![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যখন হারিয়ে যাবে মিথ্যে সুখের মেলায় কষ্টগুলো ভাসিয়ে দিও, কালো মেঘের ভেলায় যত্ন করে রেখে দেব স্বপ্ন ভাঙ্গার সুখ, সুখে রাখার জন্যে তোমায় আমি যে উন্মুখ
এক বিদেশী পর্যটক বাংলাদেশে এসেছে ঘুরতে। কিছু দিন থাকার জন্য একটি হোটেলে উঠলো । সেই হোটেলের ম্যানেজার বিদেশীকে দেখা শুনা করার জন্য একজন চতুর হোটেল বয় নিযুক্ত করলো।
একদিন হোটেল বয় সকাল বেলা বিদেশীকে নাস্তা দিতে গেল। সে ভাবলো বিদেশীতো অার বাংলা বুঝবে না, তাই একটু মজা করা যাক। তখন সে বিদেশীকে বলল:- হ্যালো মিষ্টার চোদনা! হাউ অার ইউ? উত্তরে বিদেশী বলল:- থ্যাংক ইউ আই এম আলসো ফাইন।
অতঃপর যে দিন বিদেশী লোকটি হোটলে ছেড়ে চলে যাচ্ছিলো তখন হোটেলের ম্যানেজার কে বলল :- হাই মিষ্টার চোদনা! ইউর হোটেল সার্ভিস ইজ ভেরী গুড এন্ড ইউর ইয়ং হোটেল বয় মিষ্টার চোদনা অলসো ভেরি গুড।
(বিদেশীকে লোকটি অাসলে বাংলা বুঝতো....!!)
[শিক্ষা: ঢিল মারলে পাটকিল খেতে হয়]
২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯
প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: হা হা হা .............. দারুণ লেখছেন ভাই।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
এম.এ.জি তালুকদার বলেছেন: রাত জেগে আপনার লেখা পড়ে কিছু মজা পেলাম।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন: চমৎকার ঘটনা