নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাই ফ্রেন্ডস, আমি ব্লগে নতুন এসেছি। আমি তোমাদের বন্ধু হতে চাই। লাভ ইউ অল!!!

সুইট এঞ্জেল

আমি রুমাইরা তানহা, বাকিটা পরে বলবো .........................

সুইট এঞ্জেল › বিস্তারিত পোস্টঃ

ব্লগের মালিকরা কি আমাকে জেলাছ করছে?

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩

আজ আমার জীবনের একটা খুব দুঃখের দিন। আজ আমি বুঝলামঃযারা খুব্বি ভালো, তাদের সাথে আসলেই সবাই খারাপ ব্যবহার করে। তাদের জীবনে আসলেই অনেক দুঃখ। তাদের সবাই জেলাস করে। আজ কথাটা আরো ভালভাবে বুঝতে পারলাম। আমি সবার ভালো করতে চাইলেও আসলে আমাকে কেউ ভালোবাসে না। আজ সাত সাতটা দিন হয়ে গেল। আজও ব্লগের মালিকরা আমাকে মন্তব্য করা আর ছবি লাগানোর অনুমতি দিল না। আমার তো কত ইচ্ছা ছিল ব্লগে এসে আমি নজরুল-রবীন্দ্রনাথের মত গল্প কবিতা গান বাজনা লিখবো। কিন্তু ব্লগের মালিকরা তা হতে দিচ্ছে না। আমি বুঝি তারা আমাকে জেলাছ করে। কারন তারা ভাবে যে আমার লেখা গল্প কবিতা ভাল হলে তারা নিচে নেমে যাবে। কেন তারা এত জেলাছ? তারা কি শেখেনি যে জেলাছ করা ঠিক না? নিজের লেখা ভাল হলে তো এমনিতেই সবাই পড়বে। তাহলে তারা কেন আমাকে এভাবে জেলাছ করে?

ব্লগের মালিকরা তোমরা একটা কথা শোনো, জেলাছ করে কখনও বড় হওয়া যায় না। জেলাছ করলে শুধু খারাপই হয়। কোনো উন্নতি হয় না। তোমরা জেলাছ করা বন্ধ কর। দেখবে তোমাদের অনেক অনেক উন্নতি হবে জীবনে।

বাপি তুমি ঠিকই বলেছো- ভালো মানুষদের কোনো দাম নাই!

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়েছ​, জেলাছি ইজ এ বেরী ভ্যাড তিং ॥

০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সুইট এঞ্জেল বলেছেন: Why r u writing wrong English?

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার আবারও একই লুতুপুতু?

০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

সুইট এঞ্জেল বলেছেন: দেখো আমার সাথে এইসব খারাপ কথা বলবানা।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২

ইখতামিন বলেছেন:
জগতে ভালো মানুষদের কোনও দাম নাই!!!

০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

সুইট এঞ্জেল বলেছেন: তুমি ঠিকই বলেছো। তুমি সবসময় ঠিক কথা বল। এই কারণেই তোমাকে আমি এত্ত লাইক করি।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
i didn't, you're readin' it wrong.

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০১

সুইট এঞ্জেল বলেছেন: Stop making me fool

৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্লগের মালিকদের শাস্তি চাই।
দিতেই হবে :)

আন্দোলন হবে জোরদার। হরতাল হবে।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৯

সুইট এঞ্জেল বলেছেন: উফ তুমি না একদম দুষ্টু। শাস্তি কেন দিতে হবে। আর হরতাল ডাকার কি দরকার। তুমি যে কি বোকা।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩

চিরতার রস বলেছেন: আমার তো কত ইচ্ছা ছিল ব্লগে এসে আমি নজরুল-রবীন্দ্রনাথের মত গল্প কবিতা গান বাজনা লিখবো।

ব্লগের মালিখ গো বিরুদ্দে মামলা করা দরখার। কেন এই প্রতিফাবানকে গান বাজনা লিখতে দেওয়া হচ্ছে না??? ক্যান ক্যান ক্যান ?

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০

সুইট এঞ্জেল বলেছেন: এই তুমিও দেখি ভুল লিখছো। বাংলায় এত ভুল করলে হবে?

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
Okiz.

৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

সীমানা ছাড়িয়ে বলেছেন: ইশ, ব্লগের মালিকগন যদি আমাকে জেলাছ করত? :( তুমি তো অনেক লাকি। লাকিদেরকেই সবাই জেলাছ করে :D

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

সুইট এঞ্জেল বলেছেন: আমি কিভাবে লাকি হলাম? তারা তো আমাকে অন্যদের লেখায় কমেন্ট করতেই দেয় না। আর তুমি ভাবছো আমি লাকি? তুমি আসলেই একদম বোকা!!!!

৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

মামুন রশিদ বলেছেন: ব্লগের কোণায় ঘুপচিতে কত বিনোদন লুকিয়ে..



এ্যানি ওয়ে, ব্লগের মালিকদের ফাঁসী চাই ।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

সুইট এঞ্জেল বলেছেন: না প্লিজ এইসব করতে হবে না। তোমরা জাস্ট একটু দেখ ব্লগের মালিকদের সাথে যোগাযোগ করে আমাকে মন্তব্য করতে আর ছবি লাগাতে দেয়া যায় কিনা।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগের মালিকরা শুধু জেলাস ই না! হেরা কুঞ্জুসও। দেখেন না আপনাকে কমেন্ট এবং ছবি পাবলিশ করতে দেয় না।

এক কাজ করতে পারেন সামুর অফিস বোমা মেরে উড়িয়ে দিতে পারেন :)

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

সুইট এঞ্জেল বলেছেন: উহ তোমরা এত পচা কথা বল কেন? কেন আমি বোমা মারবো? বোমা পাবই বা কই? আর সামুর অফিসতা কোথায় একটু বলবে? তাহলে একদিন রবিন মামা বা বাপিকে নিয়ে যেতাম যেন আমাকে ওরা মন্তব্য করতে দেয়।

আচ্ছা ওদের কি মালিক বলে নাকি প্রিন্সিপাল বলে? মানে ওখানে গিয়ে আমি ওদেরকে কি বলব?

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আলাউদ্দিন এত পচা কথা বলে কেন!
ব্লগার রা সব কি এমনি নাকি, খালি পচা কথা বলে!
সামুর অফিস নাকি বাংলাদেশের ঢাকার গুলশানে :)
আচ্ছা, আপনার বাপি ও কি ব্লগার? ব্লগার ছাড়া কি অফিসে যেতে দিবে? ব্লগার রা তো খারাপ হয়, পচা হয় :)

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১

সুইট এঞ্জেল বলেছেন: হুম আলাউদ্দিন পচা।

ওরা কিভাবে জানবে যে বাপি ব্লগার না? আচ্ছা ব্লগারদের কি আইডি্ কার্ড দেয়া হয়?

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার চেহারা পচা তো তাই আমিও পচা :) আরে বোমা মারবেন কেন? বাজারে বাজী কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে যাবেন, আর যখন আপনাকে জেনারেল পদক দিবে তখন সেগুলো ফুটিয়ে হৈহুল্লর করে আসবেন। :D

সামুর মডু মানে প্রিন্সিপাল গুলশান থাকে। আপনি ওদের অফিসে ঢুকতে পারলেপ আপনার বাপি আর রবিন মামাকে ঢুকতে দেয় কিনা সন্দেহ আছে! ওনারা তো আর ব্লগার না! :P

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

সুইট এঞ্জেল বলেছেন: তুমি যে কি বোকা না! বাপি তো জীবনেও আমাকে বাজী কিনতেই দেবেনা। বাপির এসব পছন্দই না। আমি কখনই বাপির কথার বাইরে যাইনা।

কেন প্রিন্সিপালরা কি সবাইকে আইডিকার্ড বা এই টাইপ কিছু দেয় নাকি? বাপি বা রবিন মামা গেলে কিভাবে ওরা বুঝবে যে ওরা ব্লগার না?

