![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বরও নাকি প্রাচীন খুব! মানে না যারা আধুনিক
আমি মানি;তবে কি ত্রিশেই বুড়ো আমি প্রাগৈতিহাসিক?
সেই কবে থেকে শুনি আমি পুরানো দিনের গান
বন্ধুরা উপহাস করে হাসে! সরে বসে রেখে ব্যবধান
যাকে গুরু বলে মানি; তাঁর ও অভিযোগের তীর
আমার কবিতাতেই অযথাই প্রাচীনতার ভীড়!
যত্ন নিয়ে তিনি শেখান আমাকে আধুনিক কবিতা
অথচ লিখতে বসে আমি ভুলে যাই সবি তা!
ভালবাসি যে নারীকে এতো; যে প্রাণের প্রিয়তমা
এই নষ্ট যুগে তার হাত ছুঁতে কত সংকোচ জমা
হয় আমার মনে! সেও কি ভাবে প্রাচীন আমি? গেয়ো?
নিঃসঙ্কোচে বলি, আমি তাই! ছেড়ে যেতে চাইলে যেয়ো।
পুরাতনেই প্রেম আমার! পুরাতন ভালবাসি খুব
তোমরা যতই হাসো; আমি প্রাচীনেই দেব ডুব!!
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১
কাওসার চৌধুরী বলেছেন: ভাল লেগেছে।