![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাইজ আজ আমার অন্নেক খুশির একটা দিন। আমার বাবুনি আজ সিটিজি থেকে ঢাকা ব্যাক করছে। আমার বাবুনিটা আমাকে অন্নেক অন্নেক লাভ করে। আমার গতকাল বার্থডে পার্টি ছিল। হোয়াইট আনারকোলিতে আমাকে নাকি সাদা পরীর মতো নাইস লাগছিল। বাট আমার বাবুনিটা ছিল না তাই আমার মন অন্নেক খারাপ ছিল। আমার বাবুনিটা অন্নেক ফান লাভিং গাই।
আমি অন্নেক কান্না করেছিলাম আর বাবুনিকে বলেছিলাম, তুমি যদি ঢাকা না ব্যাক করো তাহলে আমি কেকই কাটবো না।
আমার বাবুনি বলেছিল, তুমি যদি কেক না কাটো তাহলে আমি ঢাকাতে ফিরবো না।
হিহিহিহি
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫
সুইট এঞ্জেল বলেছেন: থ্যাঙ্কিউ সোওওওওও মাচ ডিয়ার!
২| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সিটিজি কি?
বাবুনি কি?
কেক টেস্ট হইছিলো, খেতে গিয়ে হুয়াইট আনারকলিতে দাগ লাগে নাই তো
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৮
সুইট এঞ্জেল বলেছেন: সিটিজি মিন্স চিটাগং। আর বাবুনি হলো আমার জানমনিটা।
তুমি এত্তো দুষ্টুমি করো, মাইর দিবো কিন্তু আর হ্যাঁ কেক অন্নেক টেস্টি ছিল। ইয়াম্মি ইয়াম্মি
৩| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেকে চিনির বদলে লবণ দিসেন কেন??
বাবুনির আদর
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৪
সুইট এঞ্জেল বলেছেন: আহা কেকে লবণ দেয় না তো। তুমি তো কিছুই জানো না দেখছি।
৪| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০
শুঁটকি মাছ বলেছেন: আমি ভাবলাম বাবুনি মানে আপনার আব্বা!!!!!
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:১০
সুইট এঞ্জেল বলেছেন: দুষ্টু ছেলে কোথাকার! এক ঘুষি দিয়ে তোমার নাক বোঁচা করে দেবো। হিহিহিহ
৫| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৯
ইমিনা বলেছেন: বাবুনি মানে জানমনি?
আমি এতো কম জানি কেন?
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:১১
সুইট এঞ্জেল বলেছেন: উফ আন্টি তুমি একদম বোকা। ভালোবেসে জানমনি ডাকা যায়ন বুঝি?
৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জানমনি মানে কি? এইটাও বুঝি নাই। আমি এতো কম বুঝি কেন?
কেক কি ইয়াম্মি ইয়াম্মি থেকে কিনা ছিলো?
জন্মদিনের কেক নিজেই খায় মানুষ? ব্লগে আমরা কেন দাওয়াত পেলাম না।
কষ্ট পাইলাম
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৪
সুইট এঞ্জেল বলেছেন: আমার কেকটা মিস্টার বেকার থেকে কেনা ছিলো। অন্নেক অন্নেক টেস্টি আর অন্নেক অন্নেক মজা!!!!!!
৭| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩১
ইমিনা বলেছেন: আন্টি হইবার সম্মান অর্জন করিয়াই সকল প্রকার শাসন এবং বকা-ঝকা করিবার একটা সুইট গিনিপিগ পেয়ে গেলাম। সবই পবিত্র রমজানের তাৎপর্য
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৭
সুইট এঞ্জেল বলেছেন: কেনো? কেনো তুমি আমাকে বকা দেবে? আমি কি করেছি? তোমরা অলওয়েজ আমার সাথে এরকম রূড বিহেভ করো কেনো?
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৬
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: হা।।। তোমার হাসিটা অনেক কিউট,,,, আর তোমার বাবুনির জন্য অনেক অনেক শুভকামোনা রইলো।
আর তোমার পাগলামি ভরা attitude এই প্রমান করে তুমি আসলে অনেক কিউট। আর হা।।।।। সাদা পরি।। তোমার জন্মদিনের শুভেচ্ছা রইলো। ভালো থেকো ব্লগে তোমাকে স্বাগতম, সবসময় পাশে আছি বন্ধু হয়ে।