা চিলকে উড়তে দেখি।।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ।।। :) ভালো থাকবেন।।।

২| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩০

খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে কবিতা। ভাল থাকা হোক অনেক।

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

সজীব রায় বলেছেন: ভাল লাগল

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬

অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ।।। ^_^ শুভ রাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.