![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন তালি খরচ করবেন না তালি জমিয়ে রাখুন পরের জন্য। ধন্যবাদ আপনাদের কষ্ট করে বাংলা গান শোনার জন্য।
কথাগুলো কতটুকু অভিমান মেশানো, কতটুকু কষ্ট থেকে বলা তা অনুমান করার ক্ষমতাও আমার নাই।
২১ফেব্রুয়ারী,২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এলে নতুন করে আমাদের বাঙ্গালী হওয়ার শখ জাগে। আইয়ুব বাচ্চুর কোন দোষ নেই, দোষ তার ভাগ্যের, উনি যদি আজ ভারতে, বা বিদেশে জন্ম নিতেন,আজ বলা হত আইয়ুব বাচ্চুর কনসার্ট। আফসোস উনি বাঙ্গালী, বাংলায় গান গায়।
রবি ঠাকুরের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছে হয়,
“দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু...”
একদিনের বাঙ্গালী হয়ে জাতিকে পৃথিবীর কাছে বড় করে তোলা যাবে, একে লালন করতে হবে বুকের মধ্যে।আসুন না একবার বুক চিতিয়ে চিৎকার করে বলি, আমি বাঙ্গালি, আমি বাংলা গানকেই ভালবাসি"
২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
দুরনত পথচারী বলেছেন: "আসুন না একবার বুক চিতিয়ে চিৎকার করে বলি, আমি বাঙ্গালি, আমি বাংলা গানকেই ভালবাসি"
সহমত ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪
প্রবাসী পাঠক বলেছেন: একদিনের বাঙ্গালী হয়ে জাতিকে পৃথিবীর কাছে বড় করে তোলা যাবে, একে লালন করতে হবে বুকের মধ্যে
সহমত ।