![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেই ফ্রেন্ডজ তোমাদের কি ঈদের কেনাকাটা শেষ হয়েছে? জানো, আমি না চারদিন রোজা রেখে শপিং-এ গিয়েছি। উফ কি যে কষ্ট কি আর বলব।
আমি কিন্তু অলরেডি আমার ঈদ শপিং কমপ্লিট করে ফেলেছি। আমার ফেভারিট কালার হল ব্লু। সো, আমি এবার যে ড্রেসটা নিয়েছি সেটা অবভিয়াসলি ব্লু। এন্ড অবভিয়াসলি পাখি ড্রেস! তোমরা নিশ্চয়ই আমার ড্রেসটা দেখতে চাও। আমিও তোমাদের আমার ড্রেসটা দেখানোর জন্যই পোস্টটা লিখছি। বাট মামনি বলে- ড্রেস দেখিয়ে ফেললেই নাকি ড্রেস পুরোনো হয়ে যাবে। I don’t think so. Those are just back dated idea.
আমি অবশ্য একটা হোয়াইট ড্রেসও কিনেছি। কারণ ব্লু ড্রেসটা একটু বেশী গর্জিইয়াস। ওটা সারাদিন পরে আমি একদম থাকতে পারবোনা। আর মামনি বলে সকালের সফটনেস আনতে হলে হোয়াইট ইস দা পারফেক্ট কালার। সকাল বেলা ঘুম থেকে উঠে তাই আমি হোয়াইট ড্রেসটাই পরবো।এই হল আমার হোয়াইট ড্রেস।
সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়ার রিং আর নেইলপলিশ তো আছেই। সাথে লিপস্টিকও দেব। লিপস্টিকের ক্ষেত্রে আমার ফেভারেট হল পিচ কালার। ওটা সব ড্রেসের সাথেই সুট করে।ফ্রেন্ডজ, তোমরা কি জানো যে আমার লিপস্টিক আর নেইলপলিশের হিউজ কালেকশন আছে? আমার নেইলপলিশ দিতে অন্নেক অন্নেক ভালো লাগে তাই আমার বাবুনি প্রায়ই আমাকে নেইলপলিশ কিনে দেয়। ওর নাকি কসমেটিক্সের দোকানে গিয়ে নেইলপলিশ কিনতে লজ্জা লাগে। বাট ও আমাকে অন্নেক লাভ করে বলেই আমার জন্য নেইলপালিশ কিনে আনে। আমার বাবুনিটা এত্ত ভালো কেন?ফ্রেন্ডজ এবার আমি তোমাদের আমার নেলপালিশ আর লিপস্টিকের কালেকশানের একটা অংশ দেখাবো।
এগুলো তো গেল মেকাপের জন্য। বাট অর্নামেন্টস তো এখনও তোমাদের দেখাইনি। তবে আমার মনে হয় তোমরা আমার ব্লু ড্রেসটা দেখার জন্য খুব্বি পাগল হয়ে আছো। সো, আমি এখন দেখাবো সেই কিউট ব্লু ড্রেসটা।
ব্লু ড্রেসটা আমি কিনেছি আমার মামনির চয়েজে। অন্নেক সুন্দর। ঠিক না? এর সাথে ম্যাচিং করা আমার অর্নামেন্টসগুলোও তাহলে দেখে নাও।
আর সবশেষে আমি তোমাদের দেখাবো আমার জানমনির দেয়া অন্নেক অন্নেক সুইট একটা গিফট। যে গিফটটা আমি অন্নেক অন্নেক লাভ করি। কারণ সেটা আমাকে দিয়েছে আমার বাবুনিটা। সেটাও দেখে নাও গাইজ।
বাবুনি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ সো মাচ। হিহিহিহি!
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪
সুইট এঞ্জেল বলেছেন: আমার ড্রেস আর সাজুগুজু দেখিয়েছি। তুমি আমাকে এরকম রাগি ইমো দিয়েছো কেন?
