নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাই ফ্রেন্ডস, আমি ব্লগে নতুন এসেছি। আমি তোমাদের বন্ধু হতে চাই। লাভ ইউ অল!!!

সুইট এঞ্জেল

আমি রুমাইরা তানহা, বাকিটা পরে বলবো .........................

সুইট এঞ্জেল › বিস্তারিত পোস্টঃ

গাইজ প্লিজ হেল্প মি

২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৩

ছোটোবেলা থেকে আমার কবিতা লিখতে খুব্বি ভালো লাগে। আমার মাম্মিও কবিতা লেখে। সবার ধারণা আমি আমার মাম্মির মত কবিতার হাত পেয়েছি। আবার বাপিও আমার কবিতা খুব্বি পছন্দ করে। আমার প্রথম লেখাটি ছাপা হয়েছিল প্রথম আলোর গোল্লাছুটে। ওটা একটা ছড়া ছিল। আমার লেখালেখির আগ্রহ দেখে আমার রবিন মামা আমাকে এই আইডি খুলে দিয়েছে। কারণ রবিন মামাও আমার কবিতা এবং লেখার খুব ভক্ত। থ্যাংক্স টু রবিন মামা। কিন্তু আমি তো ব্লগের কিছুই বুঝছি না। কোনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনও দেখি না। কমেন্টও করতে পারিনা। প্লিজ গাইজ, হেল্প মি। আমি কিছুই বুঝতে পারলাম না।

মন্তব্য ৪৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনি ওয়াচে আছেন। আপাতত, অন্যের লেখা পড়েন, ভাল লেখা পোস্ট করেন। জেনারেল হলে তারপর আপনার লেখা সবাই দেখতে পারবে ও আপনিও সবার লেখায় কমেন্ট করতে পারবেন।

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সুইট এঞ্জেল বলেছেন: ওয়াচে আছি মানে কি? আমাকে এখন টেস্ট করা হচ্ছে?
আচ্ছা ঠিক আছে। ব্যাপার না।
তোমাকে ধন্যবাদ ভাইয়া।

২| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

শাহজাহান মুনির বলেছেন: আপনার জন্য শুভকামনা ।

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সুইট এঞ্জেল বলেছেন: ধন্যবাদ মুনির ভাইয়া।

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সুইট এঞ্জেল বলেছেন: ধন্যবাদ মুনির ভাইয়া।

৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:০০

পবিত্র মিত্র বলেছেন: You have to wait a long time to be a general blogger.....!

২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৭

সুইট এঞ্জেল বলেছেন: উফ আমার তো ভাবতেই বিরক্ত লাগছে। কতদিন ওয়েট করা লাগবে?

৪| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯

মাসুদ ০০৭ বলেছেন: আমার ৩ মাস লেগেছিল , তুমার হয়তো এমনই লগবে

ভালো কিছুর জন্যে অপেক্ষা করতে হয় , তুমার জন্যে থাকলো শুভ কামনা

২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

সুইট এঞ্জেল বলেছেন: উফ আমি তো বোর হয়ে যাব এতদিন লাগলে!!!!!!!!!!

৫| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
স্বাগতম ব্লগে।যে কোন প্রকার দরকারে বিনা সংকোচে জিজ্ঞাসা করবেন।
শুভকামনা ||

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২

সুইট এঞ্জেল বলেছেন: আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে দেয়া যাবে বলতে পারবে?

৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
উঁহু, ঐ অপশন ব্লগে নাই ||

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

সুইট এঞ্জেল বলেছেন: ওহ ।
আচ্ছা ব্লগের সবাই স্টিকার দিচ্ছে দেখলাম । স্টিকার দেব কিভাবে?

৭| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:২৯

বটবৃক্ষ~ বলেছেন:

ব্লগে স্বাগতম!

পোস্ট করতে থাকো!! সুইট এঞ্জেল!! :) নিক্টা সুইট হয়েছে!!

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

সুইট এঞ্জেল বলেছেন: থ্যাংকিউ !!!!!!!!!!!
তোমার নামটাও সুইট। তবে বটগাছ কেন রেখেছো? তুমি অনেক বড় বলে?

৮| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৫

তওসীফ সাদাত বলেছেন: সাগোটোম

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

সুইট এঞ্জেল বলেছেন: তোমার বাংলা লেখা ভুল হয়েছে কেন?

৯| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

সুইট এঞ্জেল বলেছেন: আচ্ছা তুমি এই স্টিকারটা কিভাবে দিলে?

১০| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:২৯

শাকিল ১৭০৫ বলেছেন: ;) পুস্টু করতে থাকেন !! আমি সাতদিনে জেনারেল হইছিলাম !
দেখেন আপনার কয় দিন লাগে!

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

সুইট এঞ্জেল বলেছেন: ওহ তুমি তো অনেক লাকি!!!!!
আচ্ছা এমন কেউ কি আছে যাকে বললে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করতে দেবে?

১১| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

একলা ফড়িং বলেছেন: স্বাগতম!!!


