নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

যাতায়াতপথের সঠিক ব্যবস্থাপনা কতটুকু

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

বাংলাদেশ আজ সড়ক অব্যবস্থাপনায় জর্জরিত এবং আতঙ্কিত । প্রতিদিন আমাদের সড়কে চলছে দুর্ঘটনা । সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ । বেশীরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে গাড়ীর চালকদের চরম অব্যবস্থাপনা আর অদক্ষতার কারণে । যেখানে ড্রাইভারেরা অধিকাংশ অদক্ষ । আমাদের প্রশাসন ও সরকার তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য কোণ পদক্ষেপ ই গ্রহন করে নি , যাতে তারা সঠিক উপায়ে গাড়ি চালায় । এক ই সাথে আমাদের সড়কে লাইসেন্সবিহিন , ফিটনেস বিহীন গাড়ি চলছে সহজে ই । তাদের আটকাবার জন্য কেউ নেই । ট্রাফিক বিভাগ যদি ও একাজ টি করার কথা কিন্তু ট্রাফিক এর অসাধু ব্যাক্তিদের কারনে তারা এ কাজ করতে ব্যর্থ হয়েছে । সরকার ও এই সড়ক ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে ।এছাড়া সড়কের বেহাল অবস্থা ও দুর্ঘটনার জন্ম দিচ্ছে প্রতিনিয়ত । যার ফলে সড়কে আমাদের দেশের কৃতি সন্তান তারেক মাসুদ , মিশুক মুনির , আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের অহংকার যারা হতে পারতো পায়েল , মিমদের সড়কেই দিতে হয়েছে প্রান । আমাদের দেশের সর্বস্তরের মানুষ তাই আজ আতংকিত । এই বেপরোয়া ড্রাইভার ও সড়কের বেহাল অবস্থার কাছে দেশের সাধারন মানুষ আজ অসহায় । এই বিপদজ্জনক পথে ও আশার খবর আমাদের তরুণ প্রজন্ম আমদের অহংকারেরা রাজপথে নেমে চেষ্টা করছে এই সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনার । যা আমাদের জন্য সত্যি আনন্দের খবর । সাধুবাদ জানাই আমাদের দেশের তারুন্যের অহংকার সেই সকল বীর সন্তানদের যারা জীবনঝুকি নিয়ে সড়ক কে কিছুটা ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার চেষ্টা করছে । সাব্বাশ তারুন্য । তবে হ্যা , সরকার ও প্রশাসন যদি তরুন প্রজন্মের এই চেষ্টা দেখে ও কোন কাজ না করে , তবে আমাদের সেই হতাশ ও আতংকিত অবস্থায় ই দিন কাটাতে হবে । কারন ভুলে গেলে চলবে না যে এই দায়িত্ব জনগনের নয় , এটা সরকার ও প্রশাসনের কাজ । ড্রাইভার প্রশিক্ষণ , তাদের সব যোগ্যতা যাচাই করে লাইসেন্স প্রদান , গাড়ির ফিটনেস চেক করে গাড়ি নামানো , এসব সরকার ও প্রশাসনের নৈতিক দায়িত্ব । আমরা অনেকে ই হয়তো সড়ক পথ ছাড়া অন্য যেসব পথ রয়েছে তাদের অব্যবস্থাপনার কথা ভুলে গিয়েছি । হ্যা । আমাদের সড়ক পথ ছাড়া ও আছে নৌ – পথ ও রেলপথ ও বিমানপথ । যেসবখানে সমান্তালে অব্যবস্থাপনা চলছে । আমাদের নদীগুলো কে আমরা দখল করে আর আবর্জনার ভাগাড় বানিয়ে শেষ করে দিচ্ছি । আর নদীর খালগুলো তো অর্ধেক এর ও বেশী শেষ ই করে দিয়েছি । অথচ আমরা নদীমাত্রিক দেশ । যদি আমাদের নদী আর খালগুলো বেঁচে থাকে তবে পরিবেশ এর পাশাপাশি আমাদের সড়ক পথে জনগনের ভোগান্তি আর দুর্ঘটনা কিছুটা নয় অনেকআংশে কমে যাবে , তবে কথা হলো এই পথ কে সঠিক ব্যবস্থাপনার মাধমে বাঁচিয়ে রাখতে হবে ।লঞ্চ , স্টিমার গুলোকে সঠিক ব্যবস্থাপনায় আনতে হবে । সড়ক , কিংবা নৌ দুই পথে ই রয়েছে চরম অব্যবস্তাপনা । এবার আসি রেলপথে । এটি এখন ও অনেকাংশে নিরাপদ আছে । তবে এইপথে সীমাহীন দুর্নীতি রয়েছে , এছাড়া ব্যবস্থাপনা ও আর ও জোরদার হওয়া দরকার । এখানে জনভোগান্তি কমাতে ট্রেনের টিকিট কালোবাজারি থেকে শুরু করে সমস্ত দুর্নীতি বন্ধ করতে হবে । ট্রেনের সংখা আর ও বাড়াতে হবে । এবং এই বিভাগ কে সঠিক ব্যবস্থাপনায় ও নজরদারিতে আনতে হবে । বিমানপথ ও আমাদের দেশের আরেকটি গুরুত্ব পূর্ণ যাতায়াত পথ । এখানে ও সীমাহীন দুর্নীতি ও দেশের নিজস্ব বিমানের অব্যবস্থ্যাপনা চোখে পড়ার মতো । তবে এখানে আন্তর্জাতিক বিমান তাদের মান ভালো রাখায় ও দেশীয় কিছু বেসরকারি বিমান তাদের মান ধরে রাখায় এখানে যাত্রীরা এখনো নিরাপদে আছে । তবে জাতীয় বিমান ব্যবস্থ্যাপনায় এবং এই বিমানপথ এর ব্যবস্থাপনায় সরকারকে আরো কার্যকরী ভুমিকা রাখতে হবে । পরিশেষে আবার ও বলতে চাই জয় হোক তারুন্যের , শুভবুদ্ধির উদয় হোক সরকার ও প্রশাসনের । বাংলাদেশ এগিয়ে যাক বহুদুর ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ঢাকা-আরিচা মহাসড়ক ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৪০ জন।

নরিসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কে পিকাপের ধাক্কায় একটু আগে প্রাণ হারালেন এক কলেজ শিক্ষার্থী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.