নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শুরু থেকে আমরা এক সমীকরনের মধ্য দিয়ে চলছি।।। প্রতিটি কাজ হচ্ছে এই সমীকরণ অনুযায়ী।।। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলে এই সমীকরণ।।। এক সময় মারা যাই আমরা,,, শেষ কি হয় আমাদের এই সমীকরণ???উত্তর জানা নেই কারো।।। কারন আমরা

অসাধারন সমীকরণ

অসাধারন সমীকরণ › বিস্তারিত পোস্টঃ

আজ তোমার জন্মদিন, আর আমার না দেয়া ছেঁড়া চিঠি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

অনেক দিন হলো, তোমার পাশে বসা হয়না,
হয়না আগের মতো তোমার হাতটা শক্ত করে তালু বন্ধী করা।।।
কফির মগে তোমার ঠোঁটের চিহ্ন এঁকে নেয়া কি অদ্ভুত সাদাকালো দেখায়।।।
কতোবার দুটি হৃৎপিন্ডের শব্দকে এক করে বাজিয়েছি,,,
অদ্ভুত সেই পৃথিবী সময়কে থামিয়ে দেয়া মুহূর্ত,,,
যেনো আলোর বেগে চলেছি আমরা সময়কে পিছনে ফেলে।।। কিন্তু...........
কি ক্ষতি ছিলো যদি দুজনে এক সাথে থাকতাম???
যদি আমার তালুতে বন্দি থাকতো তোমার হাত???
সবতো তোমার ইচ্ছেতেই চলেছে,,,
আমি তো ছিলেম শুধু সেই রঙ্গমঞ্চের এক কাঠপুতলি,,,
যে শুধু অপলক দৃষ্টতে স্বপ্ন দেখে।।।
তবু আজ আর স্বপ্ন...............
আজ তোমার জন্মদিন,,,
এই কাঠপুতলি তো এই দিনকে নিয়েও স্বপ্ন সাজিয়ে রেখেছে
তবে তা শুধুই স্বপ্ন,,, বাস্তবতা না।।।
আবারো তোমার হাতে হাত রাখা,,,
আমার পাঁজরে তোমার হৃৎপিন্ডের ধুকপুক অনুভব করা,,,
তা তো সেই আমার দিবা-স্বপ্ন নদীর তীরের দিবা-স্বপ্নই দেখা।।।

ভালো থেকো মেঘনীল,,, তোমার জন্মদিনে নিজের স্বপ্নকে জ্বলাঞ্জলী দিয়ে তোমার স্বপ্ন পূরণের শুভ কামনা করছি।।। :)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪

কবীর বলেছেন: আপনার বিশেষ মানুষটার জন্য শুভকামনা।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০১

অসাধারন সমীকরণ বলেছেন: শুভ সকাল,,, :)
ধন্যবাদ মন্তব্য করার জন্য।।। কিন্তু বিশেষ মানুষ তো আর বিশেষ নেই।।। এখন স্ববিশেষ হয়ে গিয়েছে।।।।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

খেয়ালি দুপুর বলেছেন: "ভালো থেকো মেঘনীল,,, তোমার জন্মদিনে নিজের স্বপ্নকে জ্বলাঞ্জলী দিয়ে তোমার স্বপ্ন পূরণের শুভ কামনা করছি"

চমৎকার লেগেছে কবিতা। ভাল থাকা হোক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য ও মন্তব্যের জন্য।।।
আপনিও ভালো থাকবেন।।। :)
শুভ রাত্রি।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.