![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমাদের জাতি হিসেবে মনে হয় একটু বেশি বেহায়া।নিজেদের তুলনা করতে গেলে বারবার একটা কথাই মনে পরে "পায়খানা করে প্যান্ট নষ্ট হয়ে গেলেও আমাদের হুঁশ হয় না,আর পশ্চাৎদেশ দিয়ে সামান্য বাতাস বের হয়ে গেলে শৌচকর্মের জন্য পানি খুজতে বেহুঁশ হয়ে পড়ি। কিছুদিন আগেই হাজারো সমালোচনার পরেও সাড়ে ৪ হাজার কোটি টাকায় অস্ত্র কেনা হল দেশের প্রতিরক্ষার জন্য।কিন্তু আজ ডুবে যাবার ৬ দিন পর যখন পিনাক-৬ এর কুল কিনারা করা সম্ভব হয় না। তখন মনে হয় দেশের জনগনের প্রতিরক্ষার জন্য কি কিছুই হবে না। নাকি সরকার মালয়েশিয়ান MH-370 উধাওয়ের উদাহরণ দিয়ে ধামা চাপা দিতে প্রস্তুত। প্রতিটি ইস্যু যেমন টয়লেট টিস্যুর মত ভেসে যাচ্ছে এটিও যাবে হয়তো।নিহতদের জন্য দোয়া আর দু-চারটা স্ট্যাটাস দেয়া ছাড়া হয়তো আর কিছুই করতে পারব না।
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
তাহমীদ বলেছেন: সানন্দে দিতে পারেন ভাই
২| ১০ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৩
ঢাকাবাসী বলেছেন: অস্ত্র আট হাজার কোটি টাকার কেনা(?) হয়েছিল। আরো হাজার কোটি টাকা হেলিকপ্টার কেনা হচ্ছে বলে কোথায় পড়লুম। হ্যাঁ সবই ভুলে যাব আমরা!
৩| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৩
লেখোয়াড় বলেছেন:
তার মানে হাতি ঘোড়া গেল তল ভেড়া বলে কত জল।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪৬
মারস্ শীতল বলেছেন: লেখাখানা ভাল লাগায়, ফেসবুকে দিতে ইচ্ছুক।
বিঃ দ্রঃ টাইটেলে আফনের নামডা অপ কোর্স থাকপে!