![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম বর্ষাতে।।।
বর্ষার শুরুতে জন্ম নেয়াতেই হয়তো বৃষ্টিকে এতো বেশি পছন্দ করি।
মাঝে মাঝেই ভাবি মাকে জিজ্ঞেস করি আমার জন্মদিনে বৃষ্টি হয়েছে কিনা?
কিন্তু কেন যেনো জিজ্ঞেস করা হয় না,,,
আমার জানা নেই কেনো এমন হয়।।।
আমি জানি সেদিন বৃষ্টি হয়েছিলো,,,
খুব বৃষ্টি,,, আকাশ কালো করে নেমেছিলো।।।
..............................
বৃষ্টিতে বের হলে আমার হাতে কোন ছাতা থাকে না,,,
তাই হয়তো বৃষ্টিতে এতো ভিজি।।।
আচ্ছা,ছাতা না থাকাটা কি কোন কাকতালীয় বেপার???
নাকি আমার ইচ্ছে করে বৃষ্টিতে ভিজা?
জানিনা আমি।।।
তবে বৃষ্টিতে ভিজতে সবারই ভালো লাগে,,,
কাকতালীয় হোক আর ইচ্ছে করেই হোক,,,
বৃষ্টিতে ভিজাটাই আসল।।।
খুব ইচ্ছে, একদিন আকাশ কালো
করে নামা বৃষ্টিতে ভিজবো।।।
কখনো ভেজা হবে কিনা জানিনা,,,
কারন বৃষ্টি এখন আর আমায় পছন্দ করে না।।।
..........................
সে বলেছিলো একদিন বৃষ্টি নামলে
আমার হাত ধরে অনেক দূরে হেঁটে যাবে।।।
তার পরনে থাকবে নীল শাড়ি,,,
মেঘলা আকাশের সাথে নাকি নীল শাড়ির
গভীর সম্পর্ক আছে।।।
সত্যি কি আছে???
আছে হয়তো,,, তাই তার নাম দিয়েছি আমি মেঘনীল।।।
তার নীল শাড়ির সাথে মিলিয়ে
আমাকে একটা নীল পাঞ্জাবি বা ফতুয়া পড়তে হবে
তারপর দুজনে হাঁটবো,,,
হাঁটতে হাঁটতে সে আমাকে কিছু বলতে চেয়েছিলো
আমি জানি তা।।।
কিন্তু আমাদের কখনো হাঁটা হয়নি।।।
কারন মেঘনীল কে তা আমি জানিনা।।।
.............................
©somewhere in net ltd.