![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতটা নিশপিশ করছে, কিছু লিখবো বলে,,, কিন্তু কি লিখবো??? ভাবতে ভাবতেই ফেসবুকে এক বন্ধুর প্রোফাইল আসলো সামনে,,, সে এবার মেডিকেলে ২য় বার এক্সাম দিয়েছে।।। কিন্তু চান্স পায়নি।।। সে স্টুডেন্ট যথেষ্ট ভালো, কিন্তু আসলে তার ভাগ্য খারাপ।।। এই জন্য যে সে এমন এক দেশের নাগরিক, যে দেশে সৎ থাকলে তার মূল্য দিতে হয় তাকে।।। কিডনিতে পাথর হয়েছে,,, তবুও অপারেশন করেনি, করলে পড়তে পারবে না তাই, স্বপ্নের কাছে রোগ খুব তুচ্ছ বিষয়।।। তবে এই দেশে মানুষের স্বপ্ন দেখা পাপ, তাই সে ১৭৫ পেয়েও চান্স পায় না।।।
আমার এক বন্ধুর সাথে এই দেশের সিস্টেম নিয়ে কথা হচ্ছিলো,,, সে আমাকে বলছে,,, "এই দেশে থাকতে চাও? তাহলে এই সিস্টেমের মধ্যেই তোমাকে বাস করতে হবে, যদি তুমি সিস্টেম পরিবর্তন করতে চাও তবে মরতে হবে। কারন কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, সবাই নিজের পাছার চামড়া বাঁচাতেই ব্যস্ত।"
আমার এই বন্ধুটার স্বপ্ন সে সাইকোলজি নিয়ে গবেষণা করবে, কিন্তু এর জন্য তো তার টাকা লাগবে, তাই আগে এই টাকার ব্যাবস্থা করার জন্য সেও ডাক্তারি পড়তে চেয়েছিলো,,, কিন্তু এই দেশে যে স্বপ্ন দেখা পাপ।।।
ঢাকা ভার্সিটির একজন অধ্যক্ষকে আমি চিনি,,, তিনি বলেছিলেন "তার একটা প্রোজেক্টের জন্য ৮ বছরে ৪০লক্ষ টাকা লাগবে, এর জন্য তিনি সচিবালয়ে দরখাস্ত করে, কিন্তু এই দরখাস্ত নিয়ে তাকে কতটা যে ঘুরতে হয়েছে তার ইয়াত্তা নেই কোন, সবার একটাই কথা এই প্রোজেক্টের ফলাফল কি???
আরে ভাই, আগেতো কাজটা করতে দিন তারপর তো ফলাফল আসবে।।। তাদের অবস্থা এমন যে "ক্রিকেট খেলবে বাংলাদেশ টিম কিন্তু তাদের আগেই জানাতে হবে খেলার ফল, তারপর তারা খেলতে দিবে!!!"
এক বড় ভাইয়ের লেখা দেখলাম" বিশ্ব বাজারে জিনিস পত্রের দাম পতন, এতে আমাদের দেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য সুসংবাদ বটে, আমদানি তে এখন অনেক টাকা বেঁচে যাবে।
তো এই টাকাতে হবে টা কি? দেশের কি উন্নতি হবে? কোথায়? কিভাবে? আমি তো দেখছি না সেই সম্ভাবনা।
সরকার টাকাটা রিজার্ভে রেখে মাইক লাগিয়ে বলবে "আমরা ৫ বিলিয়ন টাকা ব্যাংকে রিজার্ভ করেছি, ঐ সরকার কি করেছে???
কিন্তু জনাবা, আপনি টাকাটা রিজার্ভে না রেখে যদি দেশে বিনিয়োগ করে ২ লক্ষ বেকারের কর্মস্থল করে দেন তাতে বেকারের হার কমে, দেশের বোঝা কমে এবং উন্নতির দিকে কিছুটা হলেও এগোয়।।।
কিন্তু কিভাবে এগোবে এই দেশ??? যে দেশে নিউমার্কেট থেকে মিরপুর ১ এ আসতে লাগে ২ঘন্টা,,, রাস্তার জ্যাম মানুষের সময়কে চিবিয়ে চিবিয়ে খায় সে দেশের উন্নয়ন কিভাবে সম্ভব???
