![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার মনটা অনেক খারাপ। সকাল থেকে আজ আমি অনেক কাঁদছি। কাঁদতে কাঁদতে আমার চোখ রেড হয়ে গেছে। আমি অন্য মেয়েদের মতো না, আমি খুব সফট। একটুতেই আমি অনেক কষ্ট পাই। আজ আমার মাম্মী আমাকে বকে দিছে। ব্লগে আসার পর ব্লগাররা আমাকে কোনো পোস্টে কমেন্ট করতে দিতেছে না। আমার পোস্টে যেসব ভাইয়া আপ্পিরা কমেন্ট দিছে তারা অনেক ভালো। আমাকে অনেক হেল্প করতেছে তারা। ইভেন তারা চাইতেছে আমি যেন কমেন্ট করতে পারি। বাট ব্লগাররা কেন আমার সাথে এমন করতেছে? আমি কেন কমেন্ট করতে পারতেছি না? হোয়াই মি?
বাপি বলে এই দেশে টাকা ছাড়া নাকি কিছু হয় না। আমার মনে হইতেছে ব্লগাররা কী ঘুষের বিনিময়ে আমাকে কমেন্ট করতে দিবে? তাহলে এখনই বলে দিক। আমি আমার বাপিকে বলে দেবো। আমার বাপি অনেক রাগী। ছোট ফুপ্পী যখন রকি আংকেলের সাথে প্রেম করতো তখন বাপি ফুপ্পীকে এত বকে দিছিল যে ছোট ফুপ্পীকে বারডেমের ইমার্জেন্সীতে এ্যাডমিট করতে হইছিল।
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৫
সুইট এঞ্জেল বলেছেন: ব্লগাররা দায়ী নয়? কি বলছো এসব। আমি বুঝেছি তুমিও ব্লগার। আর তাই ওদের হয়ে এসব শর্তাবলীর কথা বলছো। রবিন মামা আমাকে আগেই বলেছিল যারা যারা কমেন্ট করে তাদের মধ্যেই অনেক ব্লগের মালিক আছে। আমার মতো ছোট্ট পরীর কাছে কীসের শর্ত তোমাদের? কি চাইতেছো তোমরা আমার কাছে? সকাল থেকেই তো দেখতেছি সবাই কত কমেন্ট করতেছো তোমরা। আমার বেলায় এমন হবে কেন?
ব্লগাররা অনেক খারাপ সবাই বলে আমি বিশ্বাস করতাম না। আমি ভাবতাম তারাও তো মানুষ। এখন এখানে আসার পর বুঝতে পারতেছি
২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯
সুইট এঞ্জেল বলেছেন: এই ভাইয়া তুমি আমার সাথে কথা না বলে স্টিকার দিচ্ছো কেন? এরকম করলে আমি কিন্তু অনেক রাগ করবো।
৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১০
সুইট এঞ্জেল বলেছেন: কমেন্ট ডিলিট করে আবার পোস্ট করলে আমার স্টিকার দেখা যাচ্ছে না কেন?
৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৯
চিরতার রস বলেছেন: আমার মনে হইতেছে ব্লগাররা কী ঘুষের বিনিময়ে আমাকে কমেন্ট করতে দিবে?
হাহাহাহা।
তুমি কি ঘুষ দিতে রাজি আছো খুকি ?
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪
সুইট এঞ্জেল বলেছেন: তুমি একটা লোভী, বাজে লোক। আমার সাথে তুমি কথা বলবে না।
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪
সুইট এঞ্জেল বলেছেন: এটা আমার স্ট্রেইট কথা।
৫| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫
চিরতার রস বলেছেন:
তা্ই নাকি
আমি তো তোমার কাছে ঘুষ চাইনি খুকি। তুমি যেভাবে বলছো যেন ঘুষ দিতে তুমি রাজি। তোমার ড্যাডির কি অনেক টাকা ?
