নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শুরু থেকে আমরা এক সমীকরনের মধ্য দিয়ে চলছি।।। প্রতিটি কাজ হচ্ছে এই সমীকরণ অনুযায়ী।।। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলে এই সমীকরণ।।। এক সময় মারা যাই আমরা,,, শেষ কি হয় আমাদের এই সমীকরণ???উত্তর জানা নেই কারো।।। কারন আমরা

অসাধারন সমীকরণ

অসাধারন সমীকরণ › বিস্তারিত পোস্টঃ

মেধা নাকি সার্টিফিকেট???

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮

আমি একজন ভালো কর্মী, ভালো কাজ করতে পারি, সবাই বলে এটা। বস এজন্য আমার অনেক প্রশংসা করে।।।
আচ্ছা, আমি যে ভালো একজন কর্মী, এজন্য কি আমার কোন সার্টিফিকেট আছে???
নাকি আমার মেধা আছে???

আমরা সব সময় একটা জিনিসের পেছনে ছুটে চলি, আর তা হলো ভালো সার্টিফিকেট, কিন্তু আমরা এটা খুব কম সংখ্যক মানুষই বুঝি যে, সার্টিফিকেট আসলে মূল্যহীন মেধার কাছে।।।
অবশ্য হ্যাঁ, আপনি যতদিন এই বঙ্গ দেশে আছেন, ততোদিন এই সার্টিফিকেট এর জোরে চলতে পারবেন, কেননা এখানে মেধা নয়, সার্টিফিকেট যাচাই করা হয়!!!

যদি একটা সরকারি কলেজ থেকে অনার্স করা ছেলে আর পাবলিক ভার্সিটি তে অনার্স করা ছেলে চাকুরীর জন্য আবেদন করে, তবে নিঃসন্দেহে পাবলিকে অনার্স করা ছেলেটা চাকুরী পাবে।।। এর মানে আসলে আমি এটাই বুজাচ্ছি না যে পাবলিকে অনার্স করা ছেলেটার মেধা ছিলোনা, আমি আসলে বলছি, চাকুরীর জন্য কে বেশি যোগ্য তা যাচাই না করে শুধু সার্টিফিকেট এর উপর ভর করেই তারা চাকুরী দিচ্ছে,,, এখানে হয়তো জাতীয়তে পড়া ছেলেটাও চাকুরীর জন্য বেশি যোগ্য হতে পারতো।।।

এবার আসা যাক একটু অন্য দিকে,,, ৩ ইডিয়েটস মুভিটা তো অনেকেই বা সবাই দেখেছেন।।। আচ্ছা, সেই ছবিতে আমির খানের কি নাম থাকে??? রেঞ্চোর দাস!!! তাই কি??? আসলে এই রেঞ্চোর দাস নাম থাকে জাবেদ জাফরির, আর আমির খান কে ডাকা হতো ছোটু বলে। তো আমির খান যতো সার্টিফিকেট পায়, সব তো হয় ঐ রেঞ্চোর নামে, আর সব সার্টিফিকেট পায় জাবেদ জাফরি!!! তাহলে আমির খান এতো নাম করা বিজ্ঞানী কি করে হলো??? :/ তাই তো!!!
আসলে আমির খান মানে ফুংসুক ওয়াঙরু মেধাবী ছিলো, আর মেধাবীদের সার্টিফিকেট লাগেনা, শুধু প্রয়োজন একটু আত্মবিশ্বাস, আর নিজেকে প্রকাশের একটু সুযোগ।।।

আমাদের দেশের ছেলে-মেয়েগুলোর মেধা আছে, শুধু আমাদের সিস্টেম তাদের হতাশ করে দেয়,,, তাই তারা তাদের মেধাকে দেখাতে পারেনা।।। আর তাই তারা একসময় হারিয়ে যায় সময়ের অতল গহ্বরে।।।

এতক্ষন ধরে এতো বকবকানির কারন একটাই,,, সিস্টেম পরিবর্তন করার শক্তিতো নাই,,, শুধু পারি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে।।। আমাদের বেশিরভাগের পরিবার ও এই ব্যাপার বুঝতে চায় না,,, তাদের ও কথা, সার্টিফিকেট আর ডাক্তার-ইঞ্জিনিয়ার-জর্জ- ব্যারিস্টার।।। কিন্তু তারা বুঝতে চায় না যে তার সন্তানের মেধাটা কেমন,,, সে কি করলে খুশি থাকে।।।
তারা যদি এই ছোট্ট আর সহজ ব্যাপার গুলো সহজে বুঝতো তবেই সব কিছু কতো সুন্দর হয়ে যেতো।।।

তাই সবার জন্য শেষ কথা আর মিনতি,,, সার্টিফিকেট নয়, মেধাকে মূল্যায়ন দিন,,, আর নিজেদের নয় সন্তানকে খুশি করুন,,, তার যেখানে মেধা সেখানেই যেতে দিন।।। :)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: ১০০% সত্যি ; সহমত বস ।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২১

অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ।।। :)
শুভ রাত্রি।।।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: , সার্টিফিকেট নয়, মেধাকে মূল্যায়ন দিন,,, আর নিজেদের নয় সন্তানকে খুশি করুন,,, তার যেখানে মেধা সেখানেই যেতে দিন।

হুম সব বাবা মায়েরই এটা করা উচিত।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৫

অসাধারন সমীকরণ বলেছেন: জ্বী,,, সব বাবা মায়ের উচিৎ, সন্তানের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া।।।

সুপ্রভাত।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: মুভি আর বাস্তব তো এক না। থ্রি ইডিয়টসের সবই বাস্তব হলেও অনেক কিছুই বাস্তবে সম্ভব না।

তবে মেধা না সার্টিফিকেট?
এই প্রশ্নে আমাদের দেশের অবস্থা অনুযায়ী আমি বলব - সার্টিফিকেট। আপনার মেধা আছে বা নাই সেটা বড় কথা না। বড় কথা হল সার্টিফিকেট আছে কিনা! সার্টিফিকেট থাকলেই আপনি মেধাটা দেখাতে পারবেন। তার আগে না।
সেই হিসাবে তো, সার্টিফিকেটই বড়।

আর, সত্যিকারের উত্তরটা মেধাই। এর উপরে কিছু নাই।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১১

অসাধারন সমীকরণ বলেছেন: আসলে সব মুভির ক্ষেত্রে বাস্তবতা আর মুভি একই না হলেও কিছু মুভির ক্ষেত্রে একই।।। তবে সম্পূর্ণ নয়, লজিকের ক্ষেত্রে সেটা।।।
আর আপনি যদি আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করেন তবে সার্টিফিকেট সব, কিন্তু বাহিরের উন্নত দেশ গুলোতে সার্টিফিকেট এর মূল্য নেই বললেই চলে,,, আপনি চাকরির জন্য আবেদন করবেন, যাবেন, তারা আপনার কাজ দেখে মেধা যাচাই করবে, তারপর চাকরি দিবে।।। অর্থাৎ, তাদের কাছে মেধাই সব।।। :)

সুপ্রভাত।।।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

আলভী রহমান শোভন বলেছেন: কথাগুলো পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

অসাধারন সমীকরণ বলেছেন: কষ্ট করে এই অধমের লেখা গুলো পড়ার জন্য ধন্যবাদ।।।

শুভরাত্রি।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.