নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালবাসি,অন্যকে স্বপ্ন দেখাই।

[email protected]

সাইফুল ইসলাম শাহীন

স্বপ্ন যখন হারিয়ে যাবে মিথ্যে সুখের মেলায় কষ্টগুলো ভাসিয়ে দিও, কালো মেঘের ভেলায় যত্ন করে রেখে দেব স্বপ্ন ভাঙ্গার সুখ, সুখে রাখার জন্যে তোমায় আমি যে উন্মুখ

সাইফুল ইসলাম শাহীন › বিস্তারিত পোস্টঃ

ও বেলুন তুমি কোন দিন এই প্যাকেটের মধ্যে কনডম হইয়া ঢুকলা?

০৯ ই মে, ২০১৩ রাত ১০:০১

প্রায় ১০ বছর আগের ঘটনা । তখন ও কনডম কী তা বুজতাম না তবে অনুমান করতে পারতাম যে এটাতে কিছু একটা ব্যাপার সেপার আছে। কারণ টিভিতে বিজ্ঞাপন দেখতাম।তো একদিন আমার এক বন্ধুকে বললাম চল! আজ দেখে নেব কনডম কী। তখন পেনথার কনডমের বেশি বিজ্ঞাপন দিত। প্রায় ফার্মেসিতে এটা দেখা যেত।আমি আমার বন্ধুটিকে বললাম 'তুই গিয়ে দাম জিজ্ঞেস কর?' ও বলল,'না তুই কর'। পরে বললাম, চল দুজন একসাথে যাই। ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করতেই দোকানি মুচকি হেসে বলল '১০টাকা '।পকেট থেকে টাকা বের করে দিয়ে দ্রুত চলে আসালাম।আমাদের আর সহ্য হচ্ছে না তাই দু বন্ধু স্থির করলাম, টেক্সিতে যাব না বরং রিক্সা করে বাড়ি যাব। তাতে করে রাস্তায় কনডম কি তা দেখা হয়ে যাবে।রিক্সাতে ওঠে কিছু দূর আসার পর প্যাকেট খুললাম।খুলেই তো আমার চোখ কপালে উঠে গেল!!! একি!! এটাতো বেলুন।দু বন্ধু খুব হাঁসলাম আর বললাম,'ও বেলুন তুমি কোন দিন এই প্যাকেটের মধ্যে কনডম হইয়া ঢুকলা?'এই ঘটনা মনে হলে আজো খুব হাঁসি পায়



দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা আজ এমন হয়ে গিয়েছে চেনা জিনিসটাকে তেনায় পেচিয়ে অচেনা করে নতুন নামে চিনতে হইতাছে।

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৪১

মুক্তকণ্ঠ বলেছেন: B:-)

০৯ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

সাইফুল ইসলাম শাহীন বলেছেন: :P

২| ১০ ই মে, ২০১৫ দুপুর ১:০১

কানাই স্যার বলেছেন: ভাই সবই ঠিক কিন্তু এইখানে রাজনীতির কি পাইলেন? রুপক অর্থেও তো এইখানে রাজনীতি আসার কথা না। বুঝলাম না। আপনি লিখেছেন নিজের অভিজ্ঞতা কিন্তু সঙ্গে রাজনীতি গণতন্ত্র কোপাকুপিতে গেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.