| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহমিদ তাজ ওয়ার
আমি বাংলাদেশ এর নাগরিক
শত বাধা পেরিয়ে এলো নতুন বছর।
ধুয়ে যাক ,মুছে যাক পুরাতন, সবকিছু সেজে উঠুক নতুনের হাতছানিতে,
সকল মান অভিমান ভুলে, নতুন বছরে মিলে যাই সবাই একসাথে ,
দূর হয়ে যাক দুঃখ বেদনা, নতুন বছর হয়ে উঠুক আনন্দময় ।
নতুনের আগমনে এগিয়ে যাবে বিশ্ব , এগিয়ে যাব আমরা সবাই
শান্তিময় হোক নতুন বছর ।
সকলের নতুনের অভিযাত্রা শুভ হোক ।
২|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
৩|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৬
ধ্রুবক আলো বলেছেন: শুভ হোক নতুন বছর,,.... শুভ কামনা রইলো
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
আহমেদ জী এস বলেছেন: তাহমিদ তাজ ওয়ার ,
শুভ হোক নতুন বছর । কল্যান হোক সকলের ।