![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার জন্য সেই কতো পথ পাড়ি দিয়ে আসা বেকার ছেলেটা দাঁড়িয়ে থাকে,,,
ঘামে জড়ানো নীল পাঞ্জাবিটা তার পিঠের সাথে লেপ্টে থাকে।।।
চোখ জোড়া ভিড়ের মাঝে খুজতে থাকে কোন এক পরিচিত মুখ।।।
সেই মিরপুর থেকে কিছুটা বাসে, কিছুটা পায়ে হেটে চলে এসেছে সে,,,
মানিব্যাগের কোন খুঁজে বের হয় কয়েকটা দুমড়ানো বিশ টাকার নোট।।।
আপনার জন্য অপেক্ষাতে থেকে থেকে কপাল বেয়ে ঘাম ঝড়ে তার।।।
আপনি প্রতিবার এসে তাকে কতোপথে ঘুড়ান, কতো ওলি-গলি চিনিয়ে দেন,,,
কপালের কালো টিপটা ঠিক মতো মাঝে পড়ে আসেননা,,, বেকার ছেলেটা ঠিক করে দিবে বলে,,,
তার জন্য গড়ে দেন এক অন্যরকম পৃথিবী।।।
আপনার জন্য বেকার ছেলেটা কষ্ট করে নীল পাঞ্জাবি কেনে,,,
আর আপনাকে বলে নীল আসমানি রংয়ের জামদানি পড়তে,,,
এরপর দুজনে মিলে হেটে যাবে সবুজের পথ ধরে।।।
আপনি কি বেকার ছেলেটার এতো সব স্বপ্ন বুঝতে পারেন???
ছেলেটা আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে,,,
ঘন্টার পর ঘন্টা,,,
তবু আপনার চিহ্ন নেই পিচ ঢালা রাস্তাতে,,,
ঘামে ভিজে যায় নতুন পাঞ্জাবি,,,
বেকার ছেলেটার তবুও অপেক্ষার প্রহর শেষ হয়না।।।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
অসাধারন সমীকরণ বলেছেন: ধন্যবাদ,,,
শুভরাত্রি।।।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
রুদ্র জাহেদ বলেছেন:
ছেলেটা আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে,,,
ঘন্টার পর ঘন্টা,,,
তবু আপনার চিহ্ন নেই পিচ ঢালা রাস্তাতে,,,
ঘামে ভিজে যায় নতুন পাঞ্জাবি,,,
বেকার ছেলেটার তবুও অপেক্ষার প্রহর শেষ হয়না।।।
এই অপেক্ষা কি আর শেষ হয়?ভালো লাগল
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৯
অসাধারন সমীকরণ বলেছেন: অপেক্ষা কখনোই শেষ হবার নয়,,, একের পর এক অপেক্ষা নতুন করে শুরু হয়।।।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
কল্লোল পথিক বলেছেন: বেশ লিখেছেন