নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দারুচিনি দ্বীপে যেতে চাই।

এলাচি ও লবঙ্গের আত্মকাহিনী

গরম মশলা

আমি গরম মশলা খাব গরম গরম!!!!

গরম মশলা › বিস্তারিত পোস্টঃ

আপনার ঘরে ভূত বা ‘প্রেতাত্মা’র অবস্থান বোঝার সহজ ১০টি উপায়!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

(ভূত বা ‘প্রেতাত্মা’র) আত্মা অবিনশ্বর৷ মৃত্যুর পরের জগত আমাদের কাছে ধোঁয়াশা৷ কিন্তু যাঁরা আত্মা নিয়ে গবেষণা করেন তাঁদের মতে মৃত্যুর পরে একটি অন্য পৃথিবীতে বিচরণ করে আত্মা৷ প্রিয়জনদের ছেড়ে সেই জগতে যাতে কষ্ট হয় আত্মারও৷ তাই তারা তাদের কিছু প্রিয়জনকে নিজদের অস্তিত্ত্বের জানান দিতে চায়৷ আমরা অধিকাংশ সময়ই তা বুঝতে পারি না৷ অনেকে হেসে উড়িয়ে দেন ভ্রান্ত ধরণা বলে৷ অনেকে আবার তাদের অনুভব করতে পারেন৷ তবে ভুতের সিনেমার মতো আত্মা এসে কারো ক্ষতি করে দেয় এমনটা মানছেন না গবেষকরা৷ তাঁদের মতে শুধু মাত্র প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করাই আত্মার উদ্দেশ্য থাকে৷ কিন্তু আত্মার কোনও আকার নেই৷ তাই তারা বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয়৷ আপনার প্রিয়জনের আত্মাও আপনাকে ঘিরে রয়েছে কি? তা জানান দেবে আপনার চারপাশের পরিস্থিতিই৷ দেখে নিন বিশেষজ্ঞদের মতে ঠিক কোন কোন চিহ্ন জানান দেয় তাদের উপস্থিতি


১. ঘরের বাল্বের আলো কাঁপা
ভৌতিক জগত নিয়ে যারা গবেষণা করেন তাঁদের মতে আত্মা বিদ্যুৎকে প্রভাবিত করতে পারে৷ ঘরের বাল্বের হঠাৎ হঠাৎ দপদপ করা বা কাঁপা দেখে আপনি ভবতেই পারেন আপনার ঘরে কোনও আত্মার বিচরণ রয়েছে৷ নতুন বাল্ব হয়তো বারবার কিনছেন কিন্তু সেগুলিতেও একই সমস্যা দেখা দিচ্ছে এমন হলে আত্মার উপস্থিতির সম্ভবনা বেশি৷

২. ঘরের তাপমাত্রা পরিবর্তন
আপনার ঘরের সব দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও যদি আপনার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে এমন অনুভব করেন তাহলে হয়তো তাঁদের প্রবেশ ঘটেছে আপনার ঘরে৷ হঠাৎ আপনার গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে ঠাণ্ডায়৷

৩. শব্দ
আপনার নাম ধরে কেউ ডাকছে? আপনি সাড়া দিতে চাইছেন? কিন্তু অন্য কেউ তা শুনতে পাচ্ছেন না? এর থেকেও আপনি আন্দাজ করতে পারেন আপনার সঙ্গে আপনার প্রিয়জনের আত্মা যোগাযোগ করতে চাইছে৷ অনেকসময় আপনার নামের পরিবর্তে এমন কিছু শব্দও আপনি শুনতে পারেন যা অন্য কেউ পাচ্ছেন না৷

৪. বন্ধ ঘড়ি
অনেক সময়ই আমাদের ঘরের ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়৷ তাতে অবাক হওয়ার কিছুই নেই৷ কিন্তু যে সময় আপনার কোনও প্রিয়জন মারা গিয়েছেন অথবা যে সময় আপনি তাঁর মৃত্যুর খবর পেয়েছিলেন সেই সময়ে গিয়েই যদি ঘড়ির কাটা দাঁড়িয়ে যায় তাহলে আপনাকে দেখছেন তাঁর আত্মা৷

