| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক হুজুর বয়ান করেছেন যে আল্লাহ সব কিছু করতে পারেন । এই শুনে এক ঘার তেরা লোক চেলেঞ্জ করলো যে আমি খাবো না, দেখি আল্লায় কেমন খাওয়ায় !
তো খাচ্ছেই না; আত্মীয় স্বজনের সাধাসাধিতে বিরক্ত হয়ে রাস্তার ধারে গাছের মগডালে উঠে বসলো । আত্মীয় পরিজন গাছের নিচে খাবার রেখে চলে গেল । কিছুক্ষণ পর পুলিশের টহল দল যাচ্ছিল সেই রাস্তা দিয়ে । গাছের নিচে খাবার দেখেতো অবাক ! আশেপাশেও কেউ নেই । খুজতে খুজতে দেখলো একজন বসা গাছের উপরে । পুলিশ ভাবলো খাবারে বিষ মিশিয়ে রেখে দিয়েছে এই । তাকে গাছ থেকে নামিয়ে বলা হলো এই ব্যাটা বিষমাখা খাবার রেখেছিস কন এখানে ? সে বলে না বিষ মিশাই নাই । পুলিশ বলে খেয়ে দেখা, সে বলে খাবো না । পুলিশ তো দিল দু ঘা লাগিয়ে । খাওয়া শুরু করলো সে । শেষে হেটে হেটে রাস্তা ঘাটে বলা শুরু করলো " আল্লাহ খাওয়াইতে চাইলে পুলিশ দিয়া পিটাইয়াও খাওয়াইতে পারে !!!!!!!!!!!!!!!!!!!!!!
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
আশিক মাসুম বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
নায়করাজ বলেছেন: সত্যি কথা।
একটা কথা আছে না, আল্লাহ যাকে দেয়, ছাপ্পড় ফেড়ে দেয়।