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ২:২৫
রাজিব বলেছেন: দারুণ স্যাটায়ার। আশা করি আপনি নিয়মিত লিখতে থাকবেন। অনেক মজা পেলাম আপনার পোস্ট দেখে আর পড়ে।
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪
সুইট এঞ্জেল বলেছেন: স্যাটায়ার কি? আমি তো নিয়মিতই লিখতে চাই। বাট পড়ালেখা নিয়ে এত্ত বিজি থাকি।
৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাবুনি কি অক্সিজেন নাকি? বাবুনির ছবি দেখি নাই কেন?
ড্রেসগুলো সুন্দর।
লিপস্টিক এর কালেকশন দেখে মেয়ে ব্লগারগুলো হিংসে করবে মনে হচ্ছে
বাবুনি জন্মদিনে কি গিফট করলো বুঝি নাই, এটা তো হাত!
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
সুইট এঞ্জেল বলেছেন: বাবুনির ছবি দেখতে চাও? ওকে একদিন দেখাবো। আমার ছবিও একদিন তোমাকে দেখাবো। কজ তুমি অন্নেক অন্নেক ভালো।
৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৯
এক্স রে বলেছেন: এই পোস্টদাতাকে অনুকূল পরিবেশে সংরক্ষণ করা হোক, দরকার হলে চিড়িয়াখানায় আটকে রাখা হোক।
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬
সুইট এঞ্জেল বলেছেন: বোকার মত কথা বলো কেন তুমি?
৫| ২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৩
গাংচিল ২ বলেছেন: **** you.
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭
সুইট এঞ্জেল বলেছেন: I like u too
৬| ২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৪১
বিষন্ন পথিক বলেছেন: স্যাটায়ার হৈলে কুনও সমস্যা নাই, বাট না হৈলে চা পান বিড়ি নিয়া এই পুষ্টের গ্যালারীত গাব গাছ লাগায়া বইতে হৈবেক, ঐতিহাসিক পুষ্ট হৈতে পারে
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৫২
সুইট এঞ্জেল বলেছেন: এই তুমি কি সব বোকার মত কথা বলো? আর বিড়ি সিগারেটের কথা একদম বলবে না। আমি একদম এসব পছন্দ করিনা।
৭| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৪
মুহাই বলেছেন: ইহার পূর্বেকার পোস্টগুলিও এইরূপ! তাই ইহাকেও স্যাটায়ার হিসেবে গ্রহণ করিলাম!
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩
সুইট এঞ্জেল বলেছেন: স্যাটাউর কি সেইটাই তো বুঝলাম না।
৮| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩
করিম কাকা বলেছেন: ও আল্লাহ, এ কোন দুনিয়ায় আইসা পরলাম। আজকাল ব্লগেও দেখি শান্তি নাই। এ জীবনে আর কত কিছু দেখতে হইবো! সবই তোমার মোজেজা।
এই ব্লগ খানা দেখিয়া না লগইন করে থাকতে পারলাম না।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩
সুইট এঞ্জেল বলেছেন: ্কেন ব্লগে শান্তি নেই কেন? আমার ড্রেস গুলো কি পচা?
৯| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০২
চড়ুই বলেছেন:
হা হা চরম মজা পেলাম।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪
সুইট এঞ্জেল বলেছেন: আমার ড্রেস আর সাজুগুজু ভালো লেগেছে তাইতো?
১০| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট সুইট এঞ্জেল ।ঈদ আনন্দে কাটুক এই কামনা থাকলো
প্রজাপতি তোমার জন্য
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭
সুইট এঞ্জেল বলেছেন: ওহ আংকেল বাটারফ্লাই টা কি কিউট!!!!!তুমি খুব ভালো। তোমার ছড়া যেমন ভালো, তুমিও তেমন ভালো। আই লাইক ইউ সো মাচ।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:০২
মুনেম আহমেদ বলেছেন: মজা পাইলাম খুউব
চালিয়ে যান।
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩
সুইট এঞ্জেল বলেছেন: ্তুমি খুব্বি ভালো। তোমার প্রফাইলে ওটা কার ছবি?
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:৪৮
ইকরাম বাপ্পী বলেছেন: পিঁপড়া আসতেছে... সাবধান...... !! সুইট এর দিকে... ...
