নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শুরু থেকে আমরা এক সমীকরনের মধ্য দিয়ে চলছি।।। প্রতিটি কাজ হচ্ছে এই সমীকরণ অনুযায়ী।।। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত চলে এই সমীকরণ।।। এক সময় মারা যাই আমরা,,, শেষ কি হয় আমাদের এই সমীকরণ???উত্তর জানা নেই কারো।।। কারন আমরা

অসাধারন সমীকরণ

অসাধারন সমীকরণ › বিস্তারিত পোস্টঃ

তুমিহীন আমার গল্প

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১১

তোমার সাথে শেষ যেদিন কথা হলো, সেদিন আমি কাঁদিনি।
তুমি যখন বলেছিলে আর পারছোনা আমার সাথে থাকতে, তখন ভিতরের সব গুলো কোষের মাঝে যেনো এক তীব্র ঝড়ের সৃষ্টি হয়।।।।
যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারিনা, সেই আমি কিভাবে তোমায় ছাড়া বাকি জীবন পাড় করবো???
তবুও আমি কাঁদিনি,,, কেনো কাঁদিনি জানিনা।।।

এখন যখন তীব্র তুমিহীনতায় ভুগি,,, তখন দূর আকাশের মাঝে এক শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি।।। তারা গুলোকে নিজের মতো করে সাজিয়ে তোমার অবয়ব দেওয়ার ব্যর্থ চেষ্টা করি।।।
বন্ধু-আড্ডার মাঝে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলি।।। অদ্ভুত তোমার অভাব টের পাই।।।

হয়তো তুমি একটা বারের জন্যও আমার অভাব অনুভব করো না।।। কারন, চলে যাওয়ার ইচ্ছেটা তোমারি ছিলো।।।
তুমি হয়তো তোমার সুখের জন্যই চলে গেছো,,, শুধু আমায় দিয়ে গেছো এক তীব্র অসুখ,,, তুমিহীন অসুখ।।।

যখন অনেকের মাঝে বসেও তোমার অভাব অনুভূত হয়,,, তখন চারপাশ কেমন যেনো ঘোলাটে হয়ে যায়,,, আর আকাশের সব তারা কোথায় যেনো মিলিয়ে যায়।।। তখন চাঁদের আলোও অন্ধকার হয়ে যায়।।।
হয়তো আমার আকাশের চাঁদও তুমিহীনতায় ভুগে!!!

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


এ যুগের অর্ফিউস আপনি

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

অসাধারন সমীকরণ বলেছেন: হা হা হা।।। আমি বড়ই নগন্য মানুষ ভাই।।। :)

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।।।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

খন্দকার হাবীব আহসান বলেছেন: ভাল লাগছে

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

অসাধারন সমীকরণ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ,,,

ভালো থাকুন সবসময়।।। :)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

অতঃপর হৃদয় বলেছেন: "তুমি যদি যেতে পারো আমি কেন পারব না"
"তুমি আমার কথা একবারও ভাব না তাহলে আমি কেন তোমার কথা ভাবব"
"তুমি তোমার সুখের জন্য চলে গিয়েছ, আমি ও আমার সুখের জন্য অন্য কোথাও চলে যাব"

আমি তোমাকে ছাড়া বাঁচব, বাঁচতে আমাকে হবেই।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

অসাধারন সমীকরণ বলেছেন: যারা পারে, তারা খুবই ভাগ্যবান,,, ;) কোন অসুখই তাদের কাছে ব্যাপার না।।। :D

মন্তব্যের জন্য ধন্যবাদ।।।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৫

মাধব বলেছেন: তুমিহীন অসুখ মারাত্মক।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

অসাধারন সমীকরণ বলেছেন: খুবই মারাত্মক রোগ।।। :)

মন্তব্যের জন্য ধন্যবাদ।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.