যাই হোক, তোমার সাথে মজা করলাম। যদি তুমি সত্যি সত্যি ব্লগে নতুন হও তাহলে সবদিক দিয়ে তোমাকে সাহায্য করবো। নো প্রবলেম।
কিছু টিপস্ঃ
এই ব্লগে কিছু নীতিমালা ফলো করা হয়ে থাকে। আইডি খোলার সাথে সাথেই কাউকে অন্যের ব্লগে কমেন্ট করার সুযোগ এবং তার ব্লগ প্রথম পাতায় প্রকাশিত হওয়ার সুযোগ দেওয়া হয়না। তাদেরকে কিছু দিন পর্যবেক্ষণে রাখা হয়। এটা আমার বেলাও হয়েছিল। সবার বেলায়ই হয়ে। এখনকার সকল নামকরা ব্লগাররাও এই পদ্ধতির ভেতর দিয়েই এসেছেন। তাই তোমাকেও এটা মেনে নিতে হবে।
সবাইকে আইডি খোলার সাথে সাথেই যদি এই সুযোগ দেয়া হতো তাহলে চিন্তা করে দেখো খারাপ লোকেরাও একজন ভদ্র মানুষের ব্লগে গিয়ে আজেবাজে কথা লিখে রেখে দিতো। ব্লগ একটি সৃজনশীল জায়গা। তাই শুধুমাত্র যারা এটির মর্যাদা রক্ষা করতে পারবে তাদেরকেই ব্লগ কর্তৃপক্ষ সেফ ব্লগার হিসেবে এসব সুযোগ দিয়ে থাকেন।
আর হ্যা, কিছু ব্লগার আছেন যারা নতুন ব্লগারদের পর্যবেক্ষণ করে থাকেন এবং তাদের সময় মত নিরাপদ/সেফ ব্লগার হিসেবে সার্বিক সুবিধা দিয়ে থাকেন। সব ব্লগাররা এটা করেন না।
দ্রুত সেফ ব্লগার হওয়ার জন্য তোমাকে ভাল ভাল পোস্ট দিতে হবে। যাতে করে তুমি ব্লগ কর্তৃপক্ষের নজরে আসো। আর যারা ভাল লেখেন তাদেরকে তুমি ফলো করতে পারবে। যাদের ফলো করবে তাদের ব্লগ তোমার অনুসারিত পাতায় দেখতে পাবে। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোন অপসন নেই। সবাই সবার ফেন্ড।
আর মূল কথা হচ্ছে ভাল মূল্যায়ন পাওয়ার জন্য আগে অন্যকে মূল্যায়ন করা শিখতে হবে।
হ্যাপি ব্লগিং।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪০
সুইট এঞ্জেল বলেছেন: মূল্য কিভাবে দেব? আমাকে মূল্য দেয়ার সুযোগই তো দেয়া হচ্ছে না!!!!!!!!!
৬| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০
চিরতার রস বলেছেন: আরজুপনির এই ব্লগ থেকেও অনেক কিছু জানতে পারবে।
Click This Link
৭| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
রাগ করলে অনেকই করা দরকার ||
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
সুইট এঞ্জেল বলেছেন: তোমারও কি অনেক রাগ????????? তোমার কি আমার বাপির মতন রাগ?
৮| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
ইখতামিন বলেছেন:
ব্যাপার নাহ.. গল্প, কবিতা লিখতে থাকুন।
হঠাৎ একদিন দেখবেন আপনিও অন্যদের লেখায় মন্তব্য করতে পারছেন।
সেদিন অনেক ভালো লাগবে আপনার
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৭
সুইট এঞ্জেল বলেছেন: হ্যা আমি তো কবিতা অবশ্যই লিখবো। গল্পও লিখবো। প্লিজ তুমি কিন্তু আমার লেখা পড়বা। প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!
৯| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
ইখতামিন বলেছেন:
ব্যাপার নাহ.. গল্প, কবিতা লিখতে থাকুন।
হঠাৎ একদিন দেখবেন আপনিও অন্যদের লেখায় মন্তব্য করতে পারছেন।
সেদিন অনেক ভালো লাগবে আপনার
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
সুইট এঞ্জেল বলেছেন: হিহিহি!!!!!!!!!!!
তুমি এক কমেন্ট দুইবার দিয়েছো!!!!!!!!!
তুমি না একটা বোকা!!!!!!!!!!