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫
সুইট এঞ্জেল বলেছেন: উফ তুমি না একদম দুষ্টু।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ২:০৮
একাকী আমি বলেছেন: এন্জেল আপা কিসু মনে কইরেন না আপনার জামাগুলানের রং ডিজাইন সবই খ্যাত মারকা। কসমেটিকস এনড জুয়েলারীস গুলানও কমদানী আর কুরুচীপূর্ন।
আপনার কথাবার্তার ষ্টাইলও খ্যাত মারকা। আপনে কোথাকার আমদানী চিন্তায় পরলাম।
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০১
সুইট এঞ্জেল বলেছেন: তুমি না আমার একটা বোকা বন্ধু। জামার পছন্দ কি সবার এক বল? তোমার যা পছন্দ আমার সেটা অপছন্দ।
আর দাম তো আমি দেইনি। তুমি বুঝলে কিভাবে কম দাম নাকি বেশী দাম।
আমি অন্নেক সফট ধরনের। আমার কথা পচা মনে হলে তুমি এসোনা আমার কথা শুনতে। আর কারোটা খারাপ লাগলে তাকে মনে কষ্ট দিতে হয়না-এটা তুমি শেখোনি? তুমিই কষ্ট দিয়ে কথা বলছো, আর আমাকে বলছো আমি পচা। কে যে পচা সেটা কথা দেখেই বোঝা যাচ্ছে।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮
মুনেম আহমেদ বলেছেন: কেন আপনার পছন্দ হইছে নাকি ?
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২
সুইট এঞ্জেল বলেছেন: আমি তো কাউকেই অপছন্দ করিনা। আমার সব বন্ধুরাই আমার আপন।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
মুনেম আহমেদ বলেছেন: কেন আপনার পছন্দ হইছে নাকি ?
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লিপিষ্টিক এবং নেইল পলিশ গুলো দেখে মনে হচ্ছে আমিই ব্যবহার শুরু করে দেই। হা হা হা ..........
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩
সুইট এঞ্জেল বলেছেন: হিহিহি। তোমাকে পেলে একটা দুইটা গিফট করা যেতো।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮
শার্লক_ বলেছেন: একজন ছিল মজনু ভচ। এইটা আবার কে? ড্রেসগুলি ভাল হয়নি পরের বার সুন্দর দেখে কিনবেন।
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩
পথহারা সৈকত বলেছেন: এই পোস্টদাতাকে অনুকূল পরিবেশে সংরক্ষণ করা হোক,
এটা ফেজবুকে পোষ্ট করেন। অ.....নে......ক লাইক পাবেন।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬
লিখেছেন বলেছেন: good, impressed
want to see the person in the dress
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১
জাহিদ ২০১০ বলেছেন: আফা আফনার রং ঢং মার্কা কথায় আই এম সো ইমপ্রেজ।
চালাইয়া যান মাঝে মইদ্দে আমগো ম্যাংগো পিপলদের ও হাসার প্রয়োজন আছে।
আমার ভিলেন মার্কা হাসি দেইক্যা ডর খাইয়েন্না
২১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:২২
একাকী আমি বলেছেন: আপা কম দাম বড় কথা না। বড় কথাটা হইলো রুচী। রুচী এর একটা ব্যাপার আছে। আর দাম দেওয়া লাগে নাকি আপনার জামা কাপড়ের কটকটা ঝ্যালঝালা ফেব্রিক, কালার। তা আবার ফুল ফুল খ্যাত মারকা বেডশিট অথবা টেবিল ক্লথে বিছানো। মানে আপনার ব্যাকগ্রাউন্ডসহ দুইটা কাপড়ই খ্যাত মার্কা। কিসু মনে নিয়েন না আপা আগেই বলসি হ্যা আপনার আমার পছন্দ এক না। তবে এই খ্যাত মার্কা কাপড়ে নিয়ে যদি এমন ন্যাকা ন্যকা কথা বলেন তো পাগলেও হাসবে। ন্যাকা কথা বলবে শুধু মাত্র ন্যাকারাই। জোর করে ন্যাকা হতে হলে কাপড় চোপড় ব্যাকগ্রাউন্ডসহ উন্নত করেন। অবশ্য ভালো উপদেশ কেউ শুনেনা । চোরাই না মানে ধর্মের কাহিনী কথাতেই আছে। আর আপনার মত ন্যাকা না মানবে এই খ্যাত রুচীচানাচুর কাহিনী।