দেশে আছেই দুটো দল, তাদের মধ্যে মারামারি দেখতে দেখতেই বড় হলাম, অনেক আগে পেপারে দেখেছিলাম বিএনপির নেতার ছেলের সাথে আওয়ামীলীগ নেতার মেয়ের বিয়ে!!! পুরাই অবাক কান্ড, উপরে মারামারি, ভিতরে তেলাতেলি!!! ভালোই তো।।।
কথা হচ্ছে আপনি-আমি পারবোনা এই দেশের সিস্টেম পরিবর্তন করতে,,, কিভাবেই বা পারবো??? সব গুরুত্বপূর্ণ পদেই এই দুই দলের সব আমলা-কামলারা আরোহণ করে আছে, যাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির শুঁয়োপোকা গেঁথে আছে।।। আর আমরা আম জনতা তার স্বীকার।।। নখদন্তহীন ১০ কোটি মানুষ কিভাবে এই বিষ দাঁত ওয়ালা ৬ কোটি মানুষের (সকল রাজনীতিবিদ ও তাদের আমলা-কামলারা মিলে) সাথে লড়বে আমার জানা নেই।।।
বন্ধু আসলেই, এই দেশে থাকতে হলে এসব মেনে নিয়েই থাকতে হবে,,, স্বপ্নকে কবর দিয়ে।।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
অসাধারন সমীকরণ বলেছেন: কিভাবে জাগবে??? সবার তো সমস্যা হচ্ছে না।।। আর আমরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত।।। যখন যার সমস্যা হচ্ছে, তখন সে প্রতিবাদ করছে,,, আর বাকীরা বসে বসে তা দেখছে শুধু।।। একসাথে কেউ নামছে না।।।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
ইকবালবিডি০৯ বলেছেন: এক সময় আমরা বিটিশের কাছে জিম্মি ছিলাম, তার পর পাকিস্তানির কাছে জিম্মি, বর্তমানে রাজনীতিক ব্যক্তি বা দলের কাছে জিম্মি। আমাদের কি আছে এখানে ! আমরা পোষা কুকুর মাত্র।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
অসাধারন সমীকরণ বলেছেন: পোষা কুকুরকেও তার মনিব যথেষ্ট যত্ন করে।।। কিন্তু এরা তো তার কিছুই করছে না।।।
জিম্মি থেকেই হয়তো জীবন যাবে, আপনার-আমার, আমাদের বাচ্চাকাচ্চাদের ও।।।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
দরবেশমুসাফির বলেছেন: আমার এক বন্ধুর সাথে এই দেশের সিস্টেম নিয়ে কথা হচ্ছিলো,,, সে আমাকে বলছে,,, "এই দেশে থাকতে চাও? তাহলে এই সিস্টেমের মধ্যেই তোমাকে বাস করতে হবে, যদি তুমি সিস্টেম পরিবর্তন করতে চাও তবে মরতে হবে।
সবাই এই কথাটা বলেই খালাস হয়ে যায় দেখেই তো সিস্টেম পরিবর্তিত হচ্ছে না। হতাশ হলে চলবে না লড়াই করতে হবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭
অসাধারন সমীকরণ বলেছেন: লড়াই সমানে সমান হয়,,, বা ৬০-৪০ হয়।।। কিন্তু ৯৯-০১ এ লড়াই হলে আপনি হারবেন।।।
এখানে ৯৯-০১ বললাম এই কারনে যে আমরা দেখছি গনতন্ত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে,,, আমরা দেখছি অন্যায় হচ্ছে, তবুও মুখে আঙ্গুল দিয়ে বসে থাকি।।। তবুও যে দুই একজন এগিয়ে যায় বাধা দিতে তাদের উপর সন্ত্রাস লেলিয়ে দেয়া হয়।।। ফলাফল???
a zero...
তাহলে কিভাবে মানুষ প্রতিবাদ করবে??? যখন দেখে তার পাশে কেউই নেই??? হতাশ কেউ হয়না,,, সবাই চুপ হয়ে যায় উৎসাহের অভাবে, কাঁধে কাঁধ রাখার মতো মানুষের অভাবে।।।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
ইকবালবিডি০৯ বলেছেন: এদেশে জন্ম গ্রহন করে পাপ করছি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
অসাধারন সমীকরণ বলেছেন: আসলে জন্ম নেওয়াটা পাপ না,,, পাপ করেছে আমাদের প্রজন্মটা,,, প্রতিবাদী না হয়ে।।। বান্দরকে যদি কাঁধে চড়ান, সে তো চুল টানবেই।।। আমরা এদের কাঁধে উঠিয়েছি, তারাতো চুল টানবেই।।।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
ইকবালবিডি০৯ বলেছেন: প্রতিবাদ করার সুযোগ আছে কই?
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
অসাধারন সমীকরণ বলেছেন: আছে ঠিকই,,, আর সেটা আমাদেরই খুজে বের করতে হবে।।।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
তাশফিয়া নওরিন বলেছেন: Poriborton er jonno 10 koti ka jagta hobe