![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ আন্দোলনের শুরু থেকেই বিস্মিত হয়ে আমাদের তরুণ প্রজন্মের প্রতিক্রিয়া দেখছিলাম। একটা ক্ষুদ্র অংশ বাদ দিলে, প্রায় সবারই এক দাবী - যুদ্ধাপরাধীদের বিচার চাই।
যাদের পক্ষে সম্ভব হয়েছে, সরাসরি শাহবাগ গিয়ে অংশ নিয়েছেন আন্দোলনে, কেউ সাহায্য করেছেন অর্থ দিয়ে, খাবার দিয়ে, পানি দিয়ে, রৌদ্র থেকে বাঁচাতে ছাতা দিয়ে, গরম থেকে স্বস্তি পেতে বাতাস করার জন্য খবরের কাগজ দিয়ে। টুইটার, উইকি যোদ্ধারা লড়াই করে গেছে আন্তর্জাতিক মিডিয়ায় জামাত শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে। আমরা দেখেছি, সমাজের করুণার পাত্র যেই ভিক্ষুক, দিন শেষে তিনি তার সারাদিনের রোজগার তুলে দিয়েছেন আন্দোলনরত ছেলেদের হাতে।
এই আন্দোলনের ধারাবাহিকতায়, জামাত-শিবিরের নেতিবাচক প্ররোচনায়, সরকারের মেরুদন্ডহীন আচরণে, আন্দোলনের ফসল কার ঘরে গেল সেই আশংকায় - শাহবাগের তরুণরা ধীরে ধীরে নিঃসঙ্গ হয়েছেন। কিন্তু পিছু হটেন নি। এমন সাত তেজস্বী তরুণ, শহীদ জননী জাহানারা ইমামের সাত সন্তান, শহীদ রুমি স্কোয়াডের ব্যানারে (https://www.facebook.com/shaheed.rumi.squad) শুরু করেছেন আমরণ অনশন। তাদের সাথে সংহতি জানিয়ে সিলেট অনলাইন এক্টিভিস্টি আগামী রবিবার শুরু করছে অনশন কর্মসূচী।
শহীদ রুমি স্কোয়াডের সাথে একাত্ম আমাদের দাবী -
১) সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চাই ।
২) জামাত-শিবির সহ মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সকল সংগঠনকে নিষিদ্ধ চাই।
৩) বিচার প্রক্রিয়া নিয়ে দেশব্যাপী সৃষ্ট সকল হত্যা, শহীদ মিনার-জাতীয় পতাকার অবমাননা, সংঘাত, মিথ্যা গুজব, মন্দির-মসজিদে হামলা, হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি অত্যাচার লুটপাটকারী এবং তার পরিকল্পনাকারীদের গ্রেফতার, সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই।
৪) মুক্তিযুদ্ধবিরোধী মতাদর্শ নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কোন রকম আলোচনা/সংগঠন নিষিদ্ধ করার আইন চাই।
জামাত শিবির কে অবিলম্বে নিষিদ্ধের দাবিতে রুমী স্কোয়াডের এ জাগরণের মন্ত্র ছড়িয়ে দিন সর্বত্র ...
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
রাফা বলেছেন: যুদ্ধ-অপারাধীদের বিচারের দাবীতে এবং স্বাধীনতা বিরোধীদের নিষিদ্ধ করতে সকল আন্দোলনের সাথে আছি,ছিলাম এবং থাকবো।আমার ক্ষুদ্র শক্তি দিয়ে জিবনের অন্তিম মুহুর্ত পর্যন্ত এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশা-আল্লাহ।
জয় বাংলা।জয় গণজাগরন মঞ্চ।