আমার তো নয় মাস লেগেছিল জেনারেল হতে :(( :(( আশা করি তোমার এতো সময় লাগবে না সুইট এঞ্জেল! :) :)

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

সুইট এঞ্জেল বলেছেন: আপ্পি আমার যে কি হবে????? এখনই আমার কমেন্ট দিতে ইচ্ছা করছে।

১২| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:

স্টিকার না, ওগুলাকে ইমোটিকন বলে।

লাল বক্সের মধ্যে থাকা হাসিমুখটায় ক্লিক করেন​।


এরপর লিস্ট থেকে পছন্দেরটা সিলেক্ট করেন​।

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সুইট এঞ্জেল বলেছেন: :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :!> :#> :|| :> :-< |-) =p~ !:#P :-0 :-& B:-/ :-P B:-) :-B /:)

১৩| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সুইট এঞ্জেল বলেছেন: ইয়াহুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমার ইমাটিকন হয়েছে।

১৪| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নাছির84 বলেছেন: পড়ুন আর লিখুন, লিখুন আর পড়ুন। একসময় দেখবেন, সবকিছু মগজস্থ হয়ে গেছে। ব্লগে স্বাগতম................

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

সুইট এঞ্জেল বলেছেন: হ্যা আমি তো পড়ছি। আজকে সারাদিন ব্লগ পড়েছিল। কিন্তু ওনারা তো আমাকে কমেন্ট করতেই দিচ্ছে না। অসহ্য লাগছে। আচ্ছা কাউকে বলে কি আমাকে কমেন্ট করার ব্যাপারটা ঠিক করা যায় না? প্লিজ তোমার পরিচিত কেউ থাকলে আমাকে কমেন্ট করার অনুমতি দিতে বল । প্লিজ প্লিজ প্লিজ। :(

১৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: =p~ =p~ =p~

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৩

সুইট এঞ্জেল বলেছেন: এই তুমি হাসো কেন?

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৩

সুইট এঞ্জেল বলেছেন: কেউ কি তোমাকে সুড়সুড়ি দিচ্ছে?????


জানো ক্লাস ফোরে পড়ার সময় না পম্পা, কান্তা, নয়না আমাকে সুড়সুড়ি দিয়ে রাগ ভাঙাতো !! তখন আমিও এভাবে উল্টো হয়ে হাসিতে গড়াগড়ি দিতাম :!>

১৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৭

দি সুফি বলেছেন: পিচ্চি নাকি! :-&

ব্লগে ফেইসবুকের মত ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো যায় না /:)
অপেক্ষা করতে থাকেন, পোষ্ট করতে থাকেন, কোন একদিন মধু আপনাকেও জেনারেল করে দিবে (অন্যের পোষ্টে মন্তব্য করতে পারবেন)।

সামু ব্লগে স্বাগতম !:#P

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

সুইট এঞ্জেল বলেছেন: ঐ আমাকে একদম পিচ্চি বলবানা। আমার খুব্বি রাগ লাগে।

তুমি কি কারো কাছে বলে আমাকে মন্তব্য করার সুযোগ করে দিতে পারবা? তোমার পরিচিত কেউ আছে?????

১৭| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪০

জেরিফ বলেছেন: হুম !!

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

সুইট এঞ্জেল বলেছেন: হুম বলতেছ কেন?

১৮| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

জেরিফ বলেছেন: আপনি কি বাচ্ছা ??

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

সুইট এঞ্জেল বলেছেন: এ্যাই তোমাকে পিট্টি দিবো বলে দিচ্ছি! X(( X((

১৯| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১১

দি সুফি বলেছেন: "অপরিচিতজনকে আপনি বলুন" - ছোটবেলায় স্কুলে এই ভাবসম্প্রসারনটা শেখাত। এখন সম্ভবত আর এটা পড়ানো হয়না!

দুঃখিত আমার পরিচিত কেউ নেই। ধৈর্য ধরে অপেক্ষা করুন। একদিন না একদিন সুজোগ পেয়ে যাবেন।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১

সুইট এঞ্জেল বলেছেন: জানো আমি আপনি করে কথা বলতে পারিনা। আমি অন্য মেয়েদের মতো না। আমি সবাইকে আপন করে নিতে পারি। এজন্য আমাকে সবাই অনেক লভ করে। :) :) :) :) :)

২০| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ইখতামিন বলেছেন:
ব্লগে স্বাগতম.. :)
আপনি জানেন, আপনি কততম ব্লগার?
আমি আপনাকে বলে দিচ্ছি...

"blog_id=" + 163327+"&nickname=sweetswitty"

তার মানে আপনি সামহোয়্যারইন...ব্লগের ১৬৩৩২৭ তম ব্লগার
এবং আপনার ব্লগ আইডি হচ্ছে: sweetswitty

"সুইট এঞ্জেল" নিক টা অনেক সুইট

পথচলা শুরু হোক। শুভকামনা রইলো।
:) :)

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৯

সুইট এঞ্জেল বলেছেন: ওয়াও। তুমি এটা কিভাবে বের করলে ভাইয়ু?
তুমি খুব্বি ট্যালেন্ট আর অনেক ভালো একটা ছেলে। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি যেদিন কমেন্ট করার অনুমতি পাবো সেদিন তোমাকে একটা সুন্দর কমেন্ট করব। তুমি খুব্বি ভালো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে।

২১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

ইখতামিন বলেছেন:
ভালো ছেলে উপাধিটা শুনে অনেক ভালো লাগছে.. :)

কিন্তু লেখা পড়ে, কথা শুনে মানুষ কতোটা ভালো.. নাকি মন্দ তা বোঝা যায়?

শুভ সকাল

২২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: লিখতে থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.