![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" রংপুর গ্রামীনফোন সেন্টারের Abu Md.Shayedভাইকে অনেকেই হয়তোবা চেনেন। ভাই মোটামুটি কয়েক মাস থেকেই অসুস্থ ছিল, পরে ওনার "bone marrow" ধরা পরেছিল।গত ৩ মাস আগেও যখন রক্ত দিলাম ওনাকে অতটা অসুস্থ মনে হয়নি,সেদিন ভাই পিঠে হাত রেখে বলেছিল," আজ থেকে তো তোর সাথে রক্তের সম্পর্কই হয়ে গেলো"।একবারেই অপরিচিত একটা মানুষ যে এতটা আপনভাবে ছোট ভাইয়ের মতো করে ভাবতে পারে সেদিন বুঝে ছিলাম, আজ বিকেলে যখন ওনার মৃত্যুর খবরটা শুনলাম, মনের অজান্তেই একটা শূন্যতা অনুভব হয়েছিলো, তখন বুজতে পেরেছিলাম একবারে অপরিচিত একটা মানুষ কতটা আপন হতে পারে।
একটু আগে জানতে পারলাম shayed ভাই এখন ও বেঁচে আছেন, সকালে মৃত ঘোষণা করার পর লাশ নিয়ে তার বাড়ি নেত্রকোনায় যাবার পথে গাজীপুরের কাছে যেয়ে তিনি একটা কাশি দিয়ে উঠেন, ওনাকে আবার ও square hospital এ ভর্তি করা হয়েছে, আস্তে আস্তে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। অনেক ঘটনার যেমন কোনও ব্যাখ্যা থাকে না তেমনি এটিও হয়তো একটি। "রাখে আল্লাহ্,মারে কে?" মহান রাব্বুল আলামিন আল্লাহ্ সুবাহনোতালার কাছে একটাই আবেদন দয়া করে ওনাকে সুস্থ করে দিন। বন্ধুরা প্লীজ একজন ভালো মানুষের জন্মে একটু মন থেকে একটু দোয়া করবেন উনি যেনও আবার আমাদের মাঝে ফিরে আসেন। অসীম করুনামায় আল্লাহ্র অসীম ক্ষমতারই হয়তোবা নিদর্শন এটি, বন্ধুরা প্লীজ দোয়া করবেন।
২| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪০
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: আল্লাহ উনাকে সুস্থতা দান করুন।
৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯
আমিনুর রহমান বলেছেন:
আমিন!
৪| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১
মিমায়িত জীবন বলেছেন: আফ্রিকায় হাজার হাজার শিশু কে আল্রাহ না খাইয়ে মারছেন। কারণ উনার ক্ষমতা অসীম। ৭১ এ লাখ লাখ মানুষ মারল পাকিরা। আল্লাহ রক্ষা করেন নাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:০৮
নিরীহ বালক বলেছেন: আল্লাহু আকবার !