১০| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি রাগ করলে আপনার বাপিকে বারডেমের আই সি ইউ তে ভর্তি করাতে হবে, বুঝে নেন আমার রাগ তাহলে কেমন ||
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:৩৮
সুইট এঞ্জেল বলেছেন: দেখো আমার বাপিকে নিয়ে কথা বলবানা।
১১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ২:১১
অগ্নি দগ্ধ বলেছেন: তুমি তোমার প্রথম ব্লগে লিখছ যে তুমি গল্প, কবিতা লিখতে পছন্দ কর, তুমি তোমার গল্প কবিতাগুলি একে একে ব্লগে পোস্ট কর। দেখবা কিছুদিন এর মধ্যেই জেনারেল হয়ে গেছ। তখন অন্যের পোস্ট এ মন্তব্য করতে পারবা।
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০
সুইট এঞ্জেল বলেছেন: হ্যা আমি অবশ্যই লেখা পোস্ট করব। কিছুদিন অপেক্ষা কর, আমার কবিতা লেখার মুড আসলেই কবিতা লিখে ব্লগে ছাপাবো।
১২| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: অন্যের পোস্টে মন্তব্য করা ভাল না
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১
সুইট এঞ্জেল বলেছেন: কেন মন্তব্য করা ভাল না? কে বলেছে তোমাকে? আমাকে ভুল বুঝিও নাতো। আমি গত কয়েকদিন ধরে সারাদিন ব্লগে ঘুরেছি। সবার সব কিছু পড়েছি। কই আমিতো খারাপ দেখিনি। সবাই কি সুন্দর মন্তব্য করছে। কত কিছু লিখছে। আমি কেন সেটা পারছি না? আমার খুব্বি খারাপ লাগছে।
আর শোনো তুমি একটা বোকা ।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১
তওসীফ সাদাত বলেছেন: বোলো কি, টোমার বাপির েটো রাগ !! টোমার বাপি কে ডুরে রাকো েকান ঠেকে, ভোয় লাগে।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:১৯
সুইট এঞ্জেল বলেছেন: তুমি যে বাংলা লিখতে পারো না, তা তোমার ক্লাস টিচারকে বলতে হবে দেখছি
১৪| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
ব্যাপক মজা পেলাম ! জাতির বিবেকের কাছে প্রশ্ন, হোয়াই দিস কোলাভেরী ??? !!!
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭
সুইট এঞ্জেল বলেছেন: ও মাই গড তুমিও হোয়াই দিস কোলাভেরী সং-টা পছন্দ কর নাকি? আমারো তো ওটা খুব্বি পছন্দের একটা সং। ঐ সং-টা ধানুষ গেয়েছে। ওর একটা হিন্দি সিনেমা রানঝানাটা দেখেছো তুমি?
১৫| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঘুষ শুনতে কেমন লাগেনা?
ব্লগের ব্যাপক বেকার জনগোষ্ঠী বিবিধ টেকা পয়সার বিনিময়ে মন্তব্য করিতে পারিলে তো আনন্দে আটখান হইয়া যাইবে।
ইয়ে মানে, আপনি এতদিন কই ছিলেন?
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
সুইট এঞ্জেল বলেছেন: এই তুমি তো খুব্বি পচা। ঘুষ খাওয়ার কথা বলছো কেন? ঘুষ খাওয়া যে কত খারাপ তা তুমি জানো?
তোমার ছবিটা দেখে তো তোমাকে ভালোই মনে হয়, তুমি এত্ত খারাপ আমি তো ভাবতেই পারিনি। আই হেইট ইউ।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঘুষ খাওয়া কি পচা নাকি? জানতাম না তো!
তাছাড়া পোলাপাইনের কথা বলছি, নিজে ঘুষ খাবো বলছি নাকি? :
ভালো ছেলে মনে করছিলা মানে?
আমি তো পুরাই ভালো ছেলে
হেইট করা কিন্তু ভালো না। উপরওয়ালা অখুশি হয়
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
সুইট এঞ্জেল বলেছেন: ওহ তুমি তার মানে ঘুষ খেতে চাওনি? সরি আমি তোমাকে খুব্বি ভুল বুঝেছিলাম। ভাবছিলাম বাপিকে এই ব্যাপারটা বলতে হবে। কিন্তু এখন দেখছি আসলে আমারই ফল্ট।
আমি এখন আর তোমাকে হেইট করি না তো।কারণ তুমি তো আমাকে ব্যাপারটা বুঝিয়েই বললে।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগাররা মোটেও ভালো না। এরা ঘুষ ছাড়া কোন কাজই করে না।
বাই দ্যা ওয়ে কয়েকদিন অপেক্ষা করেন, সামু কতৃপক্ষ নিশ্চয়ই আপনাকে জেনারেল পদক উপহার দিবে
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭
সুইট এঞ্জেল বলেছেন: তুমিও কি ঘুষ পান কর????
এই কারণেই তো তোমার ছবির এই অবস্থা, তোমার নামটা আমার অনেক ভালো লেগেছে কিন্তু তুমি ঘুষ পান কর বলে খারাপ লাগছে
তুমি আর ঘুষ পান করবা না ঠিক আছে?????
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২
শাকিল ১৭০৫ বলেছেন: :-&
০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৯
সুইট এঞ্জেল বলেছেন: এই ছেলে এভাবে বোকার মত তাকিয়ে আছো কেন?
১৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: না আপু, আমি আর এখন হিন্দী সিনেমা দেখি না, ভারতীয় অপসংস্কৃতি বর্জন করেছি...
মনে রাখবে, গোনাহ থেকে বেচে থাকাটাও একটা ইবাদত...
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩
সুইট এঞ্জেল বলেছেন: তাহলে তুমি ঐ গানটা কিভাবে শুনলে?
২০| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুষ পান করি না, তবে কেউ খাইতে দিলে মানে খাওয়ালে না করি না। খাওয়া দাওয়া করে করেই আমার চেহারার আজ এই দশা!
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৫
সুইট এঞ্জেল বলেছেন: ছিঃ তুমি এত্ত বেশী পচা তা আমি ভাবতেই পারিনি। আশরাফুল ভাইয়া তখন তোমাকে পচা বলেছিল। এখন দেখছি আসলেই তুমি এত্ত পচা। তোমার সাথে আমি কথাই বলব না।
তুমি খুব পচা আর বোকা।
২১| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঐ গান তো বহু আগের, তখন শুনতাম, এখন আর শুনি না, অন্ততঃ ইচ্ছে করে...
২২| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩
নিরবতার ঝি ঝি পোকা বলেছেন: যাক বাবা, আমি আর কি লিখব, ২২ তারিখে এসে আছিও ২২ নম্বরে। সত্যিই হাস্যকর.
২৩| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪১
দালাল০০৭০০৭ বলেছেন: হা হা পুরাই বিনোদনে ভরপুর কমেন্টের উত্তর গুলো।
ওয়েট করো আপু সময় হলেই তুমি সুযোগ পাবে।
২৪| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৩
ধুমধাম বলেছেন:
২৫| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭
হেডস্যার বলেছেন:
খ্যাকয...বিনোদন আর বিনোদন চারিদিকে।
যেমন পোষ্ট তেমন কমেন্ট আর রিপ্লাই।
আপনার অন্য যে আইডিগুলা আছে সেইগুলা দিয়ে কমেন্ট করে ব্লগ ভরে ফেলেন আআআপ্পিইইই...
২৬| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০
আদম_ বলেছেন: ঢং করার আর জায়গা পেলেন না বুঝি......
তা ভাইজানের নামটা কি? ছাইয়া নিক চালানোর ইচ্ছা আমার বহু দিনের.....।
২৭| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
একজন ঘূণপোকা বলেছেন: গাপলা আছে
২৮| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
পাকনা কলা বলেছেন:
আপনার জন্য আমার উপহার।
২৯| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
আঁমিঁ ভুঁতঁ বলেছেন: ছ্যাইয়া দিল মে আনা রে......
অনেক দিন পর ব্যাপুক বিনোদন!!
৩০| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২
মোমের মানুষ-২ বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: হা হা পুরাই বিনোদনে ভরপুর কমেন্টের উত্তর গুলো।
ওয়েট করো আপু সময় হলেই তুমি সুযোগ পাবে।
হেডস্যার বলেছেন:
খ্যাকয...বিনোদন আর বিনোদন চারিদিকে।
যেমন পোষ্ট তেমন কমেন্ট আর রিপ্লাই।
আপনার অন্য যে আইডিগুলা আছে সেইগুলা দিয়ে কমেন্ট করে ব্লগ ভরে ফেলেন আআআপ্পিইইই...
আদম_ বলেছেন: ঢং করার আর জায়গা পেলেন না বুঝি......
তা ভাইজানের নামটা কি? ছাইয়া নিক চালানোর ইচ্ছা আমার বহু দিনের.....।
আঁমিঁ ভুঁতঁ বলেছেন: ছ্যাইয়া দিল মে আনা রে......
অনেক দিন পর ব্যাপুক বিনোদন!!
একজন ঘূণপোকা বলেছেন: গাপলা আছে
আমার আর কিচ্ছু বলার নেই
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: বাট ব্লগাররা কেন আমার সাথে এমন করতেছে? আমি কেন কমেন্ট করতে পারতেছি না? হোয়াই মি?
আপনার কমেন্ট করতে না পারার জন্য কোন ব্লগারই দায়ী নয়। এটা ব্লগের শর্তাবলীর জন্য। আর এটা শুধু আপনার জন্য নয় , ব্লগে নতুন একাউন্ট করা সকলের জন্যই প্রযোজ্য। লিখতে থাকুন ব্লগের নিয়ম অনুযায়ী একসময় জেনারেল হবেন , শুধুমাত্র তখনই আপনি অন্যের ব্লগে কমেন্ট করতে পারবেন ।
হ্যাপি ব্লগিং।