![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশ এর নাগরিক
রক্তধারা ঝরছে শুধু ঝরছে,
লক্ষ লক্ষ মানুষ আজ মরছে শুধু মরছে ।
সৃষ্টি হচ্ছে নতুন খেলা,
মানবতা আজ অন্ধকারে ভরা ।
বিশ্ববাসী হতবাক , আর স্তম্ভিত সবাই,
নেই কোন নিরাপদ ভবন , সব ই যেন আজ মৃত্যুপুরী।
সবাই যেন হিংস্র জানোয়ারের থাবায় বন্দী ।
কে করবে সবাই কে উদ্ধার হিংস্রতার এ থাবা থেকে ?
কোথায় আজ কালাপাহাড় , তিতুমিরেরা ,
কোথায় হারিয়ে গেছো তোমরা ?
বিশ্ব চাইছে তোমাদের , চলে এসো ফিরে
রক্ষা করো এ পৃথিবী ।
তারা আসবে না আর ফিরে , এবার জাগ্রত হতে হবে বিশ্বের বীর সন্তানদের ।
ভেঙ্গে দিতে হবে অত্যাচারীর দুর্গ , রুখে দিতে হবে হায়নাদের সকল ষড়যন্ত্র ।
হে বীরেরা , জাগ্রত করো নিজেদের , জ্বালিয়ে দেও হায়নাদের দুর্গ,
ভেঙ্গে দাও তাদের কালো হাত ।
বিশ্বকে করো শান্তিময় ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: শান্তিময় পৃথিবী চাই।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: জানি মানবতার ঘুম ভাঙ্গাতে আসবে কেউ, আপনার আমার মধ্যে হতে, আসতে হবে, আসতেই হবে।
ভাল লাগল আপনার ঘুম ভাঙ্গানির আহ্বান।