![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অরেঞ্জ জুস,আয়,দেশপ্রেম নিয়ে সাকিব আল হাসানের দেওয়া সাক্ষাতকারের কথাগুলো মানতে বড় ইচ্ছে করে, ঠিকই তো সবজি খিচুড়ি খেয়ে কি গেইল,আফ্রিদি।মাক্সদের হারানো যায়। মানতে গিয়ে কেনও যেনও হুট করে মনে পরে যায় সালমাদের কথা ওরাও তো হাড় জিরজিরে শরীর নিয়ে ভালই খেলছে, মনে পরে যায় আফগানিস্তানের কথা, বিধ্বস্ত অর্থনীতির একটা দেশ হয়েও বাংলাদেশকে কিভাবে হারায়, যাদের সকালের ঘুম ভাঙ্গে হয়তো বোমা, কিংবা ককটেলের শব্দে। ওদের আয় যে তাদের চাহিদা পুরন করতে পারে কিনা সন্দেহ আছে, ওরা পারলে আমরা পারব না কেনও? মনে পরে বলবয় "সিদ্দিকুর রহমান" এর কথা,জিনি একাই দেশটাকে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন,প্রস্ন আসতে পারে গলফ খেলতে তো শক্তি লাগে না,লাগে মানসিক শক্তি। সাকিব আল হাসানকে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই,তবু বললাম।বিখ্যাত লেখক "ডেল কার্নেগীর" মতে সমালোচনা সবার জন্মে নয়, সমালোচনা সবার জন্মে নয় ,তাতে তারা নিজের অপরাধ ঢাকতে আরও সচেতন হয়ে উঠেন আত্মশুদ্ধির বদলে। তিনি অনেক কিছুই এড়িয়ে গেছেন নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে।
২| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৫
ঢাকাবাসী বলেছেন: বছরে ৩৬৫ দিন ঘী মাখন জুস খাওয়ালেও এদের দ্বারা হবেনা!
৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৩
নিজাম বলেছেন: ওদের বেশি কইরা জুস খাওয়ানো দরকার।
৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭
ভুং ভাং বলেছেন: সাকিব এর মত বেয়াদব ,উগ্র , আরো যদি৪-৫ জন থাকতো
কার সাধ্য ছিল বাংলাদেশকে রুখবে !
৫| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯
সিফাত সারা বলেছেন: সাকিবের ইন্টার্ভিউ পরে পুরো দেশবাসি হতাশ
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ২:২০
আমি মুক্তবাতাস বলেছেন: হুম, এই ব্যাপারটা দৈনিকে পড়ে খুব অবাক না হতবাক লাগছে আল্লাহ্ই ভাল জানেন!