আর আপনার এই কয়ডা মাত্র নেইলপলিশ আর লিপস্টিক নিয়া আপনি বলেন হিউজ কালেকশন? খোদারে, আরও কয়ডা থাকলে না জানি কি হইতো, হয়তো হাত দিয়াই হাঁটতেন।
আপনার নেইল পলিশ আর লিপসটিক কালেকশন দেখে বুঝা যাইতেসে আপনার বাবুনিও আর একজন খ্যাত। কি সব টিয়া কালার, হাওয়াই মিডা কালার কিনে দিসে। শুনেন বাবুনিরে বইলেন তার রুচী উন্নত করতে সাথে আপনারটাও পারলে যেন করে। দেখেন আমি কিন্তু ভালো উপদেশ দিতেসি এখন মানা না মানা আপনের ব্যাপার।
আর আপনার ভাঙ্গাচুরা আধখাওয়া তলি ভাঙ্গা কসমেটিকস আর ফুটপাত মারকা অরনামেন্টস আবার এইখানে দেখাইতে আসছেন ! মাথা দেখি এক্কেরে বিগড়াই গেসে।
আর সবশেষে আপনার বাবুমনি, জানমনি প্রাণমনির দেওয়া যেই ফুটপাত মার্কা পুঁতি অর্নামেন্টস এরসাথে আপনার হাত ও ড্রেসের হাতা দেখলাম তাতে আমার সন্দেহ হইতেসে ল্যাপ্পিটা আপনার কিনা নাকি বাসায় যখন কেউ থাকেনা সেই সুযোগে ল্যাপ্পি নিয়ে ম্যাডামদের যেমনে কথা কইতে দেখেন তাই লেখা প্রাকটিস করেন।
যাই করেন ভালো কিছু প্রাকটিস করেন আপা। উপরে কিছু কমেন্ট আছে যা ঘটে বুদ্ধি থাকলে অর্থ বুঝতেন।
এনিওয়ে গুড নাইট। সৃ্ষ্টিকর্তা আপনাকে উন্নত করুন।
২২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:০২
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: এই ঐতিহাসিক পোষ্টে কমেন্ট না করলে আমার ব্লগিং জীবনই বৃথা। তাই লগইন কইরা চিহ্ন রেখে গেলাম।
২৩| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৪
ফিরে ফিরে আসবো আমি বলেছেন: এই নির্মল ফানি পোস্টে ব্লগার একাকী আমি র ুটুর কোন বিশেষ অংশে আঘাত করলো ঠিক বুঝলামনা?
২৪| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৫
ডেলোনিক্স রেজিয়া বলেছেন:
চরম!!!!!
কিছু বলার নাই। লিখতে থাকো। মাঝে মাঝে প্রাণ খুলে হাসার দরকার আছে
২৫| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২৭
ফিরে ফিরে আসবো আমি বলেছেন:
এই হয় দুইটা ছাইয়া কেস না হলে দো ফুল এক মালি কেস।
তোরা চালায়া যা আমরা পপকর্ন নিয়া বসলাম।
২৬| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩
একাকী আমি বলেছেন: ফিরে ফিরে আসবো আমি
এতখনে ছাইয়াডারে ধরতে পারলাম। আপনার টু এ আআমার টর্নেডো আঘাত হানিয়াছে তা আপনার মন্তব্যে সুস্পষ্ট। এমন একখান খ্যাত মার্কা ছাগলামি পোস্টকে নির্মল আনন্দের শুধু আপনারই লাগিবার কথা। কারণ আর কি বলিবো
২৭| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮
একাকী আমি বলেছেন: ফিরে ফিরে আসবো আমি
হে হে বেডা তুই কেডা তোরে এইবার চিনবার পারছি।
২৮| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৩
হাসান মাহবুব বলেছেন:
২৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৫
ধলা বিলাই বলেছেন: What kind of post is this...?!!!