নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

আতঙ্ক

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯


সারাদেশের মানুষ আজ আতঙ্কিত । এই বুঝি বোমা হামলা হল, এই বুঝি কেউ তাকে হত্যা করতে আসছে , এই বুঝি সে গুম হয়ে যাচ্ছে, এসব আতঙ্কে বাংলাদেশের মানুষ আজ আতঙ্কিত, বিমর্ষ ,হতাশ, কিন্তু তাদের কিছু করার নেই। কে দেখবে আজ আমাদের এ দুর্ভোগ ? আজ সাংবাদিক হত্যা, কাল শিক্ষক হত্যা, ছাত্র হত্যা, আইন জীবী হত্যা, ব্যবসায়ি হত্যা, এ যেন চলছে ই । আর যারা রাজনিতিবিদ বা মুক্তমনার লেখক তাদের হত্যা বা গুম ত প্রতিনিয়ত চলছে। এসব হচ্ছে আমাদের নিজেদের দোষ এ । আমরা নিজেরা দিন এর পর দিন এসব কে পাত্তা দেয়নি। এসব এর বিরদ্ধে জাগ্রত হইনি ,যার পরিনতি আজ আমাদেরকে ই ভোগ করতে হচ্ছে । দিন এর পর দিন খুনিরা হত্যা করে পার পেয়ে গেছে , আমরা ণিজেরা এর বিরদ্ধে কোন কথা বলিনি ,প্রতিবাদ করিনি, ফলে প্রশাসন থেকেছে নিরবিকার, দায়সারা তদন্ত কমিটি গঠন আর লোক দেখানভাবে কয়েকজন কে ধরে ই যেন তাদের দায় শেষ । ফলে বছরের পর বছর পেরিয়ে গেলে ও কোন লাভ হয় না । মাম লা আর শেষ হয় না । প্রকৃত আসামি থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে । এমনকি অনেক জায়গায় দেখা যায় প্রকৃত আসামির জায়গায় ভাল এবং নিরিহ মানুষ ধরা পরে যার ফলে প্রকৃত অপরাধিরা পার পেয়ে যায় । ফলে একই ঘটনা পুন রায় ঘটে । ফলে আজ আমরা নিরাপত্তাহিনতায় ভুগছি । এসব তো একটি মাত্র বিষয় এছাড়া ও গ্যাস এর সিলিন্ডার বিস্ফোরণ কিংবা আগুন লেগে শত কিংবা কখন ও হাজার মানুষ মারা যাচ্ছে । এসব হচ্ছে আমাদের অসাব ধানতার কারনে। তাই আমাদের এসব ঘতনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, জাগ্রত হতে হবে। তবে ই আমরা পাবো সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.