নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে নতুন বিষয় পড়তে, জানতে, লিখতে । ভালো লাগে ব্লগিং করতে..

সিনথিয়া আফরিন

লিখতে ভালো লাগে...।

সিনথিয়া আফরিন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

০১) পালাজ্বঃ বিশ্বের সবচেয়ে ব্যবয়বহল ভবন এটি যা নির্মানে ব্যায় হয় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার ।

০২) সিটি অব ড্রিমঃ সিটি অব ড্রিম হচ্ছে একটি রিসোর্ট এবং ক্যাসিনো । এটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় ২.৪০ বিলিয়ন মার্কিন ডলার ।

০৩) ভেনেতিয়ানঃ বিশ্বের সপ্তম বৃহত্তম ভবনটি হোটেল এবং ক্যাসিনো রিসোর্ট হিসেবে ব্যবহার হচ্ছে । উনচল্লিশ তলা বিশিষ্ট হোটেলটি নির্মানে ব্যায় হয় ২.৪০ বিলিয়ন মার্কিন ডলার ।

০৪) ওয়েন রিসর্ট, লাস ভেগাস এর উত্তরপূর্ব কোণে অবস্থিত ভবনটি নির্মানে ব্যয় হয় ২.৭০ বিলিয়ন মার্কিন ডলার ।

০৫) প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্রঃ বিশ্বের ৬ষ্ঠ লম্বা ভবন হিসেবে ভবনটি সুপরিচিত , ভবনটি নিউইয়র্কে অবস্থিত এবং এটি নির্মানে ব্যয় হয় ৩.৮০ বিলিয়ন মার্কিন ডলার ।

০৬) কসমোপলিটানঃ ৩০২৭ কক্ষ বিশিষ্ট এই রিসোর্ট টি ২০১০ সালে উন্মুক্ত হয় । এবং এটি নির্মাণে ব্যয় হয় ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার ।

০৭) ওয়ার্ল্ড সেন্তোষাঃ ৫.৩৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যায়ে নির্মিত ভবনটির অবস্থান সিঙ্গাপুরের সান্তোষা দ্বীপে ।

০৮) এমিরেটস প্যালেসঃ বিলাস বহুল হোটেলটির অবস্থান আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত । তৃতীয় ব্যয়বহুল ভবন যা নির্মাণে ব্যয় হয় ৬ বিলিয়ন মার্কিন ডলার ।

০৯) মেরিনা বেঃ ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ভবনটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভবন । ৫৫ তলা বিশিষ্ট ভবনটিতে রয়েছে ২৫০০টি কক্ষ ।

১০) আবরাজ আল বাইত, সৌদি আরবঃ ১৯০৬ ফুট উচ্চতা বিশিষ্ট কমপ্লেক্সটি সৌদি আরবের সবচেয়ে উচু ভবন । ১২০ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যায় হয় ১৫ বিলিয়ন মার্কিন ডলার ।

নির্মাণ ব্যায়ের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে । নির্মাণ জগতে এক যুগান্তকারী
পরিবর্তন এনেছে এসব স্থাপত্য নির্মাণ শৈলী ।

অনাকাঙ্খিত বানান এবং ভুলের জন্য দুঃখিত ।।। আশা করি মন্তেব্যের মাধ্যমে আপনার মতামত জানাবেন আপনারা

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন - সৌজন্যে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ব্যয়বহুল ভবনগুলো সম্পর্কে জেনে ভাল লাগলো।

২| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



পোস্টে ভাল লাগা রইলো.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.