![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা দিবস ও কয়েকটি কথা
জান,কি করো?
সিঙ্গারা খাই,তুমি কি করো?
চা খাই।কি বল্লা তুমি সিঙ্গারা খাসস তোমারে না সিঙ্গারা খেতে মানা করসি।
আমিও তো তোমারে চা খেতে মানা করসি। যাও তোমার সাথে আমার রিলেশন নাই।
যাও তোমার ভালবাসার গুল্লি কিলাই।
ভালবাসার জন্মে বিশেষ কোন দিনের দরকার আসে বলে আমি মনে করি না, ভালবাসতে জানলে বাকি ৩৬৪ তা দিনও ভালবাসা যায়।অনেকে সাফাই গাইতে গিয়ে বলেন ভালবাসা তো বাবা,মা,ভাই, বোনের মাঝেও হতে পারে।বুকে হাত দিয়ে তারা বলেন ত,আজ কতটা সময় তাদের দিয়েছেন ?
সবখানে শুধু ভালবাসার গন্ধ কিন্তু বিশুদ্ধ ভালবাসার বড়ই অভাব, ভালবাসায় ঝগড়া হতেই পারে কিন্তু তা কখনই বিশ্বাস, সম্মান, চরিত্র এসব নিয়ে নয়। একে অপরের প্রতি শ্রদ্ধা,সম্মান গুলো কোথায় যেন হারায় গেছে টি সম্পর্ক গুলো এত ঠুনকো হয়ে গেছে। সবার আগে দরকার নিজে কি চাইসি তা আগে বঝা,তা যদি না পাই তবে কেনও খামাকা এই বোঝা বয়ে বেড়াই আমরা।
যারা সত্যি ভালবাসেন, আজকের দিনে আসেন শপথ করি একে অপর কে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে ভাববো শুধু সুন্দর ভবিষ্যৎ নিয়ে, যেখানে থাকবে না কোন মিথ্যা, হিংসা, লোভ, স্বার্থপরতা, কুছিন্তা,অসম্মান। থাকবে শুধুই ভালবাসা।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১
তাহমীদ বলেছেন: হ্যাঁ ভাই,তবু যদি কারো মনে দাগ কাতে একটু খানি
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৬
পাঠক১৯৭১ বলেছেন: এগুলো কথার কথা।