নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

সপ্নময় বাংলাদেশ

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

সপ্ন আমার তোমায় নিয়ে,
তুমি আমার প্রিয় মাতৃভূমি।
ভাই এর রক্তে লিখা তোমার নাম,
তুমি আমার বাংলাদেশ।
মা-বোনের ইজ্জত এর বিনিময়ে লিখা একটি নাম,
তুমি আমার বাংলাদেশ।
সুজলা সুফলা শস্য শ্যামলা একটি দেশ,
তুমি আমার বাংলাদেশ।
তোমায় নিয়ে কত সপ্ন দেখে
আবাল-বৃদ্ধ আর মুক্তিসেনারা,
তোমায় নিয়ে সপ্ন দেখে তারুন্য ,
তুমি হবে শান্তি সমৃদ্ধির দেশ,
আলোয় আলোকিত বাংলাদেশ।
তুমি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
তুমি হবে ক্ষুধা- মুক্ত, দরিদ্রমুক্ত,দুর্নীতি- মুক্ত একটি দেশ,
সমৃদ্ধশালী বাংলাদেশ।
তোমার বুকে মাথা রেখে থাকব আমরা পরম সুখে,
থাকবে না রক্তপাত,থাকবে না হানাহানি মারামারি,
থাকবে না ক্ষমতার লড়াই,
থাকবে না দরিদ্রের বেদনাভরা অশ্রু,
অন্ন,বস্ত্র,বাসস্থানের অভাব থাকবে না তাদের,
সবাই মিলে একসাথে থাকব আমরা,
থাকব মিলে মিশে,
হিন্দু,মুসলমান,বৌদ্ধ, খৃষ্টান,
মিলেমিশে থাকব আমরা,
সবাই মিলে গড়ব আমরা,
সুখি সমৃদ্ধ বাংলাদেশ।
দেখবে বিশ্ব এক আলকিত বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.