নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাই ফ্রেন্ডস, আমি ব্লগে নতুন এসেছি। আমি তোমাদের বন্ধু হতে চাই। লাভ ইউ অল!!!

সুইট এঞ্জেল

আমি রুমাইরা তানহা, বাকিটা পরে বলবো .........................

সুইট এঞ্জেল › বিস্তারিত পোস্টঃ

আমাকে লেখার সাথে ছবি ছাপানোর অনুমতি দেয়া হোক।

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩

ব্লগে আমি চারদিন কাটিয়েছি। এখন অনেক কিছু শিখেছি। স্টিকারটা এত্ত মজা!!! সবার পোস্ট ঘুরে দেখলাম। কত কিছু লেখে সবাই। আমার কমেন্ট করতে ইচ্ছা করছিল। কিন্তু আমাকে তো সেই সুযোগটাই দেয়া হচ্ছে না। ব্লগের মালিকরা কি দেখেনা যে আমি কমেন্ট করতে পারছি না? তারা যেন একটু দেখে যে আমি ব্লগে কমেন্ট দিতে পারি না। আমি তো ব্লগে ছবিও ছাপাতে পারি না। অনেকের ব্লগে দেখলাম লেখার সাথে ছবি ছাপিয়েছে। আমি তো সেটাও পারলাম না। ব্লগের মালিকরা কি আমাকে ছবিও লাগানোর অনুমতি দেবে না? আমি আমার লেখার সাথে ছবি ছাপাতে চাই। আমাকে ছবি ছাপানোর অনুমতি দেয়া হোক।

ব্লগের আপ্পি ভাইয়ারা খুব ভালো । ব্লগের মালিক যদি আমাকে ছবি ছাপানোর সুযোগ না দেয় তাহলে যেন আপ্পি ভাইয়ারা একটু আমার হয়ে তাদের বুঝিয়ে বলে ব্যাপারটা। আমি তো কাউকেই চিনি না। আমি কিভাবে বলব?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

রুহাশ বলেছেন: প্রথমে এমন হয়। আপনি শুধু অন্যের ব্লগ পড়তে পারবেন। আর কিছুদিন যাক, তারপর আপনি যখন জেনারেল লেভেলে আসবেন তখন ইচ্ছা মত ছবি আপলোড আর কমেন্ট করতে পারবেন। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপসেট হওয়ার কিছু নাই!
বাই দ্যা ওয়ে, ব্লগে স্বাগতম! :)

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০১

সুইট এঞ্জেল বলেছেন: প্রথমে কেন এমন হবে????????????? :(( :(( :(( :(( :((

আর আপসেট হবো নাতো কি করবো? আমাকে টেস্ট করার ৭দিনের মধ্যে ৫ দিন ২৭ মিনিটতো হয়েই গেল :|

জানো ব্লগে কমেন্ট করতে, ছবি ছাপাতে না পারার কারণে আমার অন্নেক অন্নেক মনখারাপ থাকে, অন্নেক অন্নেক কান্না পায়, আর জানইতো আমি কান্না চেপে রাখতে পারি না :(( :(( :(( :(( :((

২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
সহজ পদ্ধতিটা বলার জন্য টাইপ করতে ইচ্ছা করতেসেনা, এটা দেখেন !

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:২৮

সুইট এঞ্জেল বলেছেন: তুমি যে কি বল মাঝেমধ্যে তার মাথামন্ডু কিচ্ছু বুঝি না :||


যাই ল্যাপ্পি অফ করে ঘুমাতে যাই, বাপি আমার ঘুম কম হচ্ছে দেখলে আবার অনেক কস্ট পাবে

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

সিফাত সারা বলেছেন: আপু তুমি খুব সুইট । তমাকে আমাল অন্নেক ভাল লেগেছে :D :D

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:২০

সুইট এঞ্জেল বলেছেন: তুমিও অনেক সুইট আপ্পি!!!!! তুমি দেখতেও অনেক সুইট আর অনেক ভাল!!!!!!!!

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ছবি ছাপানোর অনুমতি দেয়া হোক।
না হলে আমরা আপনার জন্য হরতাল ডাকবো।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬

সুইট এঞ্জেল বলেছেন: যাও বোকা, হরতাল কেন ডাকবে? তুমি একদম দুষ্টু একটা ছেলে।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

ইখতামিন বলেছেন:
ইমরাজ কবির মুনের লেখা পড়লে আশা করি ছবি দিতে পারবেন। :)

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

সুইট এঞ্জেল বলেছেন: দাড়াও রবিন মামা এরপর বাসায় আসুক। তারপর আমি তোমাদের ছবি পোস্ট দিয়ে দেখাবো।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

সুইট এঞ্জেল বলেছেন: কি হল? তোমার মন খারাপ কেন?????????

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: ছবি ছাপানো খুবই জটিল একটা কাজ। এর জন্য তোমাকে অনেক বড় হতে হবে, বিদ্বান হতে হবে। বুঝলে?

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩২

সুইট এঞ্জেল বলেছেন: তোমরা এত জেলাছ কেন? আমাকে একটু ছবি কিভাবে ছাপায় সেটা বলে দিলে কি এমন হয়? আমার সাথে কেন তোমরা এমন করছো? আমাকে তোমরা কেন এত কষ্ট দিচ্ছ?

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
এ ব​য়সে আপনার ল্যাপ্পি আসে, আর আমাকে এখনো সিআরটি মনিটর ইউজ করতে হ​য়​। হায় ভাগ্যের লীলাখেলা !

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫

সুইট এঞ্জেল বলেছেন: তুমি যে কিনা। সবসময় বোকার মত কথা বল। একটা ল্যাপ্পি কিনে ফেললেই তো হয়! তুমি না কিনতে পারলে তোমার বাপিকে বললেই তো পারো।

৯| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৬

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: টক লাইক এ পাগলি। হি হি হি।।।।। নিশ্চয় তোমাকে ছবি লাগানোর পারমিশন দেওয়া উচিত। আর কমেন্ট ও করতে দেওয়া উচিত।।।। নাহলে তো সাদা পরিটার মন খারাপ হবে। আর আমরা কেউ চাইনা আমাদের এই মষ্টি সাদাপরিটার মন খারাপ হোক। ।।।।। তোমার সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই।।।।। সাদাপরিকে সবকিছুর পারমিশ্ন দেওয়া হোক। অনেক ভালো কাটুক ব্লগে তোমার প্রতিটি দিন।।।।। ভালো থেকো

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:২১

সুইট এঞ্জেল বলেছেন: এই হিমেল শোনো, তোমাকে আমার অন্নেক অন্নেক ভালো লেগেছে। তুমি খুব্বি সুইট। আচ্ছা তোমার প্রোফাইলে ওটা কার ছবি? বেবিটার কি নাম?

১০| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০৬

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: তোমাকে ও আমার অন্নেক অন্নেক ভালোলেগেছে। ছবিটা আমার বান্ধুবীরা ছোটো বোন। আমার ওকে অনেক ভালো লাগে। নিজের বোনের মতো করে আদর করি।
ব্লগে সাদা পরি এসেছে তো তাই আমার ও মনটা খুব ভালো হয়ে গেছে। ভালো থেকো। অনেক শুভ হোক তোমার প্রতিটি দিন। আর সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

১১| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০৯

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ওহ কথায় কথা ওর নাম বলা হলো না।
ওর নাম মিথিলা মাহমুদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.