নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

Fisheries Dg in Thailand

১৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৫

#মৎস্য_ও_দুগ্ধ

!!সুখবর!! !!সুখবর!! !!সুখবর!!

আর অল্প কিছুদিনের মদ্ধেই আমাদের বাংলাদেশে মৎস্য হইতে দুগ্ধ উৎপাদন শুরু হইবে!!
অবাক হইবার কিছু নাই। মৎস্য হইতে দুগ্ধ উৎপাদনের পদ্ধতি জানার জন্য আমাদের মৎস্য অধিদপ্তরের ডিজি মহোদয় থাইল্যান্ডে গিয়েছেন!

আজকের একটি জাতীয় পত্রিকার সংবাদে দেখলাম, আমাদের মাননীয় মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী মহোদয় থাইল্যান্ডের রাজ পরিবারের আমন্ত্রণে ৬ দিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুগ্ধ উৎপাদন দেখতে!! যেই ছাগল গুলা কিনা আবার এই বাংলাদেশ থেকেই উপহার স্বরূপ থাইল্যান্ডকে দেয়া হয়েছিলো।

যাই হোক, থাইল্যান্ডের রাজ পরিবার আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রী মহোদয় না গেলে সেইটা অভদ্রতা দেখায়। হাজার হোক আমাদের মন্ত্রীরা চোর হলেও তারা কিন্তু অভদ্র নয়!!
কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয়ের সফর সঙ্গী হয়েছেন আমাদের মৎস্য অধিদপ্তরের ডিজি মহোদয়!! প্রশ্ন হচ্ছে, ডিজি মহোদয় দুগ্ধ উৎপাদন দেখে এসে কি করবেন? নিশ্চয়ই উনি চেষ্টা করবেন কিভাবে মৎস্য হইতেও দুগ্ধ উৎপাদন করা যায়!! তাই না??
সারা বিশ্বে একটা নাম হয়ে যাবে যে ডিজি সাহেব অসাধ্য সাধন করেছেন, মৎস্য হইতে দুগ্ধ উৎপাদন করেছেন!! সেই দুগ্ধ আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হবে। আর এই অভূতপূর্ব সাফল্যের কারনে ডিজি সাহেবকে নোবেল পুরষ্কার দেয়ার জোর দাবি উঠবে!

আরে মন্ত্রী মহোদয় ছাগল কেমনে দুধ দেয় এইটা দেখার জন্য লাখ টাকা খরচ করে থাইল্যান্ডে যাওয়া লাগে না, একটু মফস্বল এরিয়াতে গেলেই দেখা যায়। এইটা দেখতে গেলেন থাইল্যান্ড!! আপনার মন্ত্রণালয়ে প্রাণী বিভাগ আছে আর আপনি আমন্ত্রিত বিধায় আপনি গেছেন মেনে নিলাম, কিন্তু মৎস্য অধিদপ্তরের ডিজি সাহেব কি কারনে গেলেন সেইটা যদি একটু এই অধমকে বুঝায়ে দিতেন!!

থাইল্যান্ডকে ব্ল্যাক বেঙ্গল ছাগল উপহার না দিয়া এই ধরনের কিছু অরিজিনাল ছাগল/পাঁঠা দিয়ে দেয়া উচিত। দেশের টাকা আর কিভাবে অপচয় করবে এই পাঁঠাগুলা বুঝতে পারতেছে না।

আহা কি আনন্দ সকলের মুখে
মৎস্য দুগ্ধ খাইবো সুখে... !!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মজা পেলাম

২| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: পুরাই মজা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.