নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র বাংলাদেশ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৮


বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা বিশ্ব দরবারে পরিচিত। আমাদের মোট জনসংখ্যার অর্ধেক দরিদ্র সম্প্রদায়। যারা দুবেলা দুমুঠো খেতে পায়না । আমাদের দরিদ্র শিশুরা অপুষ্টিতে ভোগে। দরিদ্র সম্প্রদায় অন্ন, বস্ত্র , বাসস্থান , শিক্ষা , চিকিৎসা কোন অভাব ই পুরন করতে পারেনা। তাদের শিশুরা অযত্ন আর অবহেলার মধ্যে বড় হয়। ফলে তারা সঠিক অধিকার থেকে বঞ্ছিত হয় । তাদের জীবন হয় ছন্নছাড়া । আমাদের যারা ধনী সম্প্রদায় আছে তারা এর সম্পূর্ণ উল্টা । তাদের সন্তান জন্মের সময় ই সোনার চামচ নিয়ে জন্ম নেয় । তারা সকল অধিকার পায় । খাদ্য, বস্ত্র , বাসস্থান এর চিন্তা তাদের নেই , বরং তারা রাজকীয় হালে ই থাকতে পারে । তাদের বন্ধু বান্ধব নিয়া আমোদ ফুর্তিতে ই থাকে । কারও কারও বাসায় তাদের সঙ্গী হয় কুকুর, বিড়াল বা অন্য কোন পোষা প্রাণী । পোষা প্রানির বিচরন সব যায়গায় । তাদের পরম যত্নে গোসল করানো , তাদের নিজেদের বিছানায় নিয়ে ঘুমানো , নিজ হাতে খাওয়ানো , সব ই করা যায়। অথচ তাদের ই গরিব প্রতিবেশীর সন্তান তাদের কাছে ঘেঁষার ও সুযোগ পায় না । কারন তারা মানুষ হলে ও গরিব । তাদের গায়ে দুর্গন্ধ । এখানে প্রশ্ন করা যায় তবে কি এই গরিব সন্তানেরা পোষা প্রানি বিড়াল , কুকুর , বানর থেকে ও অধম ? হয়তো ধনী ব্যাক্তি বা তার সন্তানেরা উত্তর দেবে তাদের আমরা আমাদের মত করে পরিস্কার পরিচ্ছন্ন রাখি , এবং তার চেয়ে ও বড় কথা আমরা তাদের লালন পালন করি । তাদের প্রশ্নের জবাব সচেতন নাগরিক ভালভাবে ই দিতে পারবে , বা পাল্টা প্রশ্ন করতে পারবে পোষা প্রানি প্রতিপালন করে কি অভাবিদের অভাব দূর করে যে সওয়াব পাওয়া যেত সেই সওয়াব পাওয়া যাবে ? দেশে কি দারিদ্রের অভাব দূর হবে ?
এগুলো কি আমাদের মত দরিদ্র দেশের নাগরিক এর জন্য প্রযেয্য ? এসব এর উত্তর একটি ই হবে । সেটা হল অবশ্য ই নয় । এগুলো ইউরোপ , আমেরিকা , অথবা অন্যান্য উন্নত দেশের সংস্কৃতি । যা আমাদের দেশের জন্য নয় । তবে নিজ জাতি দারিদ্রমুক্ত হলে এসব করা হলে তা মানানসই হবে । জীবে দয়া মহৎ প্রেম । তবে নিজের দেশের দরিদ্র জনগোষ্ঠীর দিকে নজর রাখা তাদের দুঃখ লাঘব করা প্রতিটি ধনিশ্রেনির নাগরিকের দায়িত্ব ও কর্তব্য । আশা রাখি আমরা এ ব্যাপারে সজাগ থাকব । সবাই মিলে দেশকে খুধামুক্ত , দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবো । বাংলাদেশ এগিয়ে চলও ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


দেশ ও জাতির সম্পদ আছে, দরিদ্র বাচ্ছাদের অধিকারের ভাগ সরকারের মন্ত্রীরা, প্রশাসনের লোকেরা, সালমান রহমানেরা ভোগ করছে; ভোগ করতে করতে সিংগাপুর গিয়ে মরছে; তাই আমাদের এই অবস্হা!

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: #:-S দেশ গরীব ছিল, গরীব থেকে উন্নয়নশীল, এখন আবার আওয়াজ হচ্ছে মধ্যম আয়ের। আরো কত জিগির তুলবে, কিন্তু এদের ভাগ্য পরিবতন হবে না।

তবে আমরা আশা রাখতে পারি, শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ"

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

তাহমিদ তাজ ওয়ার বলেছেন: আশা আছে, ইনশাআল্লাহ বাংলাদেশ আরও এগিয়ে যাবে, তবে দরিদ্র মানুষদের প্রতি আমাদের আরও যত্নবান হতে হবে। দুর্নীতিবাজ যে ই হোক তার বিরুদ্ধে সরকার কে আরও কঠোর হতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.