নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থাকুক নিরাপদে, দেশের মানুষ থাকুক সুখে , এগিয়ে চল বাংলাদেশ, এগিয়ে চল বিশ্ব ।

তাহমিদ তাজ ওয়ার

আমি বাংলাদেশ এর নাগরিক

তাহমিদ তাজ ওয়ার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি আজ বেপরোয়া যানবাহনের চাকার নিচে ??

১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৭

প্রথমে ই ক্ষমা চেয়ে নিচ্ছি এমন ধরণের শিরোনাম করার জন্য । আমি ও চাইনি কখন ও এমন শিরোনাম করতে । কিন্তু যখন চোখের সামনে দেখি বাংলাদেশের ভবিষ্যৎ বাসের চালকদের নির্মম প্রতিযোগিতার কারণে রাস্তায় পিষ্ঠে যাচ্ছে , তাদের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ , আর সেই বাস চালকদের কিছু ই হচ্ছে না , এক ই ঘটনা বারবার করে ও তারা পার পেয়ে যাচ্ছে ,আর বাংলাদেশের মেধাগুলো , একে একে সবাই চলে যাচ্ছে না ফেরার দেশে , নির্মম মৃত্যু তাদের আলিঙ্গন করে নিচ্ছে নির্মম ভাবে , তখন আর স্বাভাবিক থাকতে পারিনা । নিজের মন কে বোঝাতে পারি না । মৃত্যু সবার ই হবে । আমরা এ দুনিয়ায় কেউ ই চিরস্থায়ী নই । কিন্তু সে মৃত্যু যদি এতটা নির্মম হয় , তখন সত্যি কার ও মন স্থির থাকে না । কারণ যারা চলে যাচ্ছে তারা আমাদের ই কারো বন্ধু , কারো ভাই , কারো বোন । আমরা আমাদের ই স্বজনদের হারাচ্ছি । আমাদের কারো কিছু না ই হোক , তারা আমাদের এক ই দেশের নাগরিক । তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ই দায়িত্ব । কারণ দেশের যে অবস্থা চোখের সামনে দেখছি হয়তো আমাদের মৃত্যু ও এমনভাবে হতে পারে । এখন ই যদি এইসকল ভেবে না দেখি আমরা হয়তো পরে আর ভেবে দেখার সময় পাবো না । এখন ই সড়কের নিরাপত্তা নিশ্চিতে সরকার কে তৎপর হতে হবে । সাথে সাথে আমাদের ও একটু জেগে ওঠা উচিত । হয়তো আমরা সবাই গাড়ি তে যাতায়াত করি না । আমরা বাসে ও চড়ি । যখন আমাদের সামনে আমাদের বাসের চালক প্রতিযোগিতা করে অন্য বাসের সাথে , আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি , সে শুনতে বাধ্য । এক ই সাথে যখন আমাদের বাসের ড্রাইভার বেপরোয়া গতিতে বাস চালায় তখন আমরা সবাই মিলে প্রতিবাদ করি , এভাবে আস্তে আস্তে এসব বন্ধ করা যাবে যদি আমরা একটু সচেতন হই । মনে রাখতে হবে আমরা জনতারা ই কিন্তু এ দেশ স্বাধীন করেছি । তাই আমরা ই পারি এ দেশের সব কিছু ঠিক করতে । আশাবাদ ব্যাক্ত করি আমাদের সরকার ও প্রশাসন সড়ক নিরাপদ করতে আরো সচেষ্ট হবেন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: পিচঢালা পথে গাড়ির চাপায়
হারাবে আর কত প্রাণ....?

নড়বে কবে টনক....??

২| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কিন্তু যখন চোখের সামনে দেখি বাংলাদেশের ভবিষ্যৎ বাসের চালকদের নির্মম প্রতিযোগিতার কারণে রাস্তায় পিষ্ঠে যাচ্ছে ,
বাস চালকরা কেনো, এই প্র‌তিযোগিতা করে সেটা জানেন?
বাস মালিকদের কিছু বলেছেন?
কেনো, আপনারা বাস চালকদের পে স্কেল করেন না?
কেনো, তাদের খেপ সংখ্যার উপর পারিশ্রমিক দেয়া হবে?

আগে সমস্যা মূলে ভাবতে হবে ভাই

৩| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: কিচ্ছু হবে না।

৪| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: বাইরে বের হলে মনে হয় বাসায় ফিরতে পারবো তো?

৫| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: বাইরে বের হলে মনে হয় বাসায় ফিরতে পারবো তো?

৬| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৪

তাহমিদ তাজ ওয়ার বলেছেন: আমাদের সবার জীবন ই আজ অনিরাপদ । সচেতনতা ও নিজেদের অধিকারের ব্যাপারে নিজেদের ই জাগ্রত হতে হবে । ধন্যবাদ সবাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.