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

নীল-দর্পণ বলেছেন: লিখতে থাকুন ধৈর্য্য নিয়ে
শুভকামনা :)

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬

সুইট এঞ্জেল বলেছেন: আর কত বলো তো? আমি তো গত কয়দিন ধরে কত ধৈর্য ধরলাম।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০১

সীমানা ছাড়িয়ে বলেছেন: পিচ্চি, তোমার খবর কি? ব্লগের মালিকগন কি তোমার উপরে সদয় হয়েছেন? না হলে বলো। আমি ব্লগটা কিনে নিয়ে তোমার সব দাবী দাওয়া পূরন করে দিবো :P :P :P

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯

সুইট এঞ্জেল বলেছেন: তুমি কত্ত ভালো, এই কারনেই তোমাকে আমার পছন্দ হয়েছে


ইশ ব্লগের মালিকরা যদি তোমার মতো ভালো হত দেখনা ওরা শুধু জেলাসকরে আমার সাথে

১৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৯

চানাচুর বলেছেন: dhong

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮

সুইট এঞ্জেল বলেছেন: ঢং মানে কি? আমি ঢং করি? তুমি একটা খারাপ আর পচা।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চানাচুর শুধু খারাপ আর পঁচা না, বোকা ও। বোকা না হলে বুঝতো যে ব্যাপারটা ঢং না, ন্যাঁকামো - তাইনা ?

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

সুইট এঞ্জেল বলেছেন: u ugly bullshit.
I hate u.

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

চানাচুর বলেছেন: তুমি এতো পচা যে গন্ধ বের হয়!! #:-S

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭

সুইট এঞ্জেল বলেছেন: আমি মোটেও পচা না চানাচুর আন্টি। পচা হলো তুমি। পচাদের আমার বাপি একদম পছন্দ করে না।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮

চানাচুর বলেছেন: বডিস্প্রে নাই নাকি তোমার সুইট বাবু? 8-|

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

সুইট এঞ্জেল বলেছেন: বডিস্প্রে দিয়ে কি হবে আন্টি?

১৯| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
i might be buLLshit, but no an ugLy one that's for sure ! B-)

২০| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবার বলে! আমি তো পচা আর বোকাই B-)
এখনো যান নাই ব্লগের প্রিন্সিপালের কাছে??

২১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৩

রহস্যময়ী কন্যা বলেছেন: মামুন রশিদ বলেছেন: ব্লগের কোণায় ঘুপচিতে কত বিনোদন লুকিয়ে..



এ্যানি ওয়ে, ব্লগের মালিকদের ফাঁসী চাই । B-) ;)

২২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পাবলিসিটি পাওয়া কত্ত সহজ।

আহা! বিনোদন! =p~

২৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

অপি আক্তারকে চিনেন ?

আপনার ব্লগ থেকে বিনোদন পাওয়া যাবে আশা করছি । :D

২৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভ কামনা...
এবার লিখতে থাকুন গান-বাজনা :)

২৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

মোমের মানুষ-২ বলেছেন: আমার কাছে ব্লগ মালিকদের যোগাযোগের ব্যবস্থা আছে, তবে সেটা নিতে হলে ঘুষ লাগবে

২৬| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন ফাঁকে কাম সাইরালাছেন?

২৭| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৩৪

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: সবাই তো অনেক কথাই বলল। তোমার লেখার ভালোলাগার যায়গাটা,,
জেলাছ করে কখনও বড়
হওয়া যায় না। জেলাছ করলে শুধু
খারাপই হয়। কোনো উন্নতি হয়
না। তোমরা জেলাছ করা বন্ধ কর।
দেখবে তোমাদের অনেক অনেক
উন্নতি হবে জীবনে।,,,,
এইটুকু যায়গা আমার অনেক বাশি ভালোলেগেছে।
তুমি অনেক বেশি আবেগি, অনেক বেশি আদুরে মেয়ে, তাই এখানে অনেকে তোমার লেখার মজাটা হাঁসি ঠাট্টা করে নিয়েছে। কিন্তু আমি অন্য ভাবে নিলাম। মনের কথাগুলো সুন্দর করে প্রতিস্থাপন করতে তুমি অনেক পটু। তুমি খুব মায়া দিয়ে লিখতে পারো। যে কেউ তোমার সাথে কিছুখন কথা বললে তোমার উপর এক ধরনের মায়া পড়ে যাবে। এনি ওয়ে, , আমি মনে মনে তোমাকে একটু জেলাস করছি,,, কারোন আমি তোমার মতো এতো সুন্দর আর ছুইট না। সুইট করে লিখতে অ পারিনা।
ভালো থেকো, শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.