![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশ এর নাগরিক
ইলিশ মাছের তিরিশ কাঁটা,
রসের মিষ্টির হাঁড়ী ।
পহেলা বৈশাখ এসেছে ।
উৎসব হবে বাড়ি বাড়ি ।
খাওয়া হবে পান্তা –ইলিশ ,
যাওয়া হবে বৈশাখী মেলায় লাল পাঞ্জাবী আর হলুদ শাড়ি পড়ে ,
সেখানে খাব আমরা মুড়ি , মুড়কি , বাতাসা , আর জিলিপি।
চড়ব আমরা নাগরদোলায় ,
কিনব আমরা বাঁশি , খেলনা আরো হরেক রকমের জিনিস,
ভুলে যাই সকল হিংসা , বিদ্বেষ ,
আনন্দ করব আমরা সবাই মিলে , থাকিবে না জাতি , ধর্ম , বর্ণ ,দল, উচু- নিচু ভেদাভেদ
ছড়িয়ে দিবো পহেলা বৈশাখের শান্তির বার্তা সবার মাঝে
তবে ই হবে পুরো দেশ শান্তির স্বর্গ ।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: নতুন বছরের প্রতিটি দিন হোক সুখময় ও ভালোবাসাময়।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
আকতার আর হোসাইন বলেছেন: ভাল হয়েছে। শুভেচ্ছা লহ মোর।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল লিখেছেন।
ভুলে যাই সকল হিংসা , বিদ্বেষ ,
আনন্দ করব আমরা সবাই মিলে , থাকিবে না জাতি , ধর্ম , বর্ণ ,দল, উচু- নিচু ভেদাভেদ
ছড়িয়ে দিবো পহেলা বৈশাখের শান্তির
নতুন বছরের প্রতিটি দিন হোক সুখময় আনন্দময়।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২
তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: এসো হে বৈশাখ – এসো এসো।