৫. মৃতদের মুখ
অনেক সময় রাস্তায় বা অন্য কোথাও এমন অনেককেই আমরা দেখি যাদের দেখলে আমাদের হঠাৎ কোনও মৃত প্রিয়জনের মুখ মনে পড়ে যায়৷ তাদের সঙ্গে অদ্ভুত মিল পাই আমরা৷ বিশেষজ্ঞরা বলছেন আসলে তাদের সেরকম দেখতে নয়৷ তাদের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রিয়জনকে দেখি৷

৬. ছায়া
অনেকসময় এমন হয় আমরা অন্যকিছু দেখতে দেখতেই অনুভব করতে পারি আমাদের পাশে কোনও ছায়া রয়েছে৷ কিন্তু হঠাৎ মুখ ঘুরিয়ে সেদিকে তাকালে আমরা কিছুই দেখতে পাই না৷ বিশেষজ্ঞদের মতে এটিও আত্মার উপস্থিতি৷

৭. স্পর্শ
আত্মা নিজেদের অস্তিত্ত্বের জানান দিতে ছুঁত পারে আপনাকে৷ এক্ষেত্রে আপনার শরীরের কোনও স্থানে একটি চাপ বা স্পর্শ অনুভূত হতে পারে৷ বিশেষজ্ঞদের মতে এরকম কিছু অনুভূত হলে আপনি আত্মাকে অনুরোধ করুন আপনার শরীরের বিশেষ কোনও স্থান স্পর্শ করতে৷ তারপরে দেখুন আপনি সেখানে কিছু অনুভব করছেন কিনা৷ এতে আপনি নিশ্চিত হতে পারবেন আত্মা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কি না সেই বিষয়ে৷

৮. কম্পিউটার
আপনার কম্পিউটার থেকে আপনি না করতেই কিছু কাজ হয়ে যাচ্ছে৷ নির্দিষ্ট কিছু লেখা হয়ে যাচ্ছে অথবা আপনি না পাঠাতেও আপনার মেল থেকে মেল চলে যাচ্ছে এরকম কিছু বারবার হলে বুঝবেন আপনার চার পাশে তার অস্তিত্ত্ব রয়েছে৷

৯. স্বপ্ন
একই স্বপ্ন বারবার দেখা বা কোনও সুন্দর স্বপ্নে তাদের উপস্থিতি অথবা কোনও ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় তাদের কথা বলে৷ যে স্বপ্নের কোনও মানে আমরা খঁজে পাই না৷ কিন্তু তার কিছু অরথ বা বার্তা থাকে যা আত্মা আমাদের জানান দেয়৷

১০. গন্ধ
আপনার প্রিয়জনের ব্যবহার করা সেন্টের গন্ধ বা খুব প্রিয় কোনও ফুলের গন্ধ আপনার ঘরে বা গড়িতে থাকলে বুঝতে হবে সে রয়েছে আপনার কাছেই৷

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

মাঘের নীল আকাশ বলেছেন: আমার তো এখনই হেলুসিনেসন শুরু হয়ে গেছে! কী করি বলেন তো!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

গরম মশলা বলেছেন: দোয়া কালাম পড়া শুরু করেন।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

গেম চেঞ্জার বলেছেন: এইসব বিশেষ অজ্ঞগন কোন বিশ্ব বিদ্যালয়ের বলা যাবে কি??

(মডুগন যদি দেখেন তবে অনুরোধ করি পোস্ট টা সিটকি দেয়া হোক ।)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

ভিটামিন সি বলেছেন: দাদা এই গোভেষণা করছে কেডায়?

