![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের সঠিক বয়স কোনটি তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেকে বলেন- বিয়ে এবং সম্পর্ক আসলে কী তা বুঝে তবেই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত। আর বিয়ের সাথে অর্থনৈতিক বিষয়ও জড়িত থাকে বলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকেই বিয়ের কথা ভাবেন না। কিন্তু সত্যি বলতে কি, দ্রুত বিয়ে করে ফেলার সিদ্ধান্ত কিন্তু বুদ্ধিমানের মতো কাজ। বয়স একটু কম থাকতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত। এতে জীবনটা অনেক বেশিই সহজ মনে হবে আপনার কাছে। অনেক ধরণের সমস্যা থেকে অনায়াসেই মুক্ত থাকতে পারবেন। আসুন জেনে নিই কম বয়সে বিয়ে করার ছয়টি সুফল।
০১. আপনি যদি ৩০ পার করে বিয়ে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না। ব্যাপারটি বরং এমন হবে যে, বিয়ে করা উচিত তাই বিয়ে করেছি। এ কারণে আগেই বিয়ে করা ভালো। যখন আবেগ কাজ করে অনেক।
০২. বেশি বয়সে বিয়ে করলে স্বামী-স্ত্রী নিজেদের জন্য কতটা সময় পান? বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের দায়িত্ব এসে পড়ে। আর সন্তান হয়ে গেলে দু’জনের একান্ত সময় কাটানো খুব বেশি হয়ে ওঠে না। কিন্তু অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে অনেকটা সময় পাওয়া যায়। এতে সম্পর্ক অনেক ভালো ও মধুর থাকে।
০৩. ‘একজনের চেয়ে দু’জন ভালো’ -বিষয়টি নিশ্চয়ই না বোঝার কথা নয়। একাই সুখ-দুঃখ ভোগ করার চেয়ে দু’জনে ভাগাভাগি করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অল্প বয়সে বিয়ে করলে জীবনের সবকিছু ভাগ করে নেয়া যায়। ফলে মানসিক চাপটাও কম পড়ে।
০৪. সন্তানের জন্য খুব ভালো মাতা-পিতার উদাহরণ হতে পারবেন যদি বিয়ে আগে করে ফেলেন। আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টিও পিছিয়ে যাবে। আর আপনার মানিসকতাও কিন্তু দিনকে দিন নষ্ট হতে থাকবে।
০৫. দুর্ভাগ্যবশত অনেকেই বিয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। জলদি বিয়ে করার কিন্তু এই দিক থেকেও সুবিধা রয়েছে। যদি অল্প বয়সে বিয়ে করার পর, আল্লাহ না করুন কোনো কারণে যদি সম্পর্ক ভেঙেও যায়, তারপরও জীবনটাকে নতুন করে গুছিয়ে নেয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায়।
০৬. আগে বিয়ে করলে আপনার কাছে এসে কেউ ‘কেন বিয়ে করছ না’, ‘কবে বিয়ে করবে’, ‘বয়স বেড়ে যাচ্ছে’, ‘কাউকে পছন্দ কর কি’ ইত্যাদি বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১
গরম মশলা বলেছেন: বুঝি ভাই বুঝি
২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬
হামিদ আহসান বলেছেন: যুক্তি মনে ধরেছে কিন্তু সময় ত শেষ .
৩| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০
গরম মশলা বলেছেন: এখনো সময় থাকতে বিয়ে করে ফেলুন।
৪| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আঙুল থাকতে আঙুল খাইলে আঙুরের মজা
কিসমিশ হয়ে গেলেও মজা- তবে আঙুরের নয়! কিসমিসের
১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮
গরম মশলা বলেছেন: যা বলেছেন ভাই!
৫| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০
নিশাত সুলতানা বলেছেন: সঙ্গী যদি সমবয়সী হয় কোন সমস্যা হওয়ার কথা নয় , সমস্যা হল ছেলেরা কম বয়সী মেয়ে বিয়ে করতে চায় । তাই কম বয়সে বিয়ে করতে চাইলে করুন , তবে কম বয়সী মেয়ে নয় ।
১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩১
গরম মশলা বলেছেন: ছেলেরা যে কেন কম বয়সি মেয়ে বিয়ে করতে চাই সেটা আপনার বুঝা সমভব নয়।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: বুঝলাম সবই ঠিক আছে কিন্তু টাকা-পয়সার অভাবে বিয়ে করতে পারচ্ছি না।