![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশ এর নাগরিক
স্বাধীনতা এসেছে , বেজেছে পরাধীনতার বিদায়ের সুর ,
স্বাধীনতা এসেছে , মুক্তির পাখিগুলো হাসছে প্রাণখুলে ,
স্বাধীনতা এসেছে , বেজেছে অত্যাচারীর বিদায়ঘন্টা ,
স্বাধীনতার পরাস্ত আজ দানবেরা , খুজছে পালাবার পথ ,
নেই তো রেহাই , হবে তারা শেষ , কাটে নি তো এখন ও বাঙ্গালীর রক্ত পরা বেশ । পালা পালা নাহয় মোরা শেষ .......................................।।
এই বাঙ্গালী সেই বাঙ্গালী , নেই তো সেরকম আগুন এর গোলা
শাসকের হাতে মার খেয়ে হয় ফোলা
ভিন্দেশীর আনুগত্যে যেন গোলা ভরা
নিজেরা মরে , তবু ও তারা ভালা
নিজের দেশ জাহান্নামে যাক , করিতে হবে তাদের ভালা
প্রয়োজনে বিক্রি করিব নিজেদের , তবু ও বন্ধুকে রাখিব সুখে ।
আমরা মরি গাড়ির চাকায় , মরি জানোয়ারের গুলি খেয়ে তবু ও হয় না মোদের স্বাধীনতাকে স্মরণ
একদিনে হয়ে যাই মোরা তিতুমীর , নাহয় নবাব সিরাজুদ্দউলা
আর সারাজীবন থাকি মোরা মীরজাফরের বন্ধু ।
তবু ও জানাই সবাইকে স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা ।।
২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৫
তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ২:২১
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।
২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৪
তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: কবিতা পছন্দ হয়েছে।