তবে দাদা একটা কথা কি জানেন? যে ভিটায় বর্তমানে আমার গ্রামের বাড়ি সেখানে অনেক পূর্বে (১৯৭১ পূর্ববর্তী সময়ে) হিন্দুদের চিতা ছিল। ওরা জমিজমা বিক্রি করে রেন্ডিয়া চলে যাবার অনেক পরে আমাদের বাড়ি বানানো হয়। সবাই বলে এই ভিটায় নাকি একটা কিছু আছে। আমার দুই অগ্রজ ভাই এই ভিটায় জন্ম হয়ে মারা যায়। এর পর এলাকায় আরো শোরগোল হয় এই্ ভিটা নিয়ে। তো আমার বিয়ের পর আমাদের গ্রামের বাড়িতে মুরব্বী দাওয়াতে আমার খালু শ্বশুর (ধর্মানুরাগী, আলেম, ময়মনসিংহের এক মসজিদের ইমাম) এসে এই বাড়ির চারদিক প্রথমেই ঘুরে দেখেন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় চলে যান ময়মনসিংহে। সেখানে গিয়ে পরের দিনই দুইটা তাবিজ পাঠিয়ে দেন আমার হোম মিনিস্টারের জন্য। বলে দেন কোন অবস্থাতেই যেন এই তাবিজ শরীর থেকে খুলে ঘরের বাইরে না যায়। যদিও আমি এইসব বিশ্বাস করি না, তারপরও কেন জানি বউকে বলতেও পারিনা যে তাবিজ খুলে ফেলুক।

আমার মাথায়ই আসে না ওই বয়স্ক খালু শ্বশুর কিভাবে বোঝতে পারলেন যে এই ভিটায় কিছু আছে। না বুজুরকি দিয়ে কিছু বোঝাতে চাইলেন!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

গরম মশলা বলেছেন: হয়তো তিনি সপনে দেখেছেন

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: আমাদের বোধ শক্তি, স্মৃতি এসবের জন্য দায়ী মস্তিস্ক। মস্তিস্ক যদি না থাকে তাহলে অনুভূতি কিংবা স্মৃতি এসব থাকবে না। প্রিয়জন বলে কোন ধারণা বা আবেগেরও স্থান থাকবে না। তাই দেহবিহীন আত্মা প্রিয়জনদের দেখতে ইচ্ছুক, উপস্থিতি জানাতে ইচ্ছুক এসব পাগলের প্রলাপ। আর ভূত কিংবা অশরীরির অস্তিত্ব নেই, ভূতে ধরার অনেক লক্ষণ এখন মানসিক রোগ বলে চিহ্নিত হয়েছে। ডিসকোভারি, ন্যাটজিওর মত বিজ্ঞানভিক্তিক চ্যানেল গুলোতে আজকাল ভূত নিয়ে ডকুমেন্টারি প্রচার করছে,মানুষ পছন্দ করছে এসব হাবিজাবি। এর পিছনে ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নেই। এইসব ভূতের প্লট অ্যামেরিক্যান, তাই বাইবেলের নিয়মে এক্সরসিজম করছে, ভূত ছাড়াচ্ছে। কাজও হচ্ছে অনেক সময়। আবার আফ্রিক্যান বিভিন্ন ক্লানে ওঝারা ভূত ছাড়াই তাদের দেবদেবীর নামে মন্ত্র পড়ে। আমাদের দেশে হুজুরগণ দোয়া কালাম পড়ে ছাড়ায়, ভারতে ছাড়ায় সাধুগণ। এখন সামান্য কমনসেন্স প্রয়োগ করলেই বিষয়টা বোঝা শক্ত নয়।
আত্মা সনাক্তকরণের ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও প্রচারের জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

মিথ্যে বল না বলেছেন: যতসব অাজেবাজে কথা বলে দেখি ভালই মানুষদের বোকা বানাতে পারেন। ফাইজলামির সিমা রাখা উচিৎ। অার কখনো এসব অবৈজ্ঞানিক পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করবেন না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

গরম মশলা বলেছেন: সব কিছু বিজ্ঞান দিয়ে বিচার করা ঠিক না

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

উড়ালপক্ষী বলেছেন: ভাই, আরেকটা জরুরী পয়েন্ট ভুলে গেছেন- মাকড়শা জাল।অইটা দেখেও আপনি------- :D

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: তাই নাকি !!!!

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

ডেভিলের উকিল বলেছেন: হাউ মাউ খাউ।।।।।।।।।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

রহস্যময় জিবন বলেছেন: ব্যাপারটা বিশ্বাস করার মত না হলেও, আমি বুঝতে পারছি আমার সাথে এগুলা কেন হয় ?? লাইট অফ করার পরেও বার বার জ্বলে উঠছে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে অবিকল কিছু মিল পেলাম। তবে এগুলা কি আত্মার উপস্থিতিতেই হচ্ছে নাকি আমার কোন ভূল ধারনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.