![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় থাকে,,, যে সময়টায় স্বপ্ন দেখতে ভালো লাগে,,, গল্প করতে ভালো লাগে,,, ভালো লাগে হৈ-হুল্লড় করতে,,, শোবার ঘরটাকে নানান রঙে রাঙাতে ভালো লাগে।।। আসলে সেই সময়টাতে সব ভালো লাগে,,, খারাপের কোন অস্তিত্ব নেই সেই সময়টাতে।।।
এই সময়টা সবার জীবনেই আসে,,, খুব ক্ষুদ্র এই সময়টা এসে জীবনকে অনেক বেশি রাঙিয়ে দেয় বিভিন্ন রঙে।।।
যখনি এই সময়টা চলে যায়,,, বিশাল এক শূন্যতা এসে গ্রাস করে নেয়।।। কি জেনো নেই,,, ঠিক কি নেই মনে হয়।।। একাকীত্ব টাকেই বেশি ভালো লাগে,,, সব কিছুই সাদামাটা লাগে।।।
আগে যেমন সব কিছুকে উর্দ্ধে রেখে জয় ছিনিয়ে আনার এক তীব্র শক্তি থাকে,,, কোন বাধাকেই বাধা মনে হয়না,,, এই সময়টাতে এসেই যেন সব খেয়েই হারিয়ে ফেলি আমরা।।। জীবনের কাছে হতাশ হয়ে যাই।।। হারিয়ে ফেলি নিজেকে।।।
তখন পশ্চিমের রক মিউজিকের বদলে রবীন্দ্র আর লালনকেই বেশি ভালো লাগে।।।
এই হঠাৎ সব ভালো লাগা আর ক্ষনিকের মধ্যেই সব খেয়েই হারিয়ে ফেলার মধ্যে আমাদের এক তীব্র পরিবর্তন আসে,,, আমরা তখন সব বুঝতে শিখি,,, সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখি,,, যাকে আমরা বলি maturity.
এই হাওয়া বদলের মধ্যেই আমরা পাই এক যথেষ্ট মূল্যবান নৈতিকতা আর চরিত্র।।। যাকে সুন্দর ভাবে আমরা বলি personality...
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১২
অসাধারন সমীকরণ বলেছেন: আপনি তাহলে সেই সব ভাগ্যবতীদের একজন, যারা তাদের ভালো লাগাকে ধরে রাখতে পারে।।।
ভালো থাকুন আর ভালো রাখুন সকলকে।।।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪০
বনমহুয়া বলেছেন: আমার এখনও সবই